1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোপায় শেষ আটে মেসির আর্জেন্টিনা

২২ জুন ২০২১

কোপা অ্যামেরিকায় কোয়ার্টার ফাইনালে উঠল মেসির অর্জেন্টিনা। ব্রাজিল ও চিলি আগেই উঠেছে

ব্রাজিলে চলছে কোপা অ্যামেরিকা টুর্নামেন্ট। ছবি: Eraldo Peres/AP Photo/picture alliance

প্যারাগুয়েকে এক গোলে হারাল আর্জেন্টিনা। তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট পাওয়ার পর তারা শেষ আটে পৌঁছে গেল।

প্যারাগুয়ের বিরুদ্ধে দশ মিনিটের মাথায় আর্জেন্টিনা গোল করে। আঞ্জেলো দি মারিয়ার পাস থেকে গোল করেন আলেয়ান্দ্রো গোমেজ। মারিয়া এদিন অসাধারণ খেলেছেন। তিনি ডিফেন্স চেরা পাস দেন গোমেজকে। তারপর ঠান্ডা মাথায় চিপ করে গোলকিপারের ওপর দিয়ে গোল করেন গোমেজ।

আর্জেন্টিনা আরেকটি গোল দিয়েছিল। কিন্তু অফসাইডের কারণে তা রেফারি বাতিল করে দেন।

মেসি এদিন গোল দিতে না পারলেও ইতিহাস ছুঁয়ছেন। দেশের হয়ে সব চেয়ে বেশি ম্যাচ খেলার ইতিহাস। এতদিন এই রেকর্ড ছিল হেভিয়ার মাসচেরোনার দখলে। এবার মেসি সেই রেকর্ড ছুঁলেন। ২০০৫ সাল থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন মেসি। এবার তিনি কোপা অ্যামেরিকা জিততে চান।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ