1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষ নেতাদের বৈঠক

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)১ ডিসেম্বর ২০১৭

জার্মানিতে সরকার গড়ার প্রচেষ্টা নির্বাচনের প্রায় ১০ সপ্তাহ পরেও অনিশ্চিত রয়ে গেছে৷ ম্যার্কেল শিবির দ্রুত মহাজোট সরকার গড়তে চাইলেও এসপিডি দল সময় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়৷

জার্মান প্রেসিডেন্টের কাছে আঙ্গেলা ম্যার্কেল
ছবি: picture-alliance/AP Photo/M. Schreiber

বৃহস্পতিবার বেশ রাত পর্যন্ত সবার নজর ছিল বার্লিনে জার্মান প্রেসিডেন্টের ভবনের দিকে৷সম্ভাব্য সরকারি জোটের তিন শীর্ষ নেতা সেখানে প্রবেশ করলেন, প্রায় দু'ঘণ্টা পর বেরিয়ে এলেন৷ কিন্তু পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে মুখে তাঁদের কুলুপ আঁটা রইলো৷

ফলে খবর পেতে টেলিভিশনের এক টক শো-য় দ্বিতীয় সারির নেতাদের ইঙ্গিতের উপর নির্ভর করতে হলো৷ সিডিইউ দলে ম্যার্কেলের ঘনিষ্ঠ বলে পরিচিত চ্যান্সেলর দফতরের মন্ত্রী পেটার আল্টমায়ার বলেন, যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে দ্রুত আলোচনা সেরে সরকার গড়ার কাজে মন দেওয়া উচিত৷ তিনি মনে করিয়ে দেন, জার্মানির ভাবমূর্তির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো স্থিতিশিলতা – ‘মেড ইন জার্মানি'৷ ইউরোপীয় ইউনিয়ন জার্মানিতে সরকার গড়ার প্রত্যাশা নিয়ে বসে আছে, বলেন আল্টমায়ার৷

কিন্তু এসপিডি দলের নেতা ওলাফ শলৎস বলেন, দেশে কার্যনির্বাহী সরকার রয়েছে৷ তাই কোনো তাড়া নেই৷ সবদিক ভেবেচিন্তে তবেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ পররাষ্ট্রমন্ত্রী ও এসপিডি নেতা সিগমার গাব্রিয়েলও এ বিষয়ে বাস্তবসম্মত প্রত্যাশা রাখার কথা বলেন৷ এসপিডি মহাজোটে যোগ দিতে তৈরি, শুক্রবার সকালে সংবাদ মাধ্যমের একাংশে যে খবর প্রচারিত হয়েছে, দলের শীর্ষ নেতা মার্টিন শুলৎস তা পুরোপুরি অস্বীকার করেছেন৷ তিনি বলেন, ‘স্বয়ংক্রিয়ভাবে’ কোনো পথেই যাবে না তাঁর দল৷ আসন্ন দলীয় সম্মেলনে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনার করা হবে৷ তিনি মহাজোট সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন৷ 

শুক্রবার থেকে দুই শিবিরের অভ্যন্তরে এ বিষয়ে আরও আলাপ-আলোচনা শুরু হচ্ছে৷ পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিজেদের অবস্থান স্থির করতে একাধিক বৈঠক বসছে৷ মহাজোট সরকার, সংখ্যালঘু সরকার না নতুন নির্বাচন – বর্তমান পরিস্থিতিতে কোন বিকল্প তাদের কাছে বেশি গ্রহণযোগ্য, সে বিষয়ে তর্ক-বিতর্ক শেষ করে চূড়ান্ত অবস্থানে আসার উদ্যোগ নিচ্ছেন দলের নেতারা৷

দেশের এই কঠিন পরিস্থিতিতে জার্মানির ভোটাররা কী ভাবছেন? সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী প্রায় ৬১ শতাংশ মানুষ মহাজোট সরকার চাইছেন৷ এমনকি এসপিডি দলের সমর্থকদের মধ্যেও প্রায় ৫৮ শতাংশ মহাজোটের পক্ষে৷ অর্থাৎ সংখ্যালঘু সরকার বা নতুন নির্বাচন চাইছেন না বেশিরভাগ মানুষ৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ