পেরুকে এক গোলে হারিয়ে কোপা অ্যামেরিকার ফাইনালে পৌঁছাল ব্রাজিল। এই নিয়ে ২১ বার।
বিজ্ঞাপন
গতবার পেরুর সঙ্গেই ফাইনালে ফেলতে হয়েছিল ব্রাজিলকে। এবার দুই টিম মুখোমুখি হয় সেমিফাইনালেই। কিন্তু নেইমারের ব্রাজিল ১-০ গোলে হারিয়ে দিল পেরুকে। নেইমার নিজে গোল করতে পারেননি ঠিকই, তবে পাকুয়েটাকে দিয়ে গোল করান।
খেলা তখন ৩৫ মিনিট গড়িয়েছে। নেইমার পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকতেই তাকে ঘিরে ফেলেন পেরুর ডিফেন্ডাররা। নেইমার বল দেন পাকুয়েটাকে। তিনি ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন। সেই বল গোলে ঠেলে দিতে ভুল করেননি তিনি।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। পরপর আক্রমণ করছিলেন নেইমাররা। কিন্তু পেরুর গোলরক্ষক দুর্ভেদ্য হয়ে ওঠায় গোল হয়নি।
তবে দ্বিতীয়ার্ধে পেরু চাপ বাড়াতে থাকে। বারবার আক্রমণ করে। কিন্তু তারা গোল পায়নি।
কোপা আমেরিকায় যত রেকর্ড
পৃথিবীর সবচেয়ে পুরোনো আন্তঃমহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট কোপা অ্যামেরিকা। লাতিন অ্যামেরিকার দেশগুলোর এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। কোপা অ্যামেরিকার রেকর্ডবুক জেনে নিন ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন উরুগুয়ে
কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে৷ তারা ১৫ আসরে ট্রফি জিতেছে৷ ১৪ বার চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের পেছনে আছে আর্জেন্টিনা৷ এক্ষেত্রে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল কাপ জিতেছে নয় আসরে৷
ছবি: picture-alliance/dpa/M. Sayão
সর্বোচ্চ গোলদাতা
কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের সব আসর মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা দুইজন৷ তাঁদের একজন আর্জেন্টিনার নর্বের্তো মেন্দেজ এবং অন্যজন ব্রাজিলের জিজিনহো (ছবিতে সবার ডানে)৷ তাঁরা গোল করেছেন ১৭টি করে৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে সফল কোচ
আর্জেন্টিনাকে ছয় আসরে চ্যাম্পিয়ন করে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল কোচ গিলেরমো স্তাবিলে৷ তাঁর ব্যবস্থাপনায় ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫ ও ১৯৫৭ সালে ট্রফি জেতে আর্জেন্টিনা৷ মোট ৪৪টি ম্যাচে কোচ ছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে বড় ম্যাচ
১৯১৯ সালের ফাইনাল ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি সময়ের ম্যাচ৷ ওই ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য আড়াই ঘন্টা খেলে উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল৷
ছবি: picture-alliance/dpa
মেসি যেখানে সেরা
সবচেয়ে বেশি গোল অ্যাসিস্টের রেকর্ড আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির৷ দলকে ১১টি গোলের পেছনে অবদান ছিল তাঁর৷ কোপা আমেরিকার চারটি আসরে অংশ নিয়ে ৮টি গোল করেছে তিনি৷
ছবি: picture-alliance/augenklick/firo Sportphoto
আয়োজনে এগিয়ে আর্জেন্টিনা
কোপা আমেরিকার ৪৫টি আসরের মধ্যে ১০ বার খেলা হয়েছে আর্জেন্টিনায়৷ স্বাগতিক হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা চিলি ও উরুগুয়ে খেলা আয়োজন করেছে ৭ বার করে৷ ব্রাজিলে খেলা হয়েছে ৪ বার৷
ছবি: picture-alliance/AP Photo/R. Mazalan
বেশি ম্যাচ খেলেছেন যিনি
কোপা আমেরিকা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড চিলির সার্জিও লিভিংস্টোনের৷ ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/J. Vergara
7 ছবি1 | 7
এই নিয়ে ২১ বার কোপার ফাইনালে ব্রাজিল। এর আগে নয়বার টুর্নামেন্ট জিতেছে তারা। বুধবার অপর সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ম্যাচ। তাতে আর্জেন্টিনা জিতলে ফাইনালে মেসি বনাম নেইমারের লড়াই দেখবে ফুটবলবিশ্ব।