1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোকেন আসক্তি রোধে টিকা

৯ নভেম্বর ২০১১

মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তিদের জন্য নানারকম থেরাপি ও বিকল্প ব্যবস্থার প্রচেষ্টা চালিয়েও এখন পর্যন্ত সমস্যাটিকে আয়ত্তে আনা যায়নি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষক দল এখন কোকেনে আসক্তি রোধে টিকা বের করার চেষ্টা করছেন৷

মাদকদ্রব্যে আসক্তি কাটানো মোটেই সহজ নয়ছবি: Fotolia/NatUlrich

অ্যামেরিকার হিউস্টন, ফিলাডেলফিয়া ও নিউইউর্কের সমীক্ষাকেন্দ্রের এক সমীক্ষায় অংশ গ্রহণ করতে আসেন কোকেনে আসক্ত বহু ব্যক্তি৷ ছয় সাত বছর ধরে এই মাদকে আসক্ত তাঁরা৷ কোকেন আসক্তি রোধে টিকা বের করার পরীক্ষা নিরীক্ষায় অংশ নিতে আগ্রহী তাঁরা৷ হিউস্টনের বেইলর কলেজ অব মেডিসিনের মানসিক রোগের চিকিত্সক টমাস কোস্টেন এ প্রসঙ্গে বলেন, ‘‘অধিকাংশ রোগী পরিবার কিংবা তাদের কর্মপ্রতিষ্ঠানের চাপে এখানে আসেন৷ কোকেন তাদের জীবন ধ্বংস করে দিয়েছে৷ অনেকে নিজেরাই কোকেনের নেশা থেকে মুক্ত হতে চেয়েও সফল হতে পারেননি৷''

সরকার প্রায়ই এমন মাদক বাজেয়াপ্ত করলেও বাজারে ঘাটতি পড়ে নাছবি: Polícia Judiciária de Cabo Verde

টমাস কোস্টেন এমন এক ধরনের টিকা বের করেছেন, যা কোকেন প্রতিরোধে অ্যান্টিবডি তৈরি করে৷ এর ফলে মস্তিষ্কে আর কোকেনের নেশা পৌঁছাতে পারেনা৷ এই ভাবে রোগীরা এই মাদকের নেশা থেকে মুক্ত হতে পারেন৷ টমাস কোস্টেন জানান, ‘‘কোকেনের অ্যান্টিবডি বেশ বড়৷ কোকেন সেবন করলে তা রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় ঢুকে পড়ে৷ অ্যান্টিবডি রক্তে মিশে কোকেনকে আর মস্তিষ্কে প্রবেশ করতে দেয়না৷ ফলে নেশাও আর হয়না৷ রক্তে থাকা কোকেন পরে মূত্রের সঙ্গে বের হয়ে যায়৷''

টিকা দিয়ে সুফল পাওয়া গেছে

গত কয়েক বছরে গবেষকরা ৪০০ কোকেন আসক্ত ব্যক্তিকে টিকা দিয়েছেন৷ প্রতি চার জনে তিন জন সুফল পেয়েছেন৷ এই টিকা এত বেশি অ্যান্টিবডি তৈরি করে যে, অনেক বেশি পরিমাণের কোকেনও তার কার্যকারিতা হারায়৷ এই টিকা বেশ সহনীয়৷ নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী কার্ল হার্ট মাদকাসক্তদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন৷ তিনি এই টিকার গুণাগুণ দেখে বেশ আশান্বিত৷ তাঁর ভাষায়, ‘‘আমি আনন্দিত যে, বিজ্ঞানীরা এই ধরনের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন৷ মাদকাসক্ত ব্যক্তিরা এব্যাপারে অত্যন্ত উত্সাহী৷ তাঁরা মনে করেন টিকা নিলেই বুঝি কোকেনের আসক্তি চলে যাবে৷ আসলে কিন্তু তেমনটি নয়৷ কোকেনাসক্তি আচার আচরণের ত্রুটিজনিত জটিল এক সমস্যা৷ অতি সহজে একটি ইন্জেকশনের মাধ্যমে তা দূর করা যায়না৷ এই টিকা আশ্চর্যজনক কোনো নিরাময়কারীও নয়৷''

গোটা বিশ্বে কোকেন’এর ব্যবহার ছড়িয়ে পড়েছে

কোকেন সেবনের স্পৃহা দমন করতে পারে না টিকা

টিকা কোকেনের নেশাকে প্রতিহত করতে পারে কিন্তু কোকেন সেবনের স্পৃহাকে দমন করতে পারেনা৷ প্রথম কয়েক সপ্তাহ পার করাটাই বেশ কঠিন৷ সমীক্ষায় অংশগ্রহণকারীরা যখন লক্ষ্য করেন যে, কোকেন সেবন করার পরও নেশা হচ্ছেনা, তখন তাঁরা হতাশ হয়ে পড়েন৷ কেউ কেউ নেশার জন্য দশ গুণ পর্যন্ত কোকেন সেবন করে ফেলেন৷ যদিও অতিরিক্ত কোকেন সেবন করে অসুস্থ হওয়ার মত কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি৷ তবে বিষয়টিকে এখন চোখে রাখতে হবে বলে মনে করেন গবেষকরা৷ কার্ল হার্ট বলেন, ‘‘অংশগ্রহণকারীরা অন্যান্য মাদকের দিকে হাত বাড়াতে পারেন৷ কোকেন প্রতিরোধক টিকা নেওয়ায় অন্য মাদকের প্রতি আগ্রহ দেখা দিতে পারে তাঁদের৷ টমাস কোস্টেনও এই রকমটি মনে করেন৷ এই বিজ্ঞানী জানান, ‘‘কোকেনাসক্তি একটি আচরণের ত্রুটিজনিত সমস্যা হয়েই থাকবে৷ আমরা রোগীদের এই ত্রুটি দূর করতে চাই৷ আমরা যদি শুধু তাঁদের টিকা দেই, একদিন হয়তো তাঁরা আর দেখাই দেবেননা৷''

মাদকাসক্তদের স্বপ্নছবি: Fotolia/VRD

রোগীদের আচরণে পরিবর্তন আনা ও টিকা দুটোই প্রয়োজন

একারণে রোগীদের জন্য দুটোই দরকার৷ মাদকাসক্তির অভ্যাস পরিবর্তনের জন্য বিশেষ থেরাপি এবং টিকা৷ এই যৌথ উদ্যোগ মাদকাসক্তি দূর করতে সহায়তা করবে রোগীদের৷ কিন্তু এজন্য সময়ের প্রয়োজন, আজ কালের মধ্যেই তা সম্ভব হবেনা৷

স্বাভাবিক আচরণের জন্য থেরাপি কাজে লাগতে কয়েক বছর লেগে যেতে পারে৷ আর টিকার কার্যকারিতা কয়েক মাস টিকে থাকে৷ বার বারই নতুন করে টিকা দিতে হয়৷ টমাস কোস্টেন বলেন, ‘‘আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে, কোনো রোগী যদি থেরাপির পাশাপাশি টিকা নেন, তাহলে তিনি পাঁচ বছর নেশামুক্ত থাকেন৷ এটাই আমাদের লক্ষ্য৷''

কোকেন প্রতিরোধের টিকা এখনও বাজারে বের হওয়ার অনুমোদন পায়নি৷ গবেষকদের আরো বড় সমীক্ষার প্রয়োজন, অন্তত হাজার জন অংশগ্রহণকারীকে নিয়ে৷ প্রয়োজন এমন একটি ওষুধ কোম্পানির, যারা এই টিকা প্রস্তুত ও বিক্রি করতে আগ্রহী৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ