1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোরবানির অর্থনীতি রক্ষা পাবে কিভাবে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৮ জুলাই ২০২১

করোনায় এই অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে৷ ক্ষতির মুখে এর সঙ্গে জড়িত খামারি, গৃহস্থ, চামড়া ব্যবসায়ী এবং গরিব মানুষ৷ চামড়ার দাম কম থাকলে ক্ষতিগ্রস্ত হবেন এতিম ও অসহায় মানুষেরা৷

সিলেটের কাজীর বাজারে কোরবানির পশুর হাটের ছবিটি ১৭ জুলাইর৷ছবি: Md Rafayat Haque Khan/ZUMA Press/picture alliance

এ বছর দেশে গরু ছাগলের উৎপাদন বেড়েছে৷ কিন্তু কোরবানির বাজারে চাহিদা কম থাকায় যারা এই সময়ে গবাদি পশু বিক্রি করেন তারা বেশ অসুবিধায় আছেন৷ রোববার থেকে শুরু হয়েছে গরুর হাট৷ ঈদকে সামনে রেখে গবাদি পশু লালন পালনকারী গৃহস্থ থেকে খামারিরা সারা বছর ধরে অপেক্ষা করেন কোরবানির হাটে তাদের পশু বিক্রির জন্য৷

পশু বিক্রেতাদের দুশ্চিন্তা

ঢাকার আফতাব নগর হাটে এখলাস উদ্দিন মাত্র একটি গরু নিয়ে এসেছেন গাজীপুরের কাপাশিয়া থেকে৷  এক বছর আগে ৮০ হাজার টাকায় তিনি সেটি কিনেছিলেন৷ এরপর তার বিনিয়োগ এক লাখ টাকার বেশি৷ গরুটির দাম চাইছেন তিনি চার লাখ টাকা৷  জানালেন এই দামে বিক্রি করতে না পারলে তিনি লোকসানে পড়বেন৷

গাবতলীর হাটে মনিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে ৫০টি গরু নিয়ে আসা খামারি হাজি মো. মাহবুবুর রহমানও শঙ্কায় আছেন৷ তিনি এখনো পরিস্থিতি বুঝতে পারছেন না৷ গত বছর করোনার মধ্যে প্রথম কোরবানিতে তাকে গরু ফেরত নিয়ে যেতে হয়েছে৷ এবারও সেরকম হলে অনেক ক্ষতি হবে বলে জানান৷

গত বছর করোনায় ৯৪ লাখ ৫০ হাজার গবাদি পশু কোরবানি হয়েছে৷ তার মধ্যে ৪০ লাখ গরু৷ তবে তার আগের বছর স্বাভাবিক সময় কোরাবানি হয়েছে এক কোটি ২৫ লাখ গবাদি পশু৷ তার অর্ধেকই ছিলো গরু৷ করোনার কারণে কোরবানি দেয়া কমেছে৷ তার মধ্যে আবার গরু বাদ দিয়ে ছাগল কোরবানি দেয়ার প্রবণতা বাড়ছে৷ এবার কোরবানি আরো কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷

প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ( খামার)  জিনাত সুলতানা জানান, ‘‘করোনার কারনে কোরবানির গরু বিক্রি কমে গেছে৷ এই তিন-চারদিনের হাটে সব গরু বিক্রিও হয় না৷ করোনার আগে এই ঢাকা শহরে একেকটি অ্যাপার্টমেন্টের সামনে আমরা ২০-২৫টি গরু দেখতাম৷ এখন সেটা দেখা যায় না৷ ফলে খামারি এবং গৃহস্থ যারা গরু বিক্রি করেন তারা উভয়ই ক্ষতির মুখে পড়ছেন৷ আর মানুষের ক্রয় ক্ষমতাও কমে গেছে৷”

তিনি জানান, তাদের ধারণা অনুযায়ী এবার পাঁচ থেকে ১০ ভাগ গবাদি পশু বিক্রি কম হবে৷ গরু বিক্রি আরো কম হবে৷

জিনাত সুলতানা বলেন, ‘‘যারা খামারি তাদের কোনো প্রণোদনার ব্যবস্থা নেই৷ আর গৃহস্থও প্রণোদনা পান না৷ তাই করোনায় তাদের ক্ষতি হলে তা কাটানের কোনা উপায় আপতত নেই৷”

গরু লালন পালনের সময় অবশ্য তারা কৃষি ঋণ পান৷ কিন্তু কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই৷

চামড়া নিয়ে শঙ্কা
এদিকে কোরবানি কম হওয়ায় চামড়াও পাাওয়া যায় কম৷ বাংলাদেশে চামড়ার বড় একটি অংশ সংগ্রহ করা হয় এই কোরবানির সময়৷ কিন্তু তারচেয়েও বড় সংকট তৈরি হয়েছে কাঁচা চামড়ার দাম নিয়ে৷ বাংলাদেশে কোরবানির চামড়া প্রধানত দান করা হয়৷ এই চামড়া এতিম খানা ও মসজিদ মাদ্রাসায় দেন মুসলমানরা৷ গরিব মানুষকেও দান করেন৷ চামড়া বিক্রির টাকায় এইসব প্রতিষ্ঠানের ব্যয়ের একটি অংশ নির্বাহ করা হয়৷ বিশেষ করে এতিম ও গরিব মানুষ এখান থেকে কিছু অর্থ পান৷ কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে করোনার অজুহাত দেখিয়ে দাম কমিয়ে দেয়ার তারা বঞ্চিত হচ্ছেন৷

বাংলাদেশে করোনায় চামড়া রপ্তানি বাধা কাটিয়ে উঠেছে৷ তারপরও সিন্ডিকেট করে কাঁচা চামড়ার দাম কমানো হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ৷ তিনি বলেন, ‘‘প্রকৃত চামড়া ব্যবসায়ীরা এক থাকলে মধ্যস্বত্ত্বভোগীরা এই পরিস্থিতি সৃষ্টি করতে পারত না৷ এবার চামড়া বিক্রি হবে না বলে গুজব ছাড়ানো হয়েছে৷ গত বছর চামড়া জমিয়ে সংকট সৃষ্টি করা হয়েছে৷''

এবছর অবশ্য সরকার কাঁচা চামড়ার দাম বিছুটা বাড়িয়েছে৷ গরুর চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে৷ প্রতি বর্গফুট খাসির চামড়া ১৫ থেকে ১৭ টাকা, বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে৷

প্রতিবছর বাংলাদেশ থেকে মোটামুটি ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়৷ তার মধ্যে ৬০ ভাগ চামড়া আসে এই কোরবানির ঈদে৷ বছরে রপ্তানি হয় ৩৩ হাজার কোটি টাকার চামড়া৷এই করোনায় যেহেতু চামড়া সংগ্রহ ১০-১৫ ভাগ কম হবে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জিনাত সুলতানা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ