নববর্ষ বরণ উৎসবের সময় কোলনের ক্যাথিড্রালের উপর হামলার যড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহে রোববার তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ কড়া নিরাপত্তার মধ্যে গির্জায় প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে৷
বিজ্ঞাপন
জার্মানির কোলন শহরের বিখ্যাত ক্যাথিড্রালের উপর ইসলামপন্থিদের সন্ত্রাসী হামলার আশঙ্কা শহরের নববর্ষ বরণ উৎসবের উপরেও কিছুটা প্রভাব ফেলেছে৷ কড়া পুলিশি নিরাপত্তার কারণে গির্জা প্রাঙ্গন ও আশেপাশের এলাকায় আতসবাজি পোড়ানো ও অন্যান্য কার্যকলাপ সীমিত ছিল৷ গোটা এলাকায় প্রায় এক হাজার সশস্ত্র পুলিশকর্মী টহল দিয়েছেন৷ সাধারণ মানুষকে আগেই পুলিশের বাড়তি উপস্থিতি সম্পর্কে জানানো হয়েছিল৷ বড়দিন উৎসবের সময় থেকেই কোলন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ তবে রোববার রাতে গির্জায় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে৷
রোববার পুলিশ কোলন ক্যাথিড্রালের উপর হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে৷ কোলন পুলিশের শীর্ষ কর্মকর্তা ফ্রাংক ভিসবাউম-এর মতে, ষড়যন্ত্রকারীরা নববর্ষ বরণের রাতে গাড়ি ব্যবহার করে প্রায় ৮০০ বছর পুরানো স্থাপনাটির উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল৷ সেই প্রাঙ্গণে গাড়ির প্রবেশ নিষিদ্ধ হলেও ক্যাথিড্রালের নীচে ভূগর্ভস্থ গাড়ি রাখার জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে এমন হামলার আশঙ্কা ছিল বলে পুলিশ মনে করছে৷ তাই বিস্ফোরক শনাক্ত করতে সক্ষম পুলিশের কুকুর কাজে লাগিয়ে সেখানে রোববার রাতে তল্লাশি চালানো হয়েছে৷ তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷ ভিসবাউম-এর মতে, পুলিশ হেফাজতে তাদের মধ্যে যোগাযোগ সম্ভব না হওয়ায় হামলার আশঙ্কা কমেছে৷
কোলন ক্যাথিড্রাল
জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের কোলন শহরের বিখ্যাত এক গির্জা ‘কোলন ক্যাথিড্রাল’ বা ‘কোলন ডোম’৷ এই বিশ্ব ঐতিহ্য স্থাপনাটির খুটিনাটি দেখুন ছবিঘরে৷
ছবি: DW/M. M. Rahman
পুরনো গির্জার জায়গায়
কোলন ক্যাথিড্রালের জায়গাটিতে একটি গির্জা তৈরি করা হয়েছিল ৮৭০ খ্রিস্টাব্দে৷ কিন্তু একটি দুর্ঘটনায় আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় সে গির্জাটি৷ পরে আগের জায়গাতেই নতুনভাবে কোলন ক্যাথেড্রাল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়৷
ছবি: DW/M. M. Rahman
প্রতিষ্ঠা
কোলন কাথিড্রাল প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছিল ১২৪৮ সালে৷ ১৮৮০ সালে, অর্থাৎ শুরুর ৬৩২ বছর পর নির্মাণকাজ শেষ হয়৷
ছবি: DW/M. M. Rahman
সাধারণ মানুষের সহায়তা
কোলন ক্যাথিড্রাল নির্মাণ করার সময় টাকার অভাব দেখা দেয়ায় দীর্ঘ সময় এর কাজ বন্ধ ছিল৷ তখন অনেক বছরই এটি ব্যবহৃত হয়েছিল গুদামঘর হিসেবে৷ পরে এলাকাবাসীর অর্থ সহায়তায় এর নির্মাণ কাজ শেষ হয়৷
ছবি: DW/M. M. Rahman
ইউরোপের বড়
ইউরোপের সবচেয়ে বড় ক্যাথলিক গির্জা এই কোলন ক্যাথিড্রাল৷ গির্জাটি উচ্চতায় ১৬০ মিটার, অর্থাৎ প্রায় সাড়ে পাঁচশ ফুট৷ কোলন শহরের অনেক জায়গা থেকেই ডোমের সুউচ্চ চূড়া দেখা যায়৷
ছবি: DW/M. M. Rahman
বিশ্ব ঐতিহ্য
জার্মানির ৪১টি বিশ্ব ঐতিহ্যের মধ্যে অন্যতম এই কোলন ক্যাথেড্রাল৷ ১৯৯৬ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো৷ তখন থেকে এই গির্জাটি দেখাশোনার ভারও নেয় তারা৷
ছবি: DW/M. M. Rahman
পর্যটন কেন্দ্র
কোলন ডোম বর্তমানে কোলন শহরের অন্যতম পর্যটন কেন্দ্র৷ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রায় বিশ হাজাররেও বেশি দর্শনার্থী এ গির্জাটি দেখতে আসেন৷ একসাথে চার হাজার দর্শনার্থী এর ভিতরে ঢুকতে পারেন৷
ছবি: DW/M. M. Rahman
মজবুত স্থাপনা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চৌদ্দটি বোমার আঘাত লেগেছিল কোলন ক্যাথিড্রালে৷ সামান্য কিছু ক্ষতি ছাড়া মূল স্থাপনার তেমন ক্ষতি হয়নি বললেই চলে৷ পরে ধ্বংস হওয়া জায়গাগুলো পুননির্মাণ করা হয়৷
ছবি: DW/M. M. Rahman
ল্যান্ডমার্ক
সারা পৃথিবীর কাছে কোলন শহরের ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত এই ক্যাথিড্রাল৷
ছবি: DW/M. M. Rahman
সযত্নে সংরক্ষণ
কোলন ডোমের নান্দনিকতা ধরে রাখতে এখনো প্রতিনয়তই যত্নের সাথে সংস্কার কাজ চলে৷ ডোমটিকে অবিকল এর আদিরূপে ধরে রাখতে সদা সচেষ্ট কর্তৃপক্ষ৷
ছবি: DW/M. M. Rahman
ভাস্কর্য
কোলন ক্যাথিড্রালের বাইরের দিকটায় চারপাশজুড়ে রয়েছে অসংখ্য ভাস্কর্য আর শিল্পকর্ম৷
ছবি: DW/M. M. Rahman
প্রার্থনা কক্ষ
কোলন ক্যাথিড্রালের ভেতরে সুবিশাল প্রার্থনা কক্ষ আছে, যেখানে একসাথে দুই হাজার ৮০০ মানুষ দাঁড়াতে এবং ১২০০ মানুষ একসাথে বসতে পারেন৷
ছবি: DW/M. M. Rahman
11 ছবি1 | 11
কোলোন পুলিশের কর্মকর্তা ভিসবাউম আরো বলেন, তদন্তের মাধ্যমে শনিবার রাতে ষড়যন্ত্রের কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল৷ তারই ভিত্তিতে ৩০ বছর বয়সি তাজিকিস্তানের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়৷ ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্কের অভিযোগ রয়েছে৷ গত ২৪শে ডিসেম্বর থেকে সেই ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছে৷ এই ষড়যন্ত্রের প্রেক্ষাপটে ফেডারেল কর্তৃপক্ষ জার্মানি তথা ইউরোপে মধ্য এশিয়ার ব্যক্তিদের এক নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত চালাচ্ছে৷ তবে বাকি আটক ব্যক্তিদের পরিচয় এখনো জানানো হয় নি৷ কোলনের কাছেই ডুইসবুর্গ ও অন্য দুটি শহরে তাদের আটক করা হয়েছে৷ তাদের যোগাযোগের ডিভাইসগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)
এক নজরে ২০২৩ সালে জার্মানির বাণিজ্য
জার্মান আদালতের রায়, তার ফলে বাজেটে বিলিয়ন ইউরোর জটিলতা এবং শিল্পখাতে উত্থানপতন। এক নজরে দেখুন ২০২৩ সালে জার্মানির বাণিজ্যখাতের বড় সব ঘটনা।
ছবি: Christian Charisius/dpa/picture alliance
কমবাশ্চন ইঞ্জিনের দিন শেষ
মার্চে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ২০৩৫ সাল থেকে পেট্রোল বা ডিজেলে চালিত কোনও নতুন গাড়ি নিবন্ধিত না করার ব্যাপারে সম্মত হয়েছে। তবে জার্মানিতে এ নিয়ে একটি মামলা চলছে। মামলার নিষ্পত্তি হলে সবুজ জলবায়ু-নিরপেক্ষ সিন্থেটিক জ্বালানির ক্ষেত্রে এ বিষয়ে কিছু ছাড় দেয়া হতে পারে।
ছবি: Axel Heimken/dpa/picture alliance
জার্মানির শেষ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরের দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসাবে এপ্রিলে জার্মানির শেষ তিনটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে জ্বালানি সংকট দেখা দেওয়ায় ইসার টু, নেকারভেস্টহাইম টু এবং এমসলান্ড নির্ধারিত সময়ের চেয়ে চার মাস বেশি চালু রাখা হয়। কিন্তু এরপর সেগুলোকে বন্ধ করে দেয়ার মাধ্যমে জার্মানিতে পারমাণবিক বিদ্যুৎ যুগের অবসান ঘটে।
ছবি: W. Willner/blickwinkel/picture alliance
স্বল্পমূল্যের পরিবহণ কার্ড
পয়লা মে থেকে জার্মানির বাসিন্দারা প্রতি মাসে মাত্র ৪৯ ইউরোর (প্রায় ছয় হাজার টাকা) বিনিময়ে জার্মানি জুড়ে আঞ্চলিক ট্রেন, ট্রাম, পাতাল রেল এবং বাস ব্যবহার করতে পারছেন। যাত্রীদের কাছে জনপ্রিয় হলেও এই মূল্যে খরচ তুলতে পারছে না পরিবহণ সংস্থাগুলো। কম ভাড়ার কারণে পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানিগুলো ফেডারেল এবং রাজ্য সরকারগুলোর কাছে দেড় বিলিয়ন ইউরোর (প্রায় ২০ হাজার কোটি টাকা) ভর্তুকি দাবি করেছে।
ছবি: Emmanuele Contini/IMAGO
সমুদ্রে পরিবেশগত বিপর্যয় প্রতিরোধ
জুলাই মাসে ডাচ ভাডেন সাগরের দ্বীপ আমেলান্ডের কাছে প্রায় তিন হাজার ৮০০টি গাড়ি বহন করা একটি কার্গো জাহাজে আগুন ধরে যায়। ক্রুদের সরিয়ে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়, ২২ জন ক্রু সদস্য আহত হন এবং প্রায় দুই হাজার ৭০০টি গাড়ি ধ্বংস হয়। জাহাজটিকে একটি বন্দরে নিয়ে যাওয়া হয় এবং বিষাক্ত তেল ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় ভাডেন সাগর।
বিশ্বের প্রধান চিপ প্রস্তুতকারকের কারখানা ড্রেসডেনে
আগস্টে তাইওয়ানের চিপমেকার টিএসএমসি আরো তিন প্রতিষ্ঠান বোশ, ইনফিনেওন এবং এনএক্সপি এর সঙ্গে মিলে ড্রেসডেনে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে৷ স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর উৎপাদন হওয়ায় এশিয়া থেকে আমদানির উপর জার্মানির নির্ভরশীলতা কমবে। জার্মান সরকার এই প্রকল্পে প্রায় পাঁচ বিলিয়ন ইউরো (প্রায় ৬০ হাজার কোটি টাকা) ভর্তুকি দিচ্ছে৷
ছবি: Sebastian Kahnert/picture alliance/dpa
তীব্র সমালোচনার মুখে অর্থনীতিমন্ত্রী
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগ সেপ্টেম্বরে ঘর গরম রাখার ইস্যুতে একটি বিতর্কিত আইন পাস করে। এর লক্ষ্য ছিল ঘর উত্তপ্ত রাখার জ্বালানি হিসাবে তেল-গ্যাসের ব্যবহার ধীরে ধীরে প্রতিস্থাপনের মাধ্যমে জলবায়ু-বান্ধব করে তুলতে সাহায্য করা৷ কিন্তু আইনের প্রযুক্তিগত অপ্রতুলতার কারণে গ্রিন পার্টির রাজনীতিবিদ এবং অর্থনীতি মন্ত্রী রবার্ট হাবেকের তীব্র সমালোচনার মুখে পড়েন এবং পরিকল্পনাগুলো ভেস্তে যায়।
ছবি: Michael Kappeler/dpa/picture alliance
ট্রেড ইউনিয়নে প্রথম নারী প্রধান
১৩০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জার্মানির বৃহত্তম ট্রেড ইউনিয়ন আইজি মেটাল একজন মহিলা চেয়ারপারসন নির্বাচন করেছে৷ আগামী চার বছর ইউনিয়নের ২১ লাখ সদস্যের প্রতিনিধিত্ব করবেন ক্রিশ্চিয়ানে বেনার। এই ইউনিয়নে ২০ শতাংশেরও কম সদস্য নারী।
ছবি: Arne Dedert/dpa/picture alliance
গণ অর্থায়ন এবং জার্মান বাজেট
জার্মানির সাংবিধানিক আদালত নভেম্বরে রায় দিয়েছে, কোভিড মহামারি মোকাবেলার উদ্দেশ্যে বরাদ্দ করা তহবিল আগামী বছরের বাজেটে জলবায়ু সুরক্ষার জন্য পুনরায় বরাদ্দ করা যাবে না। এমন রায়ের ফলে অন্যান্য নানাকিছুর পাশাপাশি সবুজ শক্তি প্রকল্পের অর্থায়নের জন্য ৬০ বিলিয়ন ইউরোর (প্রায় সাত লাখ কোটি টাকা) ঘাটতিতে পড়েছে জার্মান সরকার।