1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোন ধর্ম বা সমপ্রদায়ের প্রতি আমার কোন বিদ্বেষ নেই: বরুণ গান্ধী

১৮ মার্চ ২০০৯

উত্তর প্রদেশের পিলিভিত সংসদীয় কেন্দ্রে হিন্দুত্ববাদী বিজেপি দলের প্রার্থী বরুণ গান্ধীর কথিত সাম্প্রদায়িক নির্বাচনী ভাষণ নিয়ে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তার প্রেক্ষিতে বুধবার বরুণ গান্ধী ঐ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ

বরুণ গান্ধীছবি: AP

উত্তর প্রদেশের পিলিভিত সংসদীয় কেন্দ্রে হিন্দুত্ববাদী বিজেপি দলের প্রার্থী বরুণ গান্ধীর কথিত সাম্প্রদায়িক নির্বাচনী ভাষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে৷

বুধবার বরুণ গান্ধী অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই ধরনের কোন কথা তিনি বলেননি৷ এটা তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত৷ তিনি বুধবার নতুন দিল্লীতে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘আমার ভাষণের সিডি রেকর্ডিং বিকৃত করা হয়েছে৷ আমাকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করার এটা একটা চক্রান্ত মাত্র৷ কোন ধর্ম বা সমপ্রদায়ের প্রতি আমার কোন বিদ্বেষ নেই৷ ঐ সিডিতে আমার কথা, আমার কন্ঠস্বর বলে যা চালানো হচ্ছে তা আমার নয়''৷

কংগ্রেস নেতা কপিল সিদভাল বলেন, যে বরুণ গান্ধী স্বীকার করুন বা না করুন নির্বাচন কমিশন তা আপাতগ্রাহ্য অপরাধ হিসেবে তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করতে বলেছেন৷ ঐ সিডি রেকর্ডিং-এর প্রামাণ্যতা নির্ধারণ করতে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে৷ এখন থেকে বরুণ গান্ধীর সব নির্বাচনী সভায় ম্যাজিষ্ট্রেট পর্যায়ের একজন অফিসার উপস্থিত থাকবেন৷ এবং নির্বাচন কমিশন বরুণ গান্ধীর ভাষণের ভিডিও করবে৷

অন্যদিকে সংসদীয় নির্বাচনে বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে জোটের শরিক দলগুলোর মধ্যে চলেছে জোর রেশারেশি৷ বিহার ও উত্তর প্রদেশের ১২০টি আসনের মধ্যে শরিকদলগুলি মাত্র ৮টি আসনের মুষ্টিভিক্ষা দিয়েছে কংগ্রেসকে৷ পশ্চিমবঙ্গেও মমতা বন্দোপাধ্যায়ের শর্ত মেনে নিয়ে ১৪টি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে৷ অর্থাৎ কংগ্রসকে বড় দাদা বলে কোন দলই আর মানতে নারাজ৷ এদিকে কংগ্রেসের এক প্রাথমিক সমীক্ষায় বলা হয়েছে, এবারের নির্বাচনে ১৫০টির বেশি আসন পাবে কংগ্রেস৷ শরিকদলগুলি মিলিয়ে ২৭২-এর রেখা পার করতে অন্য দলগুলির সমর্থন নিতে হতে পারে৷ পশ্চিমবঙ্গে বামদলের আসন কমলেও অন্য রাজ্যগুলিতে আসন সংখ্যা বাড়তে পারে বলে জানান হয়েছে ঐ সমীক্ষায়৷

লেখক: অনিল চট্টোপাধ্যায়, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ