জার্মানির ডুসেলডর্ফ শহরে একটি পিৎজা রেস্তোরাঁতে অভিযান চালিয়ে পুলিশ রেস্তোরাঁর মালিকসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে৷
বিজ্ঞাপন
তবে সেই জনপ্রিয়তা স্বাদের জন্য নয়৷
পিৎজা রেস্তোরাঁটি চিজ, টমেটো ও ময়দা দিয়ে বানানো পিৎজার পাশপাশি অন্য অনেক কিছু সরবরাহ করার জন্য অভিযুক্ত হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁটির ‘পিৎজা নম্বর ৪০' এ পিৎজার সঙ্গে কোকেন সরবরাহ করা হতো৷
এক বিবৃতিতে জার্মান পুলিশ জানায়, ‘‘এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া পিৎজাগুলোর একটি ছিল৷''
৩৬ বছর বয়সি রেস্তোরাঁ মালিক তার বাড়িতে পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই ব্যাগ ভর্তি মাদক জানালা দিয়ে ছুড়ে ফেলে দেয়৷ তবে ব্যাগটি পুলিশের হাতেই পড়েছে৷
অভিযুক্ত রেস্তোরাঁ মালিকের অপরাধে জড়ানোর অতীত কোনো রেকর্ড নেই৷
১৫০ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত অভিযানে পুলিশ এক কেজি ৬০০ গ্রাম কোকেন, ৪০০ গ্রাম গাঁজা ও নগদ দুই লাখ ৬৮ হাজার ইউরো জব্দ করেছে৷
জার্মানির নর্থ রাইন ওয়েস্টাফালিয়া রাজ্যে মাদকের সরবরাহ বন্ধ করতে বেশ কিছুদিন ধরেই মাদকবিরোধী অভিযান চালাচ্ছে জার্মান পুলিশ৷
এসএইচ/ এসিবি (ডিপিএ)
পিৎসা যখন শিল্পীর অনুপ্রেরণা
ইউনেস্কো ২০১৭ সালে পিৎসা তৈরির শিল্পকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে৷ অনেক শিল্পীর শিল্পকর্মের পরিকল্পনাও এসেছে পিৎসা থেকে৷
ছবি: Paul Barsch
পিৎসা, নাকি রুটি?
দেখে খুব সাধারণ পিৎসা মনে হচ্ছে? অনেকে হয়ত একে পিৎসাই বলবেন না৷ কারণ, টপিং কোথায়? মনে হচ্ছে যেন রুটির উপর শুধু একটি টমেটো বসিয়ে দেয়া হয়েছে৷ তবে যখন জানবেন মার্কিন শিল্পী লুক ফুলার এই পিৎসার ডিজাইন করেছেন, তখন আপনি নিশ্চিত হতে পারেন যে, এটি আসলে পিৎসাই৷ ২০১৫ সালে ভেনিসে অনুষ্ঠিত ‘কন্টেম্পরারি ভিজ্যুয়াল আর্টস’ প্রদর্শনীতে এই পিৎসার ডিজাইন করেছিলেন ফুলার৷
ছবি: Paul Barsch
দেয়ালে পিৎসা
শিল্পী পাউল বার্শের কাছে পিৎসা শুধু খাওয়ার জিনিসই নয়৷ পিৎসা দিয়ে তিনি এই শিল্পকর্মটি তৈরি করেছেন৷ নাম ‘পিৎসা ভোইয়ার’৷ দেখুন কেমন টেলিভিশনের মতো এটি দেয়ালে ঝুলিয়ে দেয়া হয়েছে৷
ছবি: Paul Barsch
যেন ভাস্কর্য
এ আবার কেমন পিৎসারে বাবা! ইটালীয় শিল্পী মার্কো ব্রুজোন তাঁর জাতীয় খাবারকে বোধ হয় একটু অন্যরূপে দেখতে চেয়েছেন৷ তাই তো চোখ আর মুখসহ দেখতে অনেকটা ভাস্কর্যের মতো করে তৈরি করেছেন এই পিৎসা শিল্পকর্ম৷ নাম দিয়েছেন ‘সেন্ডিং আউট ফর ইউ’৷ এটি তৈরিতে ময়দা নয়, সিরামিক ব্যবহার করেছেন ব্রুজোন৷
ছবি: Marco Bruzzone
কাপড়ের পিৎসা
ফরাসি শিল্পী ক্লদ ভিয়ালার পুরনো কাপড়ের টুকরো জোড়া লাগিয়ে এই পিৎসাটি তৈরি করেছেন৷ ১৯৯০ সালে তৈরি এই শিল্পকর্মটির নাম ‘১৯৯০/১১২’৷
ছবি: Aurélien Mole
‘পিৎসা গড’
নিউ ইয়র্কের শিল্পী স্পেন্সার সুইনি’র এই শিল্পকর্মের নাম ‘পিৎসা গড’৷ ইটালির নাপোলিতে জন্ম নেয়া পিৎসা, গত শতকের পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্রের তরুণদের মন জয় করতে সমর্থ হয়েছিল৷