1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ধর্মসুইডেন

কোরআন পোড়ানোর সমাবেশে অনুমতি দিলো না সুইডেন

৯ ফেব্রুয়ারি ২০২৩

স্টকহোমে ন্যাটোর বিরুদ্ধাচরণ করে এবং কোরআন পোড়াতে চেয়ে সমাবেশের অনুমতি দিলো না সুইডেন।

ছবি: Loredana Sangiuliano/SOPA/ZUMA/picture alliance

সুইডেনের ক্ষেত্রে বিরল সিদ্ধান্ত। কারণ, সেখানে গণতান্ত্রিক অধিকার মেনে কোনো সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় না। কিন্তু কিছুদিন আগেই এই ধরনের একটি সমাবেশে কোরআন পোড়ানো হয়। তারপর তুরস্ক জানিয়েছিল, তারা আর ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনকে সমর্থন করবে না। আর ন্যাটোর নিয়ম হলো, সব সদস্য দেশের সম্মতি ছাড়া নতুন কোনো দেশ সদস্য হতে পারবে না।

সুইডেনের নিরাপত্তা বাহিনী সাপো জানিয়েছে, জানুয়ারির সমাবেশের পর আবার এই ধরনের ঘটনা ঘটলে সুইডেনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই তারা এই ধরনের প্রতিবাদের অনুমতি দেয়নি।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে তুরস্ক দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের নিরাপত্তার উপর বিপদ বেড়েছে। বিদেশেও সুইডেন ও সুইডিশদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে।  সুইডেনের বিরুদ্ধে আক্রমণ বাড়তে পারে।

ন্যাটোর সদস্যপদ নিয়ে

জানুয়ারির ঘটনার পরই তুরস্ক জানিয়ে দেয়, ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেনের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না। দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাও তারা বাতিল করে দেয়।

তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান জানিয়ে দেন, এরপর সুইডেনকে সমর্থন করার প্রশ্ন ওঠে না।

এর্দোয়ান জানিয়ে দেন, কোরআন পোড়ানোর ঘটনা নিষিদ্ধ ঘোষণা না করলে সুইডেনকে সমর্থন করার কোনো প্রশ্নই নেই।

দক্ষিণপন্থিদের উত্থান

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবারের সমাবেশের আয়োজক ছিল অতি-দক্ষিণপন্থিরা। এএফপি জানিয়েছে, এই সমাবেশ মূলত সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য ডাকা হয়েছিল।

সুইডেনে সাম্প্রতিক সময়ে অতি-দক্ষিণপন্থিদের সংখ্যা বাড়ছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ