1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোলকাতা নাইট রাইডার্স ছাড়বো না- শাহরুখ

১৬ এপ্রিল ২০১০

আইপিএল-এ এবারও খুব একটা সুবিধা করতে পারছে না বলিউড তারকা শাহরুখ খানের দল কোলকাতা নাইট রাইডার্স৷ কিন্তু কিং খান জানিয়ে দিয়েছেন সমালোচনা যা-ই থাক তিনি তাঁর দলকে ছেড়ে যাবেন না৷

একপাশে গাঙ্গুলি, অন্যপাশে আকরামকে নিয়ে শাহরুখ খানছবি: UNI

উল্লেখ্য, আইপিএল এর গত দুই আসরেও সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন কোলকাতা নাইট রাইডার্স৷ এবারও দলের অবস্থান সাত নম্বরে৷ এমন একটা দলের পেছনে শাহরুখ খানের কোটি কোটি টাকা ঢালার অর্থ কি? সেটা নিয়ে অনেকেই মন্তব্য করছেন৷ কিন্তু টুইটারে দেওয়া এক বক্তব্যে স্পষ্টভাবেই শাহরুখ খান জানিয়ে দিয়েছেন যে তিনি কোলকাতা নাইট রাইডার্সের সঙ্গেই আছেন৷ বরং যারা তাঁর সমালোচনা করেছেন তাদের একহাত নিয়েছেন তিনি৷ বলেছেন, ‘যখনই আমরা হারি তখনই সবাই অর্থহীন কথাবার্তা শুরু করে৷ অথচ এসব বোকা লোকগুলো বুঝতে পারছে না কি ধরণের ধৈর্য্য এবং আবেগ আমার মধ্যে রয়েছে৷ কোলকাতা নাইট রাইডার্স আমার দল, এবং আমি কোনদিনই একে ছেড়ে যাবো না৷ আগেও লক্ষবার এই কথা আমি বলেছি৷' এভাবেই সাফ কথা বলে দিলেন বলিউড কিং শাহরুখ খান৷

বলিউড তারকা শিল্পা শেঠির সঙ্গে শেন ওয়ার্নছবি: UNI

এদিকে শাহরুখের এই দিনে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরই শুভাকাঙ্খী এবং আইপিএল-এ প্রতিপক্ষ শেন ওয়ার্ন৷ রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক শেন ওয়ার্ন এক এক বার্তায় শাহরুখ খানকে বলেছেন, ‘তুমি একজন চ্যাম্পিয়ন এবং আমি নিশ্চিত তোমার ক্যারিশমা অনেককেই অনুপ্রাণিত করে৷ লেগে থাকো, খেলাধুলা অনেক সময় খুব নিষ্ঠুর৷' অস্ট্রেলীয় এই স্পিন যাদুকরের বক্তব্য হয়তো এবার কোলকাতা নাইট রাইডার্সকেও অনুপ্রেরণা যোগাবে৷ উল্লেখ্য, বছর দুই আগে আইপিএল এর প্রথম আসরে সবচেয়ে কম বাজেটের দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছিলো শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস৷

প্রতিবেদক রিয়াজুল ইসলাম, সম্পাদনা ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ