1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোলনে হামলার ষড়যন্ত্রের দায়ে আটক তিন

১ জানুয়ারি ২০২৪

নববর্ষ বরণ উৎসবের সময় কোলনের ক্যাথিড্রালের উপর হামলার যড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহে রোববার তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ কড়া নিরাপত্তার মধ্যে গির্জায় প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে৷

২৪ ডিসেম্বর কোলন ক্যাথিড্রালের সামনে নিরাপত্তা প্রহারায় পুলিশ
বড়দিন ও নববর্ষের আগে কোলন ক্যাথিড্রাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে পুলিশছবি: Ina Fassbender/AFP/Getty Images

জার্মানির কোলন শহরের বিখ্যাত ক্যাথিড্রালের উপর ইসলামপন্থিদের সন্ত্রাসী হামলার আশঙ্কা শহরের নববর্ষ বরণ উৎসবের উপরেও কিছুটা প্রভাব ফেলেছে৷ কড়া পুলিশি নিরাপত্তার কারণে গির্জা প্রাঙ্গন ও আশেপাশের এলাকায় আতসবাজি পোড়ানো ও অন্যান্য কার্যকলাপ সীমিত ছিল৷ গোটা এলাকায় প্রায় এক হাজার সশস্ত্র পুলিশকর্মী টহল দিয়েছেন৷ সাধারণ মানুষকে আগেই পুলিশের বাড়তি উপস্থিতি সম্পর্কে জানানো হয়েছিল৷ বড়দিন উৎসবের সময় থেকেই কোলন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ তবে রোববার রাতে গির্জায় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে৷

রোববার পুলিশ কোলন ক্যাথিড্রালের উপর হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে৷ কোলন পুলিশের শীর্ষ কর্মকর্তা ফ্রাংক ভিসবাউম-এর মতে, ষড়যন্ত্রকারীরা নববর্ষ বরণের রাতে গাড়ি ব্যবহার করে প্রায় ৮০০ বছর পুরানো স্থাপনাটির উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল৷ সেই প্রাঙ্গণে গাড়ির প্রবেশ নিষিদ্ধ হলেও ক্যাথিড্রালের নীচে ভূগর্ভস্থ গাড়ি রাখার জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে এমন হামলার আশঙ্কা ছিল বলে পুলিশ মনে করছে৷ তাই বিস্ফোরক শনাক্ত করতে সক্ষম পুলিশের কুকুর কাজে লাগিয়ে সেখানে রোববার রাতে তল্লাশি চালানো হয়েছে৷ তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷ ভিসবাউম-এর মতে, পুলিশ হেফাজতে তাদের মধ্যে যোগাযোগ সম্ভব না হওয়ায় হামলার আশঙ্কা কমেছে৷

কোলোন পুলিশের কর্মকর্তা ভিসবাউম আরো বলেন, তদন্তের মাধ্যমে শনিবার রাতে ষড়যন্ত্রের কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল৷ তারই ভিত্তিতে ৩০ বছর বয়সি তাজিকিস্তানের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়৷ ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্কের অভিযোগ রয়েছে৷ গত ২৪শে ডিসেম্বর থেকে সেই ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছে৷ এই ষড়যন্ত্রের প্রেক্ষাপটে ফেডারেল কর্তৃপক্ষ জার্মানি তথা ইউরোপে মধ্য এশিয়ার ব্যক্তিদের এক নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত চালাচ্ছে৷ তবে বাকি আটক ব্যক্তিদের পরিচয় এখনো জানানো হয় নি৷ কোলনের কাছেই ডুইসবুর্গ ও অন্য দুটি শহরে তাদের আটক করা হয়েছে৷ তাদের যোগাযোগের ডিভাইসগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ