কোরিয়ার কে-পপ গার্ল, ‘টোয়াইস' ব্যান্ডের তারকা নায়নকে ‘প্রেমপত্র' দিতে গিয়েছিলেন এক জার্মান নাগরিক৷ বিষয়টি সামলাতে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে৷
বিজ্ঞাপন
বুধবার ঘটেছে এই ঘটনা৷ টোয়াইসের ম্যানেজাররা জানিয়েছেন যে তারা পুরো বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেবেন৷ কে-পপ সংক্রান্ত ইংরেজি ব্লগ ‘অলকেপপ' জানিয়েছে এই ঘটনা৷
এজেন্সিটি বলছে, দলটি জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছে বলে খবর পান সন্দেহভাজন ব্যক্তি৷ তিনি নিজেও টিকিট কাটেন৷ এরপর বিমানে উঠে কখনো গলার আওয়াজ চড়িয়ে আবার কখনো তাঁর নিরাপত্তা দলের সঙ্গে বিবাদে জড়িয়ে নায়নের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন৷
কোরিয়া টাইমস জানিয়েছে, টোয়াইসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে বিমানের ভেতরের একটি ছবিসহ ঘটনাটি প্রকাশ করার পর ফ্যানরা বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন৷
‘‘দয়া করে বাড়ি ফিরে যান৷ থামুন৷ অনুরোধ করছি,'' পোস্টটিতে লেখা হয়েছিল বলে জানায় পত্রিকাটি৷ পরে অবশ্য পোস্টটি মুছে ফেলা হয়৷
কে-পপ: ২০১৯ সালের যত স্ক্যান্ডাল ও ট্রাজেডি
দক্ষিণ কোরিয়ার পপ ইন্ডাস্ট্রি বিশ্বজুড়ে কে-পপ বলেই খ্যাত৷ বিশেষ করে এশিয়ায় কে-পপ তারকাদের খ্যাতি আকাশছোঁয়া৷ কিন্তু একের পর এক স্ক্যান্ডাল আর মৃত্যুর ঘটনা ২০১৯ সালে প্রকাশ করেছে এই ইন্ডাস্ট্রির কুৎসিত এক দিক৷
ছবি: Getty Images
একের পর এক মৃত্যু
২০১৯ সালের ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অভিনেতা ও গায়ক চা ইন-হা-কে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়৷ ২৭ বছর বয়সি এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক ২০১৭ সালে৷ দুটি অ্যালবাম প্রকাশ করা সারপ্রাইজ ইউ ব্যান্ড-এরও সদস্য ছিলেন তিনি৷ সংবাদমাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চা-এর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি৷ কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতার কোনো ঘটনাও জানা যায়নি৷
ছবি: picture-alliance/Yonhap
জনপ্রিয়তা ও হতাশা
নভেম্বরেই আরেক জনপ্রিয় কে-পপ শিল্পী কু হারাকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়৷ ২৮ বছরের এই শিল্পীকে অবশ্য বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছিল৷ অ্যাপার্টমেন্টে হাতে লেখা একটি নোটের সন্ধান পায় দক্ষিণ কোরিয়ার পুলিশ৷ সেখানে নিজের জীবন সম্পর্কে হতাশার কথা প্রকাশ করে গেছেন এই শিল্পী৷
ছবি: picture-alliance/AP Photo/C. Sung-Jun
যৌনতা ও দুর্নীতি
নিজের ব্যবসায় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে যৌনকর্মী সরবরাহ করার অভিযোগে কে-পপ গ্রুপ বিগ ব্যাং-এর সাবেক সদস্য লি সিউং-হিউনের বিচার চলছে৷ এরপর থেকে তার মালিকানাধীন ব্যান্ড এজেন্সি ওয়াইজি এন্টারটেনমেন্টের শেয়ারের দাম কমেই চলেছে৷
ছবি: picture- alliance/AP Photo/A. Young-Joon
শিল্পীই যখন নিপীড়ক
২০১৯ সালের নভেম্বরে দুই কে-পপ তারকা জুং-ইয়ং এবং চই জং-হুন মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়া এক নারীকে নির্যাতন করেন৷ সৌল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট জুং-কে ছয় বছর এবং চইকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়৷ আদালত জানায়, গোপনে সেক্স ভিডিও শেয়ার করা হয় এমন এক অনলাইন চ্যাট গ্রুপের সদস্য ছিলেন এই দুই তারকা৷
ছবি: Getty Images/AFP/J. Yeon-Je
চরম রক্ষণশীলতা
অক্টোবরে মারা যান মেয়েদের একটি ব্যান্ড গ্রুপের সদস্য চউ জিন-রি৷ তার মৃত্যু আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে৷ সুলি নামে জনপ্রিয় এই কে-পপ তারকা অনলাইন হয়রানির বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন৷ বক্ষবন্ধনীর বিপক্ষে নিজের অবস্থান প্রকাশ করায় বেশকিছু দিন ধরে তাকে অনলাইনে আক্রমণের শিকার হতে হচ্ছিল৷
ছবি: picture-alliance/Yonhap
মাদক
বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর ম্যানেজারের দায়িত্বে থাকা ওয়াইজে এন্টারটেনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিয়ুন-সুক জুন মাসে প্রতিষ্ঠানের প্রধান প্রযোজকের পদ ছেড়ে দেন৷ মাদক ও সেক্স সংক্রান্ত নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছিলেন তিনি৷ (ছবিতে কে-পপ গ্রুপ টোয়াইসের শিল্পীদের দেখা যাচ্ছে)
ছবি: Getty Images/AFP/Ed Jones
6 ছবি1 | 6
দলটির ম্যানেজমেন্ট কোম্পানি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, কেমন করে তাদের বিমানের তথ্য প্রকাশ পেয়েছে এবং সেই টিকিট অনলাইনে বিক্রি হয়েছে তা খুঁজে দেখতে চায় তারা৷
উত্যক্তকারী সেই ব্যক্তিকে জার্মান নাগরিক বলে উল্লেখ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পত্রপত্রিকায়৷ তার টুইটার ও ইউটিউব ঘেটে দেখা গেছে যে তিনি অনেক দিন ধরে সেখানে কে-পপ তারকা নায়নের সঙ্গে দেখা হবার বাসনা জানাচ্ছিলেন৷
ঘটনার পর তিনি দাবি করেন, তিনি নায়নকে ‘প্রেমপত্র' দিতে যাচ্ছিলেন এবং দলটির ম্যানেজাররা এ সময় তার গায়ে হাত দিয়েছেন৷
টুইটারে তিনি লেখেন, ‘‘ম্যানেজাররা কোনো কারণ ছাড়াই বিমানের ভেতর আমার ওপর আক্রমণ করেন৷ আমি শান্তভাবে নায়নকে আমার প্রেমপত্র দিতে গিয়েছিলাম৷ তখন দুইজন ম্যানেজার ঝাপিয়ে পড়েন৷ এগুলোর মানে কী?''
আরেকটি টুইটে তিনি দাবি করেন, তিনি ঐ দলটিকে কোনোভাবে উত্যক্ত করতে চাননি৷ শুধু নায়নের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়েছিলেন৷
নায়নের ফ্যানরা সেখানে কমেন্ট করে বলেন, ‘‘তিনি ভয় পেয়েছেন৷ আপনি থামুন৷'' নায়নকে আর না জ্বালানোর অনুরোধ করেন তারা৷