1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোকোর বিরুদ্ধে আদালতের রায়ের পর বিএনপির জোরালো প্রতিক্রিয়া

২৩ জুন ২০১১

মানিলন্ডারিং মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কারাদণ্ডের ঘটনাকে পূর্বনির্ধারিত বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে বিএনপি৷

আরাফাত রহমান কোকোছবি: AP

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ রায় হয়েছে৷ অন্যদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকারের আমলে দেশের বাইরে পাচার করা লুটপাট করা অর্থ দেশে ফেরত আনা হবে৷

কোকোর বিরুদ্ধে আদালত ৬ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের রায় শোনার পরপরই দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিএনপি৷ সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, একটি সাজানো মামলায় কোকোকে শাস্তি দেয়া হয়েছে৷ এর বিরুদ্ধে বিএনপি আইনি এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে৷

এদিকে আদালত রায় ঘোষণার পরপরই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ এবং হট্টগোল করেন বিএনপি পন্থী আইনজীবীরা৷ কোকোর আইনজীবী সানাউল্লাহ মিয়া এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন৷

তবে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, অর্থ পাচারের ঘটনা প্রথম চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা মামলার অনুরোধ করে৷ এর মধ্যে কোন রাজনীতি নেই৷ আদালত পাচার হওয়া ২০ কোটি টাকা ফেরত দেয়ারও আদেশ দিয়েছেন৷

এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশের বাইরে পাচার হওয়া লুটপাটের অর্থ দেশে ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ