1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোটা ‘যতদূর সম্ভব' বাদ দেয়ার সুপারিশ

১৩ আগস্ট ২০১৮

সরকারি চাকরিতে সব ধরনের কোটার হার বিবেচনার সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত সরকারি কমিটি৷ মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে মতামত চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে৷

ছবি: bdnews24.com

সোমবার মন্ত্রিসভাকে এ বিষয়ে অবহিত করেছেন কোটা পর্যালোচনা কমিটির নেতৃত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম৷

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন মোহাম্মদ শফিউল আলম৷ এ সংক্রান্ত সুপারিশ প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি চাকরির কোটা ‘যতটা সম্ভব' তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করবে কমিটি৷

তবে মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত আদালতের একটি রায় রয়েছে৷ ফলে, এই কোটার বিষয়ে বাস্তবতা তুলে ধরে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হবে বলেও জানান সচিব৷ তিনি বলেন, আদালত এ বিষয়ে যে মত দিবে, সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে৷

কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি কর্ম কমিশন, অর্থ বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবরা সদস্য হিসেবে আছেন৷

বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ' কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি তুলেছিল৷ কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবিও জানিয়েছিল তারা৷

শিক্ষার্থীদের এই আন্দোলনে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা পদ্ধতিকে বাতিল ঘোষণা করেন৷ তবে পরে সংসদে তিনি বলেন, কোটা পদ্ধতি থাকবে৷ মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ রাখতে হাই কোর্টের রায় আছে৷

তবে এ মন্তব্যে আবার আন্দোলন ছড়িয়ে পড়ে৷ পরে ২ জুন পর্যালোচনা কমিটি গঠন করে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়৷ পরে ১৯ জুলাই কমিটিকে আরো ৯০ কার্যদিবস সময় দেয়া হয়৷

এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ