বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ২৮ শতাংশের বয়স ২১ থেকে ৩০ এবং ২৭ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে৷
বিজ্ঞাপন
সেই তুলনায় ষাটোর্ধ্ব মানুষের আক্রান্তের হার তুলানামূলক কম, ৭ শতাংশ৷ তবে এই বয়সের মানুষ মারা যাচ্ছেন বেশি৷ ৫১ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে আক্রান্তের হার ১৭ শতাংশ৷
দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে৷ শুক্রবার নতুন করে আরো ২ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হওয়ায় মোট রোগী ৬০ হাজার ৩৯১ জন৷
এদিন আরো ৩০ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা ৮১১৷
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়৷
গত ২৪ ঘণ্টায় ৫০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়৷ এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি৷
বাংলাদেশে নারীদের তুলনায় পুরুষদের সংক্রমণের হার অনেক বেশি৷ মোট শনাক্তদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং ২৯ শতাংশ নারী৷ পুরুষদের মৃত্যু হারও নারীদের তুলনায় বেশি৷
এদিন আরো ৬৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷ মোট সুস্থ ১২ হাজার ৮০৪ জন৷ দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ৷ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ৷
ঢাকা বিভাগে গত কয়েক দিনের তুলনায় এদিন মৃত্যু কম হলেও (১১ জন) চট্টগ্রাম বিভাগে মৃত্যু বেড়েছে (১২ জন)৷
করোনার কারণে বাংলাদেশে দুই মাসের বেশি সময় সাধারণ ছুটি ছিল৷ চলতি সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন ঢাকার মানুষ৷
ছবি: DW/S. Hossain
চেনা ছবি
করোনার কারণে চলাফেরায় লাগাম পড়ানোয় দুই মাসের বেশি সময় ঢাকার রাস্তায় এমন দৃশ্য চোখে পড়েনি৷ সম্প্রতি সাধারণ ছুটি শেষ হওয়ায় সেই চেনা ছবি আবার ফিরে এসেছে৷
ছবি: DW/S. Hossain
মাস্ক বাধ্যতামূলক
ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷ নিয়ম না মানলে সর্বোচ্চ ছয় মাসের জেল ও সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে৷
ছবি: DW/S. Hossain
গণপরিবহনের জন্য নিয়ম
জীবাণুমুক্ত করা গাড়ি ব্যবহার করতে বলা হয়েছে৷ চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হচ্ছে৷
ছবি: DW/S. Hossain
বসার নিয়ম
পাশাপাশি দুই আসনে যাত্রী না বসানোর নিয়ম করা হয়েছে৷
ছবি: DW/S. Hossain
স্যানিটাইজার
লোকাল বাসের হেলপারের হাতে স্যনিটাইজার৷ বাসে ওঠার সময় যাত্রীদের হাতে স্প্রে করে দেন তিনি৷
ছবি: DW/S. Hossain
কোন মাস্ক?
কী ধরনের মাস্ক পরতে হবে সে ব্যপারে নির্দেশনা দেয়া হয়নি৷ ফলে কেউ সার্জিক্যাল মাস্ক আর কেউ কাপড়ের মাস্ক ব্যবহার করছেন৷ একেকটি সার্জিক্যাল মাস্ক এখন ১৫-২০ টাকা দামে বিক্রি হচ্ছে৷
ছবি: DW/S. Hossain
দূরপাল্লার যাত্রায় ভিড় কম
গাবতলী বাসস্ট্য়ান্ডের ছবি৷ আজ সেখানে যাত্রী সংখ্যা অনেক কম ছিল৷
ছবি: DW/S. Hossain
স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা
ফেসশিল্ডের সঙ্গে মাস্ক৷ দুটোই একসঙ্গে পরেছেন এক ক্রেতা৷ মাথাও ঢাকা ছিল তাঁর৷
ছবি: DW/S. Hossain
বাসাবাড়িতে সাবধানতা
কোনো ঝুঁকি নিতে চাননা অনেক বাড়িওয়ালা৷ তাই তারা বাসায় ঢোকার দরজার সামনে স্যানিটাইজার, মাস্ক, জুতা পরিষ্কারের ব্যবস্থা করেছেন৷
ছবি: DW/S. Hossain
সেলুনেও সতর্কতা
চুল কাটাতে গিয়ে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়৷ তবে মাস্ক পরে ঝুঁকি কিছুটা কমানো যায়৷
ছবি: DW/S. Hossain
রাস্তার পাশের হোটেল
রাজধানীর দরিদ্র মানুষদের সম্বল রাস্তার পাশের হোটেল৷ কিন্তু সেখানে কি সামাজিক দূরত্ব মানা সম্ভব?