1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন নিপীড়নের শিকার শিশু ফুটবলাররা

২ ডিসেম্বর ২০১৬

তাঁরা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ছোটবেলায় ক্লাবে গিয়েছিলেন৷ কিন্তু সেখানে গিয়ে কোচদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এখন পর্যন্ত সাড়ে তিনশ' জন এই অভিযোগ এনেছেন৷

ব্রিটিশ স্পোর্টস অ্যাকাডেমি
ছবি: picture-alliance/AP Photo/M. Rickett

এই ঘটনায় স্তম্ভিত পুরো ব্রিটেন৷ প্রথম অভিযোগ আনেন অ্যান্ডি উডওয়ার্ড৷ বর্তমানে ৪৩ বছর বয়সি উডওয়ার্ডের বক্তব্য প্রকাশ হয় ১৬ নভেম্বর, গার্ডিয়ান পত্রিকায়৷ উডওয়ার্ড জানান, ১১ বছর বয়সে তিনি ‘ক্রুয়ে আলেকজান্দ্রা' (বর্তমানে ইংল্যান্ডের চতুর্থ বিভাগে খেলছে দলটি) ক্লাবে খেলতে গিয়েছিলেন৷ সেখানে কোচ ব্যারি বেনেলের কাছে যৌন নিগ্রহের শিকার হন তিনি৷ এত বছর পর এসে এই ঘটনা প্রকাশ করার মাধ্যমে তিনি অন্যদেরও তাঁদের ঘটনা বলতে উৎসাহিত করতে চেয়েছেন বলে জানান উডওয়ার্ড৷

798845492461350917

উডওয়ার্ডের এই বক্তব্য প্রকাশের পর একে একে অনেকেই এমন অভিযোগ আনছেন৷ এখন পর্যন্ত সাড়ে তিনশ' জন পুলিশের কাছে তাঁদের কোচ দ্বারা যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ এনেছেন৷ সংখ্যাটি জানিয়েছে ব্রিটেনের ‘ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল' বা এনপিসিসি৷ অভিযোগকারীদের মধ্যে একসময় ইংল্যান্ডের জাতীয় দলে খেলা ফুটবলারও রয়েছেন৷ এর মধ্যে কয়েকজন বছরের পর বছর ধর্ষিত হওয়ার অভিযোগও এনেছেন৷

এনপিসিসি-র শিশু নিরাপত্তা বিষয়ক প্রধান কর্মকর্তা সিমন বেইলি বলছেন, ‘‘সব অভিযোগগুলো যেন ঠিকভাবে খতিয়ে দেখা যায় সে ব্যাপারে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কাজ করছি৷'' যাদের সঙ্গে এবং যত আগে এ ধরনের ঘটনা ঘটে থাকুক না কেন, সে বিষয়গুলো পুলিশকে জানাতে ভুক্তভোগীদের আহ্বানও জানিয়েছেন তিনি৷

এদিকে, ব্রিটিশ চ্যারিটি এনএসপিসিসি এ বিষয়ে একটি হটলাইন চালু করেছে৷ প্রথম সপ্তাহেই ৮৬০টি কল এসেছে বলে জানিয়েছে সংস্থাটি৷ প্রথম তিন দিনে ৬০টি ঘটনার কথা তারা পুলিশ কিংবা ‘সোশ্যাল সার্ভিস'-কে জানিয়েছে বলে দাবি এনএসপিসিসি-র৷

কে এই ব্যারি বেনেল?

অ্যান্ডি উডওয়ার্ডকে যৌন নিপীড়নকারী বেনেল সত্তরের দশকের শুরু থেকে তিন দশক পর্যন্ত ক্রুয়ে আলেকজান্দ্রা, ম্যানচেস্টার সিটি ও স্টোক সিটি ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন৷ এই সময়ে তাঁর হাতে যৌন নিগ্রহের শিকার হন অনেকেই৷ গত মঙ্গলবার বেনেলের বিরুদ্ধে ১৯৮১ থেকে ১৯৮৫ সালের মধ্যে ১৪ বছরের কমবয়সি এক ছেলেকে আট উপায়ে যৌন নিগ্রহ করার অভিযোগ আনা হয়৷ ১৪ ডিসেম্বর বেনেলের আদালতে হাজির হওয়ার কথা৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ