1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৌশলগত আলোচনায় বসছেন পাক-মার্কিন প্রতিনিধিরা

২০ অক্টোবর ২০১০

আজ শুরু হচ্ছে পাক-মার্কিন কৌশলগত আলোচনা৷ এজন্য ওয়াশিংটনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি৷ শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও কুরেশির বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের আলোচনা৷

Hillary, Rodham, Clinton, Pakistan, Foreign, Minister, Shah, Mehmood, Qureshi, US,
ফাইল ছবিছবি: AP

পাক-মার্কিন সম্পর্কের ঘাটতি কমিয়ে আনতেই যুক্তরাষ্ট্র কৌশলগত আলোচনার উদ্যোগ শুরু করে চলতি বছরের গোড়াতে৷ কারণ পাকিস্তান ও আফগানিস্তানে জঙ্গি দমন তৎপরতায় সাফল্যের জন্য পাকিস্তানের ভূমিকাকে গুরুত্বের সাথেই বিবেচনা করে অ্যামেরিকা৷ অথচ সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়ার মাঝপথে কিছু ঘটনা যেন বাধ সাধে এমন উদ্যোগে৷ বিশেষ করে ঘন ঘন মার্কিন ড্রোন হামলা নিয়ে পাকিস্তানে অসন্তোষ৷ তদুপরি গত মাসে ন্যাটো হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে দুই পাকিস্তানির মৃত্যু৷ এমনকি এই ঘটনার কারণে আফগানিস্তানে সমরাস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত খাইবার পাস বন্ধ করেও দিয়েছিল পাকিস্তান৷ অবশ্য অ্যামেরিকা এই ঘটনার জন্য ক্ষমা চাইলে ১১ দিন পর আবারো পথটি খুলে দেওয়া হয়৷ তবে পাকিস্তানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা পাঠিয়ে সম্পর্ক কিছুটা ঝালিয়ে নিতে কার্পণ্য করেনি ওয়াশিংটন৷ বন্যার্তদের জন্য মার্কিন সহায়তার প্রশংসা করলেও হেলিকপ্টার হামলা এবং ড্রোন হামলার সমালোচনা করতে ছাড়েননি কুরেশি৷

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে অ্যামেরিকার উদ্দেশ্যে কুরেশি বলেন, ‘‘আমরা স্যাটেলাইট তথা লেজুড় নই, বরং আমরা সহযোগী৷ আমাদেরকে নিজেদের সীমানা রক্ষা করতে হবে এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি আপনাদের শ্রদ্ধা থাকা চাই৷'' অবশ্য একইসাথে কুরেশি সন্ত্রাস নির্মূলে অ্যামেরিকার সাথে একযোগে কাজ করার ক্ষেত্রে তাঁর দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন৷ তিনি বলেন, সকল সভ্যতার জন্য হুমকি স্বরূপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে অ্যামেরিকার সাথে কাজ করবে পাকিস্তান৷

এদিকে, পাকিস্তানের জন্য প্রতিরক্ষা সহায়তার বিষয়টিও গুরুত্বের সাথে স্থান পাবে কৌশলগত আলোচনায়, বললেন পাকিস্তান ও আফগানিস্তানের জন্য নিয়োজিত মার্কিন বিশেষ উপ-প্রতিনিধি ফ্রাঙ্ক রাজিরো৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানকে সামরিক রসদ এবং এই ধরণের আর কী কী সহায়তা করা যায় তা নির্ধারণে গত গ্রীষ্মে আমরা কাজ করেছি৷'' আসন্ন আলোচনার টেবিলে সেটিও গুরুত্বের সাথে স্থান পাবে৷ আর সেকারণেই এসময় পেন্টাগনের সাথে বৈঠকে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানিও উপস্থিত থাকছেন বলে খবর৷ অবশ্য পাক-মার্কিন সামরিক সহযোগিতা ভারত-মার্কিন সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা বিশ্লেষকদের৷ এই প্রসঙ্গে রাজিরো বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারের সাথে কৌশলগত আলোচনা এবং কৌশলগত সম্পর্কের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ৷ একইসাথে আমরা ভারত সরকারের সাথেও কৌশলগত আলোচনায় বসবো৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ