1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানউইংস ট্র্যাজেডি

২৬ মার্চ ২০১৫

ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় পড়া জার্মানউইংস বিমানের কো-পাইলট ইচ্ছা করেই বিমানটিকে নীচে নামিয়েছেন৷ এর আগে তিনি প্রধান পাইলটের জন্য ককপিটের দরজা খুলতে অস্বীকৃতি জানান৷

Frankreich Absturz Germanwings A320 (Bildergalerie)
ছবি: D. Bois/AFP/Getty Images

ফ্রান্সের মার্সেই এর প্রসিকিউটর ব্রিস রবিন কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘‘২৮ বছর বয়সি কো-পাইলট ‘ইচ্ছাকৃতভাবে' বিমান অবতরণ শুরু করেছিলেন বলে ককপিটে থাকা ফ্লাইট রেকর্ডার থেকে জানা গেছে৷''

‘‘তবে এটাকে সন্ত্রাসী কাজ বলার মতো কোনো লক্ষণ এই মুহূর্তে নেই,'' বলেন রবিন৷ আন্দ্রেয়াস লুবিৎস নামের ঐ কো-পাইলটের সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ ছিল না৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস ডে মাইসিয়েরে বলেছেন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কো-পাইলটের সঙ্গে জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতার প্রমান পাওয়া যায়নি৷

এদিকে, ফ্রান্সের তদন্ত কর্মকর্তাদের দেয়া এই তথ্য তাঁকে ‘গভীর নাড়া' দিয়েছে বলে টুইটারে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখই৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ