1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোপার ফাইনালে মেসি বনাম নেইমার, ইউরোর ফাইনালে ইটালি

৭ জুলাই ২০২১

ফলাফল রুদ্ধশ্বাস টাইব্রেকারে। কোপায় আর্জেন্টিনা এবং ইউরোয় ইটালি টাইব্রেকারে জিতে ফাইনালে।

কোপা অ্যামেরিকার ফাইনালে দেখা যাবে মেসি ও নেইমারের লড়াই।

ফুটবলপ্রেমীদের স্বপ্ন সফল হলো। কোপা অ্যামেরিকার ফাইনালে দেখা যাবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার দ্বৈরথ। দেখা যাবে মেসি বনাম নেইমারের লড়াই। কিছুদিন আগে মেসিকে সেরার শিরোপা দিয়েছেন নেইমার। এবার তিনি ফাইনালে মেসির বিরুদ্ধে জ্বলে ওঠার চেষ্টা করবেন। মেসিও এই টুর্নামেন্টে জিততে মরিয়া। তিনি ভালো ফর্মেও আছেন। তাই বিশ্ব জুড়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

তবে তার আগে সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচ ছিল উত্তেজনায় ভরা। আর এই ম্যাচে নায়ক মেসি নন, আর্জেন্টিনর গোলরক্ষক মার্টিনেজ। তিনিই টাইব্রেকারে কলম্বিয়ার দুই ফুটবলারের শট বাঁচান।

তবে মেসি গোল করতে না পারলেও গোল করিয়েছেন। তার পাস থেকেই আর্জেন্টিনা প্রথম গোল করে। সেই গোল শোধ দেন কলম্বিয়ার দিয়াজ।

এরপর ফল ১-১ থাকায় টাইব্রেকার হয়। এখানে মেসি গোল করতে ভুল করেননি। আর গোলরক্ষক মার্টিনেজ অসাধারণ দক্ষতায় দুইটি গোল বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দেন।

ইটালি বনাম স্পেন

ইউরোর সেমিফাইনালে ইটালি ও স্পেনের খেলাও ছিল উত্তেজনাময়। টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে ইটালি ইউরোর ফাইনালে উঠল।

জয়ের পর ইটালির ফুটবলারদের উচ্ছ্বাস।ছবি: Carl Recine/REUTERS

এদিনের ট্র্যাজিক নায়ক স্পেনের আলভারো মোরাতা। স্পেনের হয়ে তিনিই সমতা ফিরিয়েছিলেন। আবার তিনিই টাইব্রেকারে গোল করতে পারেননি।

দুই দলই বিশ্বজয়ী। তাই তাদের লড়াই দেখতে উৎসুক ছিলেন ফুটবলপ্রেমীরা। তারা একেবারেই নিরাশ হননি। ম্যাচের ফল ছিল ১-১। তারপর টাইব্রেকারে ইটালি জেতে ৪-২ গোলে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ