কোরিয়া সংকট সমাধানে ‘সাহায্য' করছে না চীন: ট্রাম্প
৩০ আগস্ট ২০১৮
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধের কারণে চীন উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না, বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
বিজ্ঞাপন
দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার কোনো পরিকল্পনা আপাতত তাঁর প্রশাসন করছে না, বলেও জানিয়েছেন তিনি৷ তবে একই সাথে ট্রাম্প এই হুঁশিয়ারিও দিয়েছেন, ‘যেকোনো মুহূর্তে' চাইলেই যুক্তরাষ্ট্র এই মহড়া পুনরায় শুরু করতে পারে৷ শুধু তাই নয়, এবার যৌথ মহড়া শুরু হলে সেটা ‘অতীতের যে-কোনো সময়ের চেয়ে বড়' হবে বলেও মন্তব্য করেছেন তিনি৷
এক বিবৃতিতে কোরীয় সংকটে চীনের ভূমিকার সমালোচনা করে উপযুক্ত ‘চাপ প্রয়োগের' আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট৷
একদিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস যৌথ সামরিক মহড়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন৷ কদিন আগেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় যথেষ্ট অগ্রগতি না হওয়ায় উত্তর কোরিয়া সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷
যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়াকে উত্তর কোরিয়া তার দেশের ওপর আগ্রাসনের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে৷ ফলে আলোচনা এগিয়ে নিতে জুন মাসে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বাতিল করেন ট্রাম্প৷
অবশ্য বুধবার দেয়া বিবৃতিতে উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রশংসাই করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ এই সম্পর্ককে ‘সুন্দর ও উষ্ণ' বলেও বর্ণনা করেছেন তিনি৷
জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে একসাথে কাজ করতে একমত হন৷ কিন্তু এরপর থেকে হোয়াইট হাউজ অভিযোগ করে আসছে, পরমাণু অস্ত্র পরিত্যাগ করতে যথেষ্ট উদ্যোগী নয় উত্তর কোরিয়া৷ মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারাও বরাবরই এ বিষয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন৷
তবে, ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য নিয়ে সম্পর্কের অবনতির ফলে উত্তর কোরিয়াকে পরমাণু ইস্যুতে চাপ দিচ্ছে না চীন৷ জ্বালানি, সার এবং বিভিন্ন পণ্য সরবরাহ করে বেইজিং উত্তর কোরিয়াকে সহায়তা করে চলেছে বলেও অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের৷
যেসব দেশের কারণে টিকে আছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পরও এমন কয়েকটি দেশ আছে যারা উত্তর কোরিয়া থেকে পণ্য বা অস্ত্র আমদানি করে৷ চলুন দেখে নিই কোন দেশগুলো আছে এই তালিকায়৷
ছবি: Gianluigi Guercia/AFPGetty Images
অ্যাঙ্গোলা
আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্সিয়াল নিরাপত্তারক্ষীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয় উত্তর কোরিয়া৷
ছবি: Gianluigi Guercia/AFPGetty Images
চীন
চীন উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ৷ চীনের শিল্পকারখানায় উত্তর কোরিয়ার অনেক নাগরিক কাজ করে৷ চীনে উত্তর কোরিয়ান অনেক রেস্তোরাঁও রয়েছে, যেখান থেকে উত্তর কোরিয়া বিদেশি মুদ্রা অর্জন করে৷
ছবি: Getty Images/K. Frayer
কঙ্গো
কঙ্গোর সরকার উত্তর কোরিয়া থেকে স্বয়ংক্রিয় পিস্তল এবং অন্য ছোট অস্ত্র আমদানি করে, যা মধ্য আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্সিয়াল দেহরক্ষী এবং পুলিশ ব্যবহার করে৷
ছবি: Reuters/R. Carrubba
মিশর
অভিযোগ রয়েছে, উত্তর কোরিয়া মিশরকে ক্ষেপণাস্ত্রের উপকরণ পাঠিয়েছে৷ এ অভিযোগ সত্য কিনা সে ব্যাপারে তদন্ত করছে যুক্তরাষ্ট্র৷
ছবি: Reuters/Amr Abdallah Dalsh
ইরিত্রিয়া
ইরিত্রিয়া আফ্রিকার ছোট একটি দেশ৷ এই দেশটিরও উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে৷ জানা গেছে, তারা উত্তর কোরিয়া থেকে সামরিক উপকরণ কিনে থাকে৷
ছবি: DW
কুয়েত
উত্তর কোরিয়ার অনেক শ্রমিক কুয়েতে নির্মাণ কাজে যুক্ত আছে৷ কুয়েতে উত্তর কোরিয়ার দূতাবাসও আছে৷
ছবি: Imago/Xinhua
মোজাম্বিক
উত্তর কোরিয়া মোজাম্বিককে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতা করছে৷ এছাড়া ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নির্মাণেও সহায়তা দিচ্ছে দেশটিকে৷
ছবি: Gianluigi Guercia/AFP/Getty Images
নামিবিয়া
দক্ষিণ পশ্চিম আফ্রিকার এই দেশে সমরাস্ত্র উপকরণ তৈরি করার একটি কারখানা স্থাপনের জন্য উপকরণ এবং কর্মী পাঠিয়েছে উত্তর কোরিয়া৷
ছবি: DW/B. Osterath
নাইজেরিয়া
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় উত্তর কোরিয়া থেকে অনেক চিকিৎসক যান৷ ২০১৩ সালে এক সন্ত্রাসী হামলায় উত্তর কোরিয়ার তিন চিকিৎসক নিহত হয়েছিলেন সেখানে৷
ছবি: picture alliance /AP Photo/L. Oyekanmi
ওমান
ওমানে নির্মাণ প্রকল্পগুলোতে কাজ করার জন্য উত্তর কোরিয়া তাদের শ্রমিক পাঠিয়ে থাকে৷
ছবি: SR
কাতার
কাতারেও নির্মাণ প্রকল্পে উত্তর কোরিয়ার অনেক শ্রমিক কাজ করে৷ ২০২২ সালে দেশটিতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ এজন্য সেখানে স্টেডিয়ামসহ বড় বড় স্থাপনা নির্মাণ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/Zumapress
সুদান
উত্তর কোরিয়া সুদানে যেসব সামরিক উপকরণ পাঠায়, তার মধ্যে রকেট কন্ট্রোল সেকশন এবং স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত ক্ষেপণাস্ত্র রয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Shazly
সিরিয়া
দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধ চলা দেশটিও উত্তর কোরিয়ার উপার্জনের অন্যতম মাধ্যম৷ জানা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার উত্তর কোরিয়া থেকে অনেক সমরাস্ত্র এবং উপকরণ কিনে থাকেন৷
ছবি: picture-alliance/dpa/Press Service of the President
উগান্ডা
আফ্রিকার দেশ উগান্ডারও উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে৷ উত্তর কোরিয়ার সেনারা উগান্ডায় বিমানবাহিনীর পাইলট এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিয়ে থাকেন৷
ছবি: AP
সংযুক্ত আরব আমিরাত
ইউএই-তে উত্তর কোরিয়ার অনেক রেস্তোরাঁ এবং নির্মাণ কোম্পানি রয়েছে, যেখানে কাজ করার জন্য সবসময়ই উত্তর কোরিয়া থেকে কর্মী পাঠানো হয়৷ এছাড়া উত্তর কোরিয়া থেকে স্কুড মিসাইল কিনে থাকে সংযুক্ত আরব আমিরাত৷