1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোমর দুলিয়ে ‘গ্যাংনাম' স্টাইল

৪ ডিসেম্বর ২০১৫

দক্ষিণ কোরিয়ার পপ-গায়ক সাই-এর ২০১২ সালের হিট ‘গ্যাংনাম স্টাইল'-এর কথা মনে আছে? ঐ যেটা ইউরোপ-অ্যামেরিকায় একেবারে একটা ‘সেনসেশন' হয়ে উঠেছিল? এবার, সেই সুরেই নেচে উঠেছে ওয়েভইয়া নামের একটি অজ্ঞাত ড্যান্স টিমের মেয়েরা৷

Südkorea Rapper Psy Gangnam Style K-Pop
ছবি: AP

২০১২ সালে দক্ষিণ কোরিয়ার ব়্যাপার ও পপ-গায়ক সাই-এর নতুন ধারার সেই নাচ হাজার হাজার তরুণ-তরুণীর মন কেড়ে নিয়েছিল৷ দেশটির অন্যতম প্রযোজক জোনাথন এইচ কিম-এর কথায়, কোরিয়ার বিনোদন জগতে নতুন এক যুগের সুচনা করেছিল গাংনাম স্টাইলের জনপ্রিয়তা৷

এতদিন পর সাই আবারো একটা নতুন অ্যালবাম বার করেছেন৷ তার প্রথম সিঙ্গল, ‘ড্যাডি', ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে৷ গত বুধবারেই হংকং-এ এমনেট এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে গ্যাংনাম স্টাইল পারফর্ম করেন সাই৷

আর তার পেই শুরু হয় আরেক ‘সেনসেশন'৷ নতুন ঐ গানের সুরে কোমর দুলিয়ে নেচে ওঠে অজ্ঞাত এক ড্যান্স টিমের কিশোরীরা৷ দলের নাম – ‘ওয়েভইয়া'৷ তা এই ড্যান্স টিমের নাচ দেখে বিশ্বাস করতে ইচ্ছা হয় না যে, তারা ‘অ্যামেচার'৷

ইউটিউব-এ তাদের ভিডিও ইতিমধ্যে ভাইরাল, ক্লিক পেয়েছে পনেরো কোটির বেশি৷ তাই বা খারাপ কিসে?

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ