1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'কোকেন পিৎজা’: জার্মানির ডুসেলডর্ফে পুলিশি অভিযান

২২ অক্টোবর ২০২৪

জার্মানির ডুসেলডর্ফ শহরে একটি পিৎজা রেস্তোরাঁতে অভিযান চালিয়ে পুলিশ রেস্তোরাঁর মালিকসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে৷

পিৎজা
রেস্তোরাঁটির ‘পিৎজা নম্বর ৪০' খুব নাটকীয়ভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে৷ ফাইল ফটোছবি: DW

তবে সেই জনপ্রিয়তা স্বাদের জন্য নয়৷

পিৎজা রেস্তোরাঁটি চিজ, টমেটো ও ময়দা দিয়ে বানানো পিৎজার পাশপাশি অন্য অনেক কিছু সরবরাহ করার জন্য অভিযুক্ত হয়েছে৷ পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁটির ‘পিৎজা নম্বর ৪০' এ পিৎজার সঙ্গে কোকেন সরবরাহ করা হতো৷

এক বিবৃতিতে জার্মান পুলিশ জানায়, ‘‘এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া পিৎজাগুলোর একটি ছিল৷''

৩৬ বছর বয়সি রেস্তোরাঁ মালিক তার বাড়িতে পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই ব্যাগ ভর্তি মাদক জানালা দিয়ে ছুড়ে ফেলে দেয়৷ তবে ব্যাগটি পুলিশের হাতেই পড়েছে৷

অভিযুক্ত রেস্তোরাঁ মালিকের অপরাধে জড়ানোর অতীত কোনো রেকর্ড নেই৷ 

তুরস্কের মনভরানো খুদে পিৎসা

04:05

This browser does not support the video element.

নর্থ রাইন ওয়েস্টফালিয়ায় মাদকবিরোধী অভিযান   

গ্রেপ্তারের দুদিন পর রেস্তোরাঁর মালিককে ছেড়ে দেয়া হয়েছিল৷ পুলিশ জানায়, মুক্তি পাওয়ার পর রেস্তোরাঁ মালিক আবারও ‘পিৎজা নম্বর ৪০' সরবরাহ করা শুরু করে৷ তবে পুলিশ বলছে এর মাধ্যমে তারা কোকেনের সরবরাহ ও বিপণনের অন্যান্য সূত্র সম্পর্কেও জানতে পেরেছে৷

১৫০ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত অভিযানে পুলিশ এক কেজি ৬০০ গ্রাম কোকেন, ৪০০ গ্রাম গাঁজা ও  নগদ দুই লাখ ৬৮ হাজার ইউরো জব্দ করেছে৷ 

জার্মানির নর্থ রাইন ওয়েস্টাফালিয়া রাজ্যে মাদকের সরবরাহ বন্ধ করতে বেশ কিছুদিন ধরেই মাদকবিরোধী অভিযান চালাচ্ছে জার্মান পুলিশ৷ 

এসএইচ/ এসিবি (ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ