1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোণঠাসা সিরিয়া এবার কূটনৈতিক রণাঙ্গণে

২২ জুন ২০১১

পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম দামেস্কে একটি সংবাদ সম্মেলনে একাধারে ইউরোপীয় ইউনিয়নের উপর দোষারোপ এবং প্রতিবেশী তুরস্ককে ঠাণ্ডা রাখার চেষ্টা করেছেন৷

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেমছবি: picture-alliance/ dpa

সিরিয়ার উপর আন্তর্জাতিক চাপ বর্তমানে প্রধানত যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের দিক থেকে হলেও চাপ যে বাড়ছে তা'তে কোনো সন্দেহ নেই৷ ইউরোপীয় ইউনিয়ন আজ বুধবারেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে যুক্ত চারটি কোম্পানি, এছাড়া আসাদ প্রশাসনের সাতজন সমর্থকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরোপের সিদ্ধান্ত নিয়েছে৷ ঐ সমর্থকদের মধ্যে তো তিনজন ইরানি কর্মকর্তাও আছে৷ তাদের মধ্যে একজন আবার বিপ্লবী রক্ষীবাহিনীর সদস্য৷ এই ইরানিরা নাকি সিরীয় সরকারকে প্রতিবাদ আন্দোলন দমনে সরঞ্জাম ও সাহায্য দিয়েছে৷

মঙ্গলবার প্রেসিডেন্ট আসাদের জাতির প্রতি প্রদত্ত ভাষণে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ সন্তুষ্ট হতে পারেনি৷ এই নতুন পদক্ষেপ সম্ভবত তারই প্রতিক্রিয়া৷ আরো বড় কথা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফ্রান্স ইত্যাদি দেশের আনা নিন্দা প্রস্তাবটি রাশিয়া এবং চীনের আপত্তি থাকায় আপাতত পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন গত মঙ্গলবার তাঁর ফ্রান্স সফরের অবকাশেই বলেছেন, একটি সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপ থেকে কোনো সুফল হয় না৷ এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের আসাদের উপর চাপ বৃদ্ধি না করার আর কোনো পন্থা ছিল না৷

তবে আসাদ দৃশ্যত প্রতিবেশী ও বন্ধুদেশ তুরস্কের সমালোচনাতেই সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন৷ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম দামেস্কে যা বলেছেন, তা থেকে তাই মনে হতে পারে৷ একদিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে হস্তক্ষেপ সম্পর্কে সাবধানবাণী৷ অন্যদিকে তুরস্কের উদ্দেশ্যে বহুদিনের সুসম্পর্কের দোহাই৷ ‘‘আমরা তুরস্কের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিশেষভাবে আগ্রহী,'' মুয়াল্লেম বলেছেন৷ ‘‘আমরা ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টির বহু বছরের প্রচেষ্টা নস্যাৎ করতে চাই না৷'' তুরস্ক তার অবস্থান পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন মুয়াল্লেম৷

কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে তাঁর বক্তব্য আদৌ অতোটা নরম নয়৷ ‘‘সিরিয়ার বাইরে থেকে কেউ আমাদের উপর তার দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারবে না,'' বলেছেন মুয়াল্লেম৷ আন্তর্জাতিক রাষ্ট্রসমাজ সিরিয়ার বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করবে বলেও তিনি মনে করেন না৷ ফ্রান্স যেহেতু নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনার জন্য বিশেষভাবে সচেষ্ট, সেহেতু ফ্রান্সের বিরুদ্ধেই সবচেয়ে তিক্ত মন্তব্য করেছেন মুয়াল্লেম৷ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আল্যাঁ জুপে সম্পর্কে তাঁর মন্তব্য: ‘‘মিস্টার জুপে এখনও ফরাসি ঔপনিবেশিক আমলের স্বপ্নে মেতে রয়েছেন৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ