1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিজ্ঞানযুক্তরাষ্ট্র

কোষকে মরতে দেবে না ‘অর্গানএক্স’!

৬ আগস্ট ২০২২

গবেষকেরা কোষ বাঁচিয়ে রাখার এক কৌশল আবিষ্কার করেছেন৷ তারা বলছেন, অঙ্গ প্রতিস্থাপন বা ট্রান্সপ্ল্যান্টা সার্জারির সময় কোষগুলোকে বাঁচিয়ে রাখবে এই কৌশল৷

অঙ্গ প্রতিস্থাপন বা ট্রান্সপ্ল্যান্টা সার্জারির সময় কোষগুলোকে বাঁচিয়ে রাখবে এই কৌশল৷
অঙ্গ প্রতিস্থাপন বা ট্রান্সপ্ল্যান্টা সার্জারির সময় কোষগুলোকে বাঁচিয়ে রাখবে এই কৌশল৷ ছবি: Ute Grabowsky/photothek/picture alliance

কোষ ট্রান্সপ্ল্যান্ট বা অঙ্গ প্রতিস্থাপন অত্যন্ত সূক্ষ্ম সার্জারি প্রক্রিয়া৷ পুরো প্রক্রিয়াটিও অনেক কঠিন৷ প্রথমত, প্রতিস্থাপনের জন্য যত অঙ্গ প্রয়োজন, তত দাতা নেই৷ এমনকি যদি দাতা খুঁজেও পাওয়া যায়, অনেক সময় রোগীর শরীর পর্যন্ত তা পৌঁছাবার আগেই অঙ্গটির কোষগুলো মরতে থাকে এবং তা নষ্ট হয়ে যায়৷

মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এর সমাধান তুলে ধরেন৷ তারা বলেন, ‘অর্গানএক্স' নামক এক প্রযুক্তির মাধ্যমে অঙ্গকে বেশি সময় ধরে শরীরের বাইরে টিকিয়ে রাখা সম্ভব৷ তারা এই প্রক্রিয়াকে বলেন, কোষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো৷

গবেষক দলের সদস্য জভোনিমির ভরসেলিয়া বলেন, ‘‘আমরা যতটা দ্রুত ভাবি কোষ তত দ্রুত মরে না৷ এই গবেষণার মাধ্যমে আমরা দেখিয়েছি, যদি ঠিকমত হস্তক্ষেপ করা যায়, তাহলে আমরা কোষকে নির্দেশ দিতে পারি যে, তোমরা মরো না৷''

বিজ্ঞান বিষয়ক বিখ্যাত জার্নাল নেচারে প্রকাশিত এই গবেষণায় ১০০টি শূকরের ওপর পরীক্ষা করা হয় যে, কোষের গঠনকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে কি না, অথবা ক্ষতি হওয়া কোষকে পুনর্জীবিত করা যাচ্ছে কি না৷

জভোনিমির বলেন, পরীক্ষার পর দেখা গেছে, কিছু কোষের কার্যকারিতা পুনরুজ্জীবিত করা গেছে৷

তবে এখনো এই পরীক্ষা মানবশরীরে করা হয়নি বলে জানান তিনি৷ তারা বলেন, এটা প্রথম পদক্ষেপ৷ এখনো আরো বেশ কিছু গবেষণা করতে হবে মানবশরীরে এর প্রয়োগের আগে৷

প্রতি মুহূর্তে সারাবিশ্বে লাখ লাখ মানুষ অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করেন৷ যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অন্তত এক লাখের বেশি মানুষ খুব জরুরি অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষায় আছেন৷ জার্মানিতে ২০২১ সালের শেষদিকের একটি হিসেব দেখাচ্ছে, তখন প্রায় নয় হাজার মানুষ অঙ্গ প্রতিস্থাপনের জন্য বসে আছেন৷

কারলা ব্লাইকার/জেডএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ