ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও চলচ্চিত্র তারকা আনুশকা শর্মা বিয়ে করতে যাচ্ছেন – এ রকম একটা গুঞ্জন চলছিল কয়েক মাস ধরেই৷ তবে সেটা এখন আর গুঞ্জন নেই৷ কারণ ইতিমধ্যেই নিজেদের বিয়ের ছবি টুইট করেছেন নবদম্পতি৷
বিজ্ঞাপন
৯ ডিসেম্বর ইটালির মিলান শহরে -বিরাট বিয়ে করেছেন বলে প্রথম খবরটা দিয়েছিল ‘ফিল্মফেয়ার'৷ পরে অনেক পত্র-পত্রিকা জানিয়েছিল ওদের বিয়ে নাকি ১০ ডিসেম্বর৷ তবে তারিক যা-ই হোক না কেন, অবশেষে বলিউড আর ক্রিকেট দুনিয়ার মেলবন্ধন যে ঘটেছে, তার প্রমাণ দিয়েছেন নবদম্পতি নিজেই৷
তবে টুইটারে ছবিসহ নিজেদের বিয়ের খবর দিলেও ঠিক কোথায়, কখন বিয়ের কাজটি সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করেননি তাঁরা৷ ওদিকে কোহলি-আনুশকার বিয়ের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে৷
ইউটিউবে তাঁদের বিয়ের ২ মিনিট ১৭ সেকেন্ডের এই একটি ভিডিও প্রকাশ করেছে ‘স্পোর্টস ব্লাস্ট'৷ প্রকাশের মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ভিডিওটি দেখা হয়েছ ৩৬ লাখেরও বেশি বার৷ ইতিমধ্যে তাতে মন্তব্য করেছেন দু'হাজার জনেরও বেশি মানুষ, যার বেশির ভাগই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে৷
ভারতীয় ক্রিকেটে কোহলির যেমন জবাব নেই, তেমনই হালের অভিনেত্রীদের মধ্যে অভিনয়ের জন্য ভালোই নাম কুড়িয়েছেন ‘রব দে বানাদি জোড়ি', ‘ব্যান্ড বাজা বারাত', ‘পিকে' ‘সুলতান', ‘এনএইচ ১০', ‘এ দিল হ্যায় মুশকিল' বা ‘যব হ্যারি মেট সেজাল'-খ্যাত অনুশকা শর্মা৷
এমএম/ডিজি
ক্রিকেট: অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দুই বছরে টেস্ট ক্রিকেটে ৬টি ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন৷ ছবিঘরে থাকছে সেইসব ক্রিকেটারদের কথা, যাঁরা অধিনায়ক থাকাকালীন সবচেয়ে বেশি দ্বি-শতক হাঁকিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/A. Rahi
বিরাট কোহলি
অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৬টি ডাবল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের বিরাট কোহলি৷ অবিশ্বাস্য ধারাবাহিকতায় ৪৯৯ দিনের মধ্যেই এ ডানহাতি করলেন ৬টি ডাবল সেঞ্চুরি৷ এজন্য তাঁকে খেলতে হয়েছে ৩২টি ম্যাচ এবং ৫০ ইনিংস৷ এর আগে স্যার ডন ব্র্যাডম্যানের প্রথম থেকে ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে সময় লেগেছিল ৫৮১ দিন৷ ব্র্যাডম্যান সেই ডাবল সেঞ্চুরির সবগুলো অবশ্য অধিনায়ক থাকা অবস্থায় করেননি৷
ছবি: picture-alliance/AP Photo/A. Rahi
ব্রায়ান লারা
কোহলির আগে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার দখলে৷ অধিনায়ক থাকা কালে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি৷ তখন তাঁকে খেলতে হয়েছিল ৪৭টি ম্যাচ, ৮৫টি ইনিংস৷
ছবি: Getty Images/F. Nel
ডন ব্র্যাডম্যান
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান অধিনায়ক থাকাকালীন ৪টি ডাবল সেঞ্চুরি করেছিলেন৷ এজন্য তাঁকে ২৪টি টেস্টের ৩৮টি ইনিংসে ব্যাট করতে হয়েছিল৷
ছবি: Getty Images/Allsport Hulton
গ্রায়েম স্মিথ
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও অধিনায়ক থাকা কালে ৪টি ডাবল সেঞ্চুরি করেছেন৷ এজন্য তাঁকে ১০৯ টা ম্যাচ, ১৯৩টি ইনিংস খেলতে হয়েছে৷
ছবি: AP
মাইকেল ক্লার্ক
ব্র্যাডম্যান এবং গ্রায়েম স্মিথের মতো অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কও অধিনায়কের দায়িত্বে থাকার সময় ৪টি ডাবল সেঞ্চুরি করেছেন৷ ওই ৪ ডাবল সেঞ্চুরি পেতে তাঁকে খেলতে হয়েছিল ৪৭টি ম্যাচের ৮৬টি ইনিংস৷