আরাফাত রহমান কোকোর মরদেহ দাফন করা হয়েছে৷ তবে তাঁকে নিয়ে আলোচনা শেষ হয়ে যায়নি৷এক ব্লগার মিডিয়ার ভূমিকার সমালোচনা করেছেন, আরেকজন লিখেছেন, ‘বিএনপিকে রাজনীতি শিক্ষাগ্রহণ করতে হবে, সাথে শিষ্টাচার বা ভদ্রতা৷'
বিজ্ঞাপন
‘কোকোর মৃত্যু: মিডিয়ায় মানবিকতা, অমানবিকতা-' এই শিরোনামে সামহয়্যারইন ব্লগে সামছুল কবির মিলাদ লিখেছেন, ‘‘ নিজের পরিবারের সব সদস্য থেকে হাজার মাইল দূরে থাকা খালেদা জিয়া গত কিছুদিন ধরে বিভিন্নভাবে যে নাজুক পরিস্থিতির মধ্যে আছেন তার মধ্যে প্রিয় ছোট ছেলেকে হারিয়ে তার মানসিক অবস্থা এখন কতটা বিধ্বস্ত – এমন কোনো মানবিক আবেদনময়ী রিপোর্ট রবিবার এবং সোমবারের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে চোখে পড়েনি৷ আমি রবিবারের প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল, মানবজমিন, ইনকিলাব, ডেইলি স্টার ঘেঁটেছি৷ দুই/তিনটা ব্যতিক্রম বাদে বলতে গেলে কোকোর মৃত্যুতে কোকো বা খালেদা জিয়া কাউকে নিয়েই কোনো পত্রিকায় কোনো মানবিক আবেদন সম্পন্ন প্রতিবেদন নেই৷''
তিনি মনে করেন, ‘‘এক অবরুদ্ধ মায়ের সন্তান হারানো, ভিসা জটিলতায় ছোট ভাইকে তারেক রহমানের দেখতে যেতে না পারা, মা-ছেলের মধ্যে সর্বশেষ কথা-স্মৃতি, দেশের ক্রিকেটের উন্নয়নে কোকোর অবদান, নিজের সন্তানের মৃত্যুতেও বৃহত্তর স্বার্থের আন্দোলন থেকে খালেদা জিয়ার পিছপা না হওয়ার মতো মানসিক দৃঢ়তা ইত্যাদি অনেক কিছু নিয়ে চাইলে ফিচার বা মানবিক আবেদন সম্পন্ন প্রতিবেদন তৈরি করা যেত৷ এবং জোর করেই বলা যায়, ভুক্তভোগী খালেদা জিয়া না হয়ে সমপর্যায়ের অন্য কেউ হলে এসবের চেয়ে অনেক বেশি কিছু করতো এদেশের মিডিয়া৷''
সামছুল কবির মিলাদ মিডিয়ার সমালোচনা করলেও সামহয়্যারইন ব্লগেই মেহেদি হাসান কিন্তু সমালোচনা করেছেন বিএনপির৷ তাঁর লেখার শিরোনাম, ‘‘বিএনপিকে রাজনীতি শিক্ষাগ্রহণ করতে হবে, সাথে শিষ্টাচার বা ভদ্রতা''৷
অস্থির বাংলাদেশ
বাংলাদেশে দশম সংসদীয় নির্বাচনের বছরপূর্তিতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ এতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে৷ ৫ই জানুয়ারি রাজনৈতিক অস্থিরতার কয়েকটি ছবি পাবেন এখানে৷
ছবি: picture alliance/ZUMAPRESS.com
অবরুদ্ধ খালেদা
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তাঁর গুলশান কার্যালয়ে আটকে রেখেছে পুলিশ৷ যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে, তবে সোমবার তিনি বাইরে যেতে চাইলে পুলিশ তাঁর গেটে তালা লাগিয়ে দেয়৷ ফলে অবরুদ্ধ খালেদা জিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গেটের মধ্যেই৷
ছবি: AFP/Getty Images
অবরোধ ঘোষণা
অবরুদ্ধ খালেদা জিয়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশে অবরোধের ঘোষণা দিয়েছেন৷ গুলশানের কার্যালয়ে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আজ আমাদের কালো পতাকা কর্মসূচি ছিল৷ সমাবেশ করতে দেওয়া হয় নাই৷ পরবর্তী কর্মসূচি না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে৷’’
ছবি: picture-alliance/epa/A. Abdullah
খালেদার কার্যালয় ঘিরে পুলিশ
প্রসঙ্গত, গত দু’দিন ধরে খালেদা জিয়ার কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ৷ ছবিতে পুলিশে একটি গাড়ি রাস্তায় আড়াআড়িভাবে রেখে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে৷ এভাবে আরো কয়েকটি বালু এবং ইটভর্তি ট্রাকও রাখা হয়েছে৷
ছবি: picture alliance/Landov
গাড়িতে আগুন
রবিবার থেকেই ঢাকায় সভা, সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ করেছিল৷ কিন্তু তা সত্ত্বেও সমাবেশ করার সিদ্ধান্তে অটল থাকে বিএনপিসহ বিশ দল৷ ঢাকায় একটি সিএনজি এবং মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়ার ছবি এটি৷ বিএনপি সমর্থকরা এটা করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা৷
ছবি: picture alliance/ZUMAPRESS.com
পার্ক করা গাড়িতে আগুন
পার্ক করে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিচ্ছে বিএনপির সমর্থকরা৷ ছবিটি ঢাকা থেকে তোলা৷
ছবি: picture-alliance/epa/A. Abdullah
রাজপথে সরব আওয়ামী লীগ
পুলিশ সভা, সমাবেশ নিষিদ্ধ করলেও ঢাকার বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়ো হন৷ বিষয়টি সমালোচনা করে ফেসবুকে সাংবাদিক প্রভাষ আমিন লিখেছেন, ‘‘...নিষেধাজ্ঞা কি শুধু বিএনপির জন্য? আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দেখি শহরজুড়ে মিছিল করছে, উল্লাস করছে, গান শুনছে, গান গাইছে৷’’ ছবিতে ঢাকায় বিএনপির এক সমর্থককে পেটাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা৷
ছবি: picture-alliance/epa/A. Abdullah
‘শান্তির পথে আসুন’
এদিকে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিএনপি নেত্রীকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তবে মধ্যবর্তী নির্বাচনের যে দাবিতে বিএনপিসহ বিশদল আন্দোলন করেছে, সেই দাবির প্রতি কোন নমনীয়তা দেখাননি তিনি৷ হাসিনা মনে করেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ না নেয়াটা বিএনপির রাজনৈতিক ভুল ছিল৷
ছবি: Oli Scarff/Getty Images
‘একতরফা’ নির্বাচন
উল্লেখ্য, ২০১৪ সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপিসহ বেশ কয়েকটি দল অংশ নেয়নি৷ সেই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে কোন ভোটাভুটি হয়নি৷ বাকি আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিল বেশ কম৷ ইউরোপীয় ইউনিয়ন সেটিকে ‘একতরফা’ নির্বাচন আখ্যা দিয়েছে৷
ছবি: DW
8 ছবি1 | 8
সেখানে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যর্থ হয়ে ফিরে আসা সম্পর্কে তিনি লিখেছেন, ‘‘বিএনপি যদি রাজনীতি জানত তবে এতবড় ভুল হতনা৷ আমরা বাঙালি কি আর সেই দিনে আছি? ... বিএনপি যে ...কাজটি করেছে তার খেসারত দিতে হবে৷ প্রধানমন্ত্রী কোনো ছোট ব্যক্তিত্ব নন, তিনি দেশের শীর্ষ ব্যক্তিত্ব, সম্মানিত ও ক্ষমতাধর৷ সেই ব্যক্তিত্বকে গেটে না ঢুকতে দিয়ে অপমান করা সম্ভবত পৃথিবীর মধ্যে বিরল ঘটনা...৷''
মহাভারতের দৃষ্টান্ত তুলে বিএনপির এই পদক্ষেপের সমালোচনা করে মেহেদি হাসান তাঁর লেখা শেষ করেছেন এভাবে, ‘‘রাজনীতির জবাব রাজনীতিতেই দিতে হয়৷ রাজনীতি বড়ই কৌশলের বিষয়৷ .. বড়ই পরিতাপের বিষয় যে বিএনপিতে ভালো রাজনীতিবীদ নেই৷...''