1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

১১ এপ্রিল ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন৷ জাতীয় সংসদে দেয়া বক্তব্যের সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিরক্তিও প্রকাশ করেন৷

ছবি: picture-alliance/dpa

দাবির বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার আশ্বাস দেয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী৷ উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি (দাবি) পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছিলেন৷

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ এই ঘটনায় জড়িতদের শাস্তির কথাও বলেন তিনি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘যারা ভাংচুর লুটপাটে জড়িত, তাদের বিচার হতে হবে৷ লুটের মাল কোথায় আছে, তা ছাত্রদেরই বের করে দিতে হবে৷’’

এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷ আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’এর যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি৷ রাতে বসে আমরা কেন্দ্রীয় কমিটি এই বক্তব্যের গ্রহণযোগ্যতা, আইন, ন্যায়নীতি বিশ্লেষণ করে কাল সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে সিদ্ধান্ত জানাব৷’’

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ফেসবুকে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন৷ যেমন বক্তব্যটি ভাল না লাগার কথা লিখেছেন নিঝুম মজুমদার৷ ‘একগাদা অভিমান’ নিয়ে প্রধানমন্ত্রী কোটা বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন বলে মনে করছেন তিনি৷
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnijhoom.majumder%2Fposts%2F1694151927340167&width=500" width="500" height="212" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

আমিনুল ইসলামও মনে করছেন, প্রধানমন্ত্রী অভিমান করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘অভিমান না করে যদি ওদের অভিযোগ গুলো নিজ থেকে শুনে একটা যৌক্তিক সমাধান দিতেন; তাহলে হয়ত সব দিক থেকেই ভালো হতো।’’

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Faminul1%2Fposts%2F10156080050876469&width=500" width="500" height="309" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

জিয়া হাসান ‘সংগৃহীত’ শব্দটি ব্যবহার করে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন৷ সঙ্গে একটি পাতার ছবি যুক্ত করেছেন৷ স্ট্যাটাসে বলা হয়েছে, ‘‘কোটা সম্পূর্ণ বাতিল করলে তা সংবিধানের ২৯(৩)(ক) অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হবে৷ ফলে কোর্টের রিটে বর্তমান কোটা ব্যবস্থা ফিরে আসবে৷’’ 

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fzia.hassan.rupu%2Fposts%2F10155111098486504&width=500" width="500" height="633" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

জেডএইচ/এসিবি (বিডিনিউজ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ