প্যারাগুয়েকে এক গোলে হারাল আর্জেন্টিনা। তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট পাওয়ার পর তারা শেষ আটে পৌঁছে গেল।
প্যারাগুয়ের বিরুদ্ধে দশ মিনিটের মাথায় আর্জেন্টিনা গোল করে। আঞ্জেলো দি মারিয়ার পাস থেকে গোল করেন আলেয়ান্দ্রো গোমেজ। মারিয়া এদিন অসাধারণ খেলেছেন। তিনি ডিফেন্স চেরা পাস দেন গোমেজকে। তারপর ঠান্ডা মাথায় চিপ করে গোলকিপারের ওপর দিয়ে গোল করেন গোমেজ।
আর্জেন্টিনা আরেকটি গোল দিয়েছিল। কিন্তু অফসাইডের কারণে তা রেফারি বাতিল করে দেন।
কোপা আমেরিকায় যত রেকর্ড
পৃথিবীর সবচেয়ে পুরোনো আন্তঃমহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট কোপা অ্যামেরিকা। লাতিন অ্যামেরিকার দেশগুলোর এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। কোপা অ্যামেরিকার রেকর্ডবুক জেনে নিন ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন উরুগুয়ে
কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে৷ তারা ১৫ আসরে ট্রফি জিতেছে৷ ১৪ বার চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের পেছনে আছে আর্জেন্টিনা৷ এক্ষেত্রে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল কাপ জিতেছে নয় আসরে৷
ছবি: picture-alliance/dpa/M. Sayão
সর্বোচ্চ গোলদাতা
কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের সব আসর মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা দুইজন৷ তাঁদের একজন আর্জেন্টিনার নর্বের্তো মেন্দেজ এবং অন্যজন ব্রাজিলের জিজিনহো (ছবিতে সবার ডানে)৷ তাঁরা গোল করেছেন ১৭টি করে৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে সফল কোচ
আর্জেন্টিনাকে ছয় আসরে চ্যাম্পিয়ন করে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল কোচ গিলেরমো স্তাবিলে৷ তাঁর ব্যবস্থাপনায় ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫ ও ১৯৫৭ সালে ট্রফি জেতে আর্জেন্টিনা৷ মোট ৪৪টি ম্যাচে কোচ ছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে বড় ম্যাচ
১৯১৯ সালের ফাইনাল ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি সময়ের ম্যাচ৷ ওই ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য আড়াই ঘন্টা খেলে উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল৷
ছবি: picture-alliance/dpa
মেসি যেখানে সেরা
সবচেয়ে বেশি গোল অ্যাসিস্টের রেকর্ড আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির৷ দলকে ১১টি গোলের পেছনে অবদান ছিল তাঁর৷ কোপা আমেরিকার চারটি আসরে অংশ নিয়ে ৮টি গোল করেছে তিনি৷
ছবি: picture-alliance/augenklick/firo Sportphoto
আয়োজনে এগিয়ে আর্জেন্টিনা
কোপা আমেরিকার ৪৫টি আসরের মধ্যে ১০ বার খেলা হয়েছে আর্জেন্টিনায়৷ স্বাগতিক হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা চিলি ও উরুগুয়ে খেলা আয়োজন করেছে ৭ বার করে৷ ব্রাজিলে খেলা হয়েছে ৪ বার৷
ছবি: picture-alliance/AP Photo/R. Mazalan
বেশি ম্যাচ খেলেছেন যিনি
কোপা আমেরিকা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড চিলির সার্জিও লিভিংস্টোনের৷ ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/J. Vergara
7 ছবি1 | 7
মেসি এদিন গোল দিতে না পারলেও ইতিহাস ছুঁয়ছেন। দেশের হয়ে সব চেয়ে বেশি ম্যাচ খেলার ইতিহাস। এতদিন এই রেকর্ড ছিল হেভিয়ার মাসচেরোনার দখলে। এবার মেসি সেই রেকর্ড ছুঁলেন। ২০০৫ সাল থেকে আর্জেন্টিনার হয়ে খেলছেন মেসি। এবার তিনি কোপা অ্যামেরিকা জিততে চান।