1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোচের পাশাপাশি মনোচিকিৎসকের প্রয়োজন ফুটবলারদের

১৩ নভেম্বর ২০০৯

ফুটবলারদের প্রশিক্ষণের জন্য কি কেবল কোচই যথেষ্ট নাকি তাদের মানসিক দিকটারও যত্ন নেওয়া প্রয়োজন? জার্মান জাতীয় দলের গোলরক্ষক রবার্ট এনকের আত্মহত্যার পর এখন এই প্রশ্নই তৈরি হয়েছে ফুটবলারদের মধ্যে৷

প্রয়াত গোলরক্ষক এনকে (ফাইল ফটো)ছবি: picture-alliance / augenklick/RO

উজ্জ্বল একটি ক্যারিয়ার থাকা সত্বেও মানসিক অবসাদ এনকেকে ঠেলে দিয়েছে আত্মহননের দিকে৷ তাই ক্লাবগুলো এখন নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে কোচের পাশাপাশি মনোচিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে৷ যদিও মনোচিকিৎসক নিয়োগ করার বিষয়টি এখন পর্যন্ত বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন জার্মানির ফুটবল ফেডারেশন ডিএফবির প্রধান নির্বাহী হোলগের হিয়েরোনিমুস৷ জানা গেছে, ইতিমধ্যে বুন্দেসলিগার বেশ কিছু ক্লাব মনোচিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগও নিয়েছে৷ এনকের দল হানোভার এর ম্যানেজার ইয়র্গ শ্মাডকে বলেছেন, রবার্ট এনকের ট্রাজেডি আমাদের বেশ কিছু বিষয় নিয়ে চিন্তা করার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ফুটবল কর্মকর্তারা মনে করছেন, হাজার হাজার সমর্থকদের প্রত্যাশার চাপ সইতে হলেও ফুটবলাররা তো মানুষই৷ তাই তাদের মনেও আবেগ কাজ করে৷

এনকের স্মরণে ভক্তদের শ্রদ্ধাঞ্জলীছবি: picture-alliance/ dpa

উল্লেখ্য, দুই বছর আগে জার্মানির জাতীয় দলের অন্যতম খেলোয়াড় সেবাস্টিয়ান ডেইসলার মাত্র ২৭ বছর বয়সেই ফুটবল থেকে সরে দাঁড়ান৷ এক্ষেত্রেও কারণ ছিল মানসিক রোগ বিষন্নতা৷ জার্মানির দুয়েকটি ক্লাব মনোচিকিৎসক নিয়োগ রেখে থাকে৷ তার মধ্যে অন্যতম হচ্ছে বায়ার্ন মিউনিখ৷

এদিকে নিহত রবার্ট এনকের স্মরণে বৃহস্পতিবার তাঁর বাড়ির কাছেই একটি গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা৷ জাতীয় দলের অধিনায়ক মিশায়েল বালাক, কোচ ইওয়াখিম লোয়ে এই প্রার্থনায় যোগ দেন৷ এছাড়া এনকের স্মরণে প্রায় ৩৫ হাজার মানুষ আজ হানোভারের রাস্তায় এক শোক মিছিলে অংশ নেয়৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ