টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হারলো বাংলাদেশ৷ ব্যাটিংয়ে বড় সংগ্রহের পরও সহজ ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলার সুযোগ হারিয়েছে টাইগাররা৷
বিজ্ঞাপন
টসে হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ৷ সেটিকে ভালোই কাজে লাগিয়েছিলেন ব্যাটসম্যানরা৷ উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলার পর পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন লিটন৷ ১৬ বলে ১৬ রান করে লাহিরু কুমারার বলে ক্যাচ দেন তিনি৷ ওয়ান ডাউনে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিবও৷ সাত বলে ১০ রান তুলে চামিকা করুনারত্নের বলে বোল্ড হন তিনি৷ এরপরের সময়টা নাঈম-মুশফিকের৷ চতুর্থ উইকেটে দুজন অর্ধশত তুলে নেন ৩৮ বলে৷ ছয়টি চারে ৫২ বলে ৬২ রানের ইনিংস খেলে মোহাম্মদ নাঈম আউট হলেও রানের গতি ধরে রাখেন মুশফিক৷ মাঝে রান আউট হন আফিফ৷ বাংলাদেশের ইনিংস থামে চার উইকেটে ১৭১ রানে৷ পাঁচটি চার ও দুইটি ছয়ে ৩৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন মুশফিক৷
১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিংবান্ধব উইকেটে ইনিংসের শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা৷ প্রথম ওভারেই কুসাল পেরেরাকে ফেরান নাসুম আহমেদ৷ কিন্তু তাতে দমে যাননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা৷ আসালাঙ্কা ও নিসানকা একের পর এক বাউন্ডারিতে বাংলাদেশের বোলারদের বিপর্যস্ত করে তোলেন৷ নবম ওভারে তাদের ৪৫ বলে ৬৯ রানের জুটি ভাঙ্গেন সাকিব আল হাসান৷ ততক্ষণে শ্রীলঙ্কার স্কোর ৮.১ ওভারে ৭১৷ এক বল বিরতি দিয়ে নতুন ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দোকেও বোল্ড করেন সাকিব৷ পরের ওভারে হাসারাঙ্গাকে বিদায় করেন মোহাম্মদ সাইফ উদ্দিন৷ দ্রুত তিন উইকেট ফেলে শ্রীলঙ্কাকে চাপে ফেলে বাংলাদেশ৷
বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান
রোববার শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন৷ প্রথম পর্বের বাধা পেরোতে পারলে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে টাইগাররা৷ তার আগে চলুন টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিভিন্ন পরিসংখ্যান জেনে নিই৷
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
জয়, পরাজয়ের হিসাব
২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ৷ এখন পর্যন্ত ১১২টি ম্যাচ খেলে ৪১টিতে জিতেছে টাইগাররা৷ সবচেয়ে বেশি ১১টি জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে৷ এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি করে ম্যাচ জিতেছে টাইগাররা৷ ভারত ও পাকিস্তানের সঙ্গে যথাক্রমে ১১ ও ১২টি ম্যাচ খেলে দশটিতেই হেরেছে তারা৷
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
দলীয় সর্বোচ্চ রান
২০১৮ সালের মার্চে কলম্বোতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ২১৪ রান তুলেছিল স্বাগতিকরা৷ দুই বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে ফেলেছিল টাইগাররা৷ সেদিনে সংগ্রহ ২১৫ রানই টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ৷ মুশফিক ৩৫ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন৷ এছাড়া আরও দুবার দুশ রান পেরিয়েছে টাইগাররা৷ দুবারই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে৷
ছবি: ISHARA S. KODIKARA/AFP/Getty Images
দলীয় সর্বনিম্ন রান
২০১৬ সালের ২৬ মার্চ কলকাতায় টি-টোয়েন্ট বিশ্বকাপের এক ম্যাচে নিউজিল্যান্ডের ১৪৫ রানের জবাবে খেলতে নেমে ৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ৷ টাইগারদের পক্ষে শুভাগত হোম সর্বোচ্চ ১৬ রান করেছিলেন৷ তামিম তিন, সাকিব দুই, মাহমুদুল্লাহ পাঁচ রান করেছিলেন৷ রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন মুশফিক৷
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
সবচেয়ে বড় জয়
এখন পর্যন্ত রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে৷ ২০১২ সালের ১৮ জুলাই বেলফাস্টে আইরিশদের ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ৷ এর পরেই তালিকায় আছে গত ৯ আগস্ট ঢাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬০ রানের জয়৷ আর উইকেট বিচারে বাংলাদেশ সবচেয়ে বড় জয় আফগানিস্তানের বিরুদ্ধে৷ ২০১৪ সালে নয় উইকেটে আফগানদের হারিয়েছিল টাইগাররা৷ আফগানরা মাত্র ৭৩ রানের টার্গেট দিয়েছিল৷
ছবি: AFP/Getty Images
সবচেয়ে কম ব্যবধানে জয়
রানের বিচারে এই জয়টিও এসেছিল ২০১২ সালের ২০ জুলাই বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ ১৪৭ রানের টার্গেট দিয়ে মাত্র এক রানে জিতেছিল টাইগাররা৷ এর পরদিন আইরিশদের দুই উইকেটে হারিয়েছিল বাংলাদেশ৷ উইকেটের বিচারে সেটা টাইগারদের সবচেয়ে কম ব্যবধানে জয়৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহ
৯৪ ইনিংসে এক হাজার ৭৭১ রান করে এই তালিকায় সবার উপরে আছেন মাহমুদুল্লাহ৷ তার চেয়ে সাত ইনিংস কম খেলা সাকিবের সংগ্রহ মাহমুদুল্লাহর চেয়ে মাত্র আট রান কম (১,৭৬৩)৷ এরপর আছেন তামিম (১,৭০১), মুশফিক (১,৩২১) ও সৌম্য সরকার (১,১০৯)৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images
একমাত্র শতক তামিমের
২০১৬ সালে ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রান করেছিলেন তামিম৷ সেটিই এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র শতক৷ দ্বিতীয় সর্বোচ্চ রানটিও এসেছে তামিমের ব্যাট থেকে৷ ২০১২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রান করেছিলেন তিনি৷
ছবি: Randy Brooks/AFP/Getty Images
সর্বোচ্চ অর্ধশতক
এখন পর্যন্ত সাকিব ৯ বার অর্ধশতকের বেশি রান করেছেন৷ তার সর্বোচ্চ রান ৮৪৷ এছাড়া তামিম আটবার এবং সৌম্য সরকার, মুশফিক ও মাহমুদুল্লাহ পাঁচবার করে অর্ধশতক করেছেন৷
ছবি: Munir Uz Zaman/AFP
সবচেয়ে বেশি উইকেট
সাকিবের সংগ্রহ ১০৬ উইকেট৷ ৩২৫.৩ ওভার বল করে এই উইকেট পান তিনি৷ এরপর আছেন মুস্তাফিজুর রহমান৷ ১৮৯.৩ ওভারে তিনি ৭৬টি উইকেট পেয়েছেন৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
9 ছবি1 | 9
এসময় স্পিন দিয়েই শ্রীলঙ্কাকে বেঁধে ফেলার চেষ্টা করছিলেন মাহমুদউল্লাহ৷ বাংলাদেশের জন্য যখন উইকেট জরুরি হয়ে পড়েছে সেই সময় আফিফ হোসেনের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে বল তুলে দেন রাজাপাকসা৷ সেই ক্যাচ মিসই শুধু নয় উল্টো তাকে বাউন্ডারি উপহার দেন লিটন৷ ১২.৩ ওভারেই শতরান তুলে নেয় শ্রীলঙ্কা৷ একপ্রান্তে ঠান্ডা মাথায় খেলে ৩২ বলে অর্ধশত তুলে নেন চারিথ আসালাঙ্কা৷ তাকে আউট করে বাংলাদেশের ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ আসে ১৪.৫ ওভারে মুস্তাফিজের বলে৷ এবারও তার সহজ ক্যাচ ছাড়েন লিটন৷ আলাসাঙ্কার রান তখন ৬৩৷ এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮০ রানে৷ ১৪ রানে জীবন পাওয়া আরেক ব্যাটসম্যান রাজাপাকসা ৩১ বলে তুলে নেন ৫৩ রান৷ ১৮.২ ওভারে তাকে আউট করেন নাসুম৷ ততক্ষণে ম্যাচ শ্রীলঙ্কার অনেকটাই হাতের মুঠোয়৷ এরপর তেমন নাটকীয়তা ছাড়াই সাত বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা৷
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে কাদের উপর বাড়তি নজর রাখতে হবে, এমন পাঁচজন বোলার ও পাঁচজন ব্যাটসম্যানের তালিকা করেছে বার্তা সংস্থা রয়টার্স৷ ছবিঘরে চিনে নিন তাদের৷
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
বোলার: তাবরাইজ শামসি, দক্ষিণ আফ্রিকা
চলতি বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ খেলে তার চেয়ে বেশি উইকেট পাননি কেউ৷ ২৮ উইকেট নিয়ে এই মুহূর্তে তিনি রয়েছেন আইসিসি ব়্যাংকিংয়ে সবার শীর্ষে৷ তারপরও দক্ষিণ আফ্রিকা দলে ৩১ বছর বয়সি এই স্পিনারকে জায়গা করে নিতে অভিজ্ঞ ইমরান তাহিরের সঙ্গে লড়তে হবে৷
ছবি: Robbie Stephenson/imago images/Shutterstock
বোলার: যশপ্রীত বুমরা, ভারত
আইসিসি ব়্যাংকিংয়ে শীর্ষ দশে না থাকলেও ভারতের যশপ্রীত বুমরা ব্যাটসম্যানদের জন্য বরাবরই কঠিন বোলার৷ বিশেষ করে ডেথ ওভারে উইকেট নেয়ার ক্ষেত্রে তার সামর্থ্য অতুলনীয়৷ সবশেষ আইপিএল মুম্বাই ইন্ডিয়ানস ভুলে যেতে চাইলেও বুমরা ঠিকই তাদের জার্সিতে ২১ উইকেট তুলে নিয়েছেন৷ এর মধ্যে ১৫ উইকেটই নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে আসরের দ্বিতীয় পর্বে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
বোলার: রশিদ খান, আফগানিস্তান
আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন রশিদ খান টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে-কোনো দলের কাছেই কাঙ্খিত একটি নাম৷ সদ্যসমাপ্ত আইপিএলে ১৮ উইকেট নিয়েছেন৷ আইসিসির ব়্যাংকিংয়ে অবস্থান তিন৷
ছবি: Clive Mason/Getty Images
বোলার: আদিল রশিদ, ইংল্যান্ড
লেগ ব্রেকস, গুগলিতে সমৃদ্ধ তার ঝুলি৷ ইংল্যান্ডের অধিনায়ক মর্গান কখনও পাওয়ার প্লে, কখনওবা বোলিং আক্রমণের সূচনা করান তাকে দিয়ে৷ সংযুক্ত আরব আমিরাতের ধীরগতির উইকেটে ইংলিশ দলের এই প্রধান স্পিনার হয়ে উঠতে পারেন আরো ভয়ংকর৷ আইসিসি ব়্যাংকিংয়ে তিনি আছেন চতুর্থ অবস্থানে৷
ছবি: Getty Images/A. Davidson
বোলার: মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ
টি-টোয়েন্টির বোলারদের তালিকা হবে আর তাতে মুস্তাফিজুর রহমান থাকবেন না তা কী করে হয়! ডেথ ওভারে তার মতো কার্যকরি বোলারের জুড়ি মেলা ভার৷ দুর্বোধ্য কাটারে যে-কোনো দলের কাছে মুস্তাফিজ আতঙ্কের নাম৷
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
ব্যাটসম্যান: ডেভিড মালান, ইংল্যান্ড
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকেই ৭৮ রানের ইনিংস খেলে তাক লাগান তিনি৷ গত মার্চে হাজার রানের মাইফলক স্পর্শ করেছেন তিনি, এখন অবধি সবচেয়ে কম ২৪ ইনিংস খেলে৷ বামহাতি এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ে আছেন সবার শীর্ষে৷
ছবি: Adam Davy/empics/picture alliance
ব্যাটসম্যান: বাবর আজম, পাকিস্তান
৬১টি টি-টোয়েন্টিতে দুই হাজার ২০০ রান, একটি শতক, ২০টি অর্ধশতক, ১৩০.৬৪ স্ট্রাইক রেট৷ এই পরিসংখ্যানগুলোই বলে দেয় কতটা ভয়ংকর ব্যাটসম্যান বাবর আজম৷ ২৭ বছর বয়সি এই মারকুটে ব্যাটসম্যানের কাঁধে থাকছে পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার দায়িত্বও৷
ছবি: Getty Images/M. Hewitt
ব্যাটসম্যান: রোহিত শর্মা, ভারত
ম্যাচের পরিস্থিতি যত কঠিনই থাক না কেন, রোহিত শর্মা তার মোড় অনায়াসেই ঘুরিয়ে দিতে পারেন কব্জির জোরে৷ এই টুর্নামেন্ট শেষে নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি৷ সে জায়গা নিতে রোহিত শর্মা নিজেকে মেলে ধরতে চাইবেন এবার বিশেষভাবে৷ ১১১ ম্যাচে ২,৮৬৪ রান নিয়ে টি-টোয়েন্টিতে তিনি বর্তমানে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক৷
ছবি: Getty Images/A. Davidson
ব্যাটসম্যান: ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ
বয়স ৪২৷ তাতে কী! খেলা যখন টি-টোয়েন্টি তখন ক্রিস গেইলই সেরা বিনোদন৷ যে-কোনো বোলারের জন্যই তিনি দুঃস্বপ্নের কারণ হয়ে উঠতে পারেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এবারই শেষবারের মতো দেখা যাবে এই বিস্ফোরক ব্যাটসম্যানকে? সেটি হয়ত সময়ই বলে দিবে৷
ছবি: Reuters/Action Images/L. Smith
ব্যাটসম্যান: গ্ল্যান ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া
সদ্য সমাপ্ত আইপিএল দারুণ কাটিয়েছেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৫১৩ রান তুলেছেন ১৫ ম্যাচে চোখ ধাঁধানো ১৪৪ স্ট্রাইক রেটে৷ ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথের ফর্ম ঘাটতিতে তার এই পারফরম্যান্স অস্ট্রেলিয়ার জন্য বড় স্বস্তির৷