ফুটবলপ্রেমীদের স্বপ্ন সফল হলো। কোপা অ্যামেরিকার ফাইনালে দেখা যাবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার দ্বৈরথ। দেখা যাবে মেসি বনাম নেইমারের লড়াই। কিছুদিন আগে মেসিকে সেরার শিরোপা দিয়েছেন নেইমার। এবার তিনি ফাইনালে মেসির বিরুদ্ধে জ্বলে ওঠার চেষ্টা করবেন। মেসিও এই টুর্নামেন্টে জিততে মরিয়া। তিনি ভালো ফর্মেও আছেন। তাই বিশ্ব জুড়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।
তবে তার আগে সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচ ছিল উত্তেজনায় ভরা। আর এই ম্যাচে নায়ক মেসি নন, আর্জেন্টিনর গোলরক্ষক মার্টিনেজ। তিনিই টাইব্রেকারে কলম্বিয়ার দুই ফুটবলারের শট বাঁচান।
তবে মেসি গোল করতে না পারলেও গোল করিয়েছেন। তার পাস থেকেই আর্জেন্টিনা প্রথম গোল করে। সেই গোল শোধ দেন কলম্বিয়ার দিয়াজ।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কিছু তথ্য
ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ফুটবল ম্যাচকে অনেকে ‘দক্ষিণ অ্যামেরিকার মানুষদের মধ্যে যুদ্ধ’ বলে অভিহিত করেন৷
ছবি: Reuters/L. Gonzalez
শুরুর কথা
আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে প্রথম ফুটবল ম্যাচটি হয় ১৯১৪ সালে৷ বুয়েনস আইরেসে অনুষ্ঠিত ঐ প্রদর্শনী ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা৷
ছবি: Reuters/L. Gonzalez
বেশি জয় ব্রাজিলের
এখন পর্যন্ত দুই দলের মধ্যে ১১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ এর মধ্যে ব্রাজিল জিতেছে ৪৬টি ম্যাচ৷ আর্জেন্টিনা জিতেছে ৩৯টিতে৷ ড্র হয়েছে ২৫টি ম্যাচ৷
ছবি: Reuters/Jason Lee
নিয়মিত প্রতিযোগিতা
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট খুলিও আর্হেন্তিনো রোকার উদ্যোগে দুই দেশের মধ্যে একটি নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ এর নাম দেয়া হয়েছিল কোপা রোকা৷ ১৯১৪ সালে প্রথম ম্যাচটি আয়োজিত হয়েছিল৷ শেষ ম্যাচটি হয় ১৯৭৬ সালে৷
ছবি: DW/M. Mamun
আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়
১৯৪০ সালে বুয়েনস আইরেসে কোপা রোকার এক ম্যাচে ৬-১ গোলে জিতেছিল লা আলবিসেলেস্তেরা৷ আর ১৯৩৯ সালে রিও-র মাঠে গিয়ে সেলেসাওদের ৫-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা৷
ছবি: DW/M. Mamun
ব্রাজিলের সবচেয়ে বড় জয়
ঘরের মাঠে ১৯৪৫ সালে ৬-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল সেলেসাওরা৷ আর আলবিসেলেস্তেদের মাঠে গিয়ে সেলেসাওরা সবচেয়ে বড় জয়টি পেয়েছিল ১৯৬০ সালে (৪-১)৷
ছবি: DW/H. Ur R. Swapan
ব্রাজিলের গুরুত্বপূর্ণ দুটি জয়
২০০৪ সালের কোপা অ্যামেরিকার ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ব্রাজিল৷ এরপর ২০০৭ সালে একই টুর্নামেন্টের ফাইনালে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা৷
ছবি: Getty Images/AFP
আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ দুটি জয়
১৯৩৭ সালের কোপা অ্যামেরিকার ফাইনালে ২-০ গোলের জয়৷ ১৯৭৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ০-০ গোলে ড্র আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে ও প্রথম বিশ্বকাপ জিততে সহায়তা করেছিল৷
ছবি: AFP/Getty Images/M. Pimentel
7 ছবি1 | 7
এরপর ফল ১-১ থাকায় টাইব্রেকার হয়। এখানে মেসি গোল করতে ভুল করেননি। আর গোলরক্ষক মার্টিনেজ অসাধারণ দক্ষতায় দুইটি গোল বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দেন।
ইটালি বনাম স্পেন
ইউরোর সেমিফাইনালে ইটালি ও স্পেনের খেলাও ছিল উত্তেজনাময়। টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে ইটালি ইউরোর ফাইনালে উঠল।
এদিনের ট্র্যাজিক নায়ক স্পেনের আলভারো মোরাতা। স্পেনের হয়ে তিনিই সমতা ফিরিয়েছিলেন। আবার তিনিই টাইব্রেকারে গোল করতে পারেননি।
দুই দলই বিশ্বজয়ী। তাই তাদের লড়াই দেখতে উৎসুক ছিলেন ফুটবলপ্রেমীরা। তারা একেবারেই নিরাশ হননি। ম্যাচের ফল ছিল ১-১। তারপর টাইব্রেকারে ইটালি জেতে ৪-২ গোলে।