1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোহলি ও আনুশকার বিয়ের ভিডিও ভাইরাল

১২ ডিসেম্বর ২০১৭

ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও চলচ্চিত্র তারকা আনুশকা শর্মা বিয়ে করতে যাচ্ছেন – এ রকম একটা গুঞ্জন চলছিল কয়েক মাস ধরেই৷ তবে সেটা এখন আর গুঞ্জন নেই৷ কারণ ইতিমধ্যেই নিজেদের বিয়ের ছবি টুইট করেছেন নবদম্পতি৷

Italien Florenz Cricket-Spieler Virat Kohli heiratet Schauspielerin Anushka Sharma
ছবি: IANS

৯ ডিসেম্বর ইটালির মিলান শহরে -বিরাট বিয়ে করেছেন বলে প্রথম খবরটা দিয়েছিল ‘ফিল্মফেয়ার'৷ পরে অনেক পত্র-পত্রিকা জানিয়েছিল ওদের বিয়ে নাকি ১০ ডিসেম্বর৷ তবে তারিক যা-ই হোক না কেন, অবশেষে বলিউড আর ক্রিকেট দুনিয়ার মেলবন্ধন যে ঘটেছে, তার প্রমাণ দিয়েছেন নবদম্পতি নিজেই৷

তবে টুইটারে ছবিসহ নিজেদের বিয়ের খবর দিলেও ঠিক কোথায়, কখন বিয়ের কাজটি সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করেননি তাঁরা৷ ওদিকে কোহলি-আনুশকার বিয়ের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে৷

ইউটিউবে তাঁদের বিয়ের ২ মিনিট ১৭ সেকেন্ডের  এই একটি ভিডিও প্রকাশ করেছে ‘স্পোর্টস ব্লাস্ট'৷ প্রকাশের মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে ভিডিওটি দেখা হয়েছ ৩৬ লাখেরও বেশি বার৷ ইতিমধ্যে তাতে মন্তব্য করেছেন দু'হাজার জনেরও বেশি মানুষ, যার বেশির ভাগই নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে৷

ভারতীয় ক্রিকেটে কোহলির যেমন জবাব নেই, তেমনই হালের অভিনেত্রীদের মধ্যে অভিনয়ের জন্য ভালোই নাম কুড়িয়েছেন ‘রব দে বানাদি জোড়ি', ‘ব্যান্ড বাজা বারাত', ‘পিকে' ‘সুলতান', ‘এনএইচ ১০', ‘এ দিল হ্যায় মুশকিল' বা ‘যব হ্যারি মেট সেজাল'-খ্যাত অনুশকা শর্মা৷

এমএম/ডিজি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ