1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ক্যাচ মিস হতেই পারে’

আরাফাতুল ইসলাম বার্মিংহাম
৩ জুলাই ২০১৯

ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের কারণ রোহিত শর্মার ক্যাচ ফেলা- তা একেবারেই মানতে নারাজ জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন৷ বার্মিংহামে দেয়া সাক্ষাৎকারে দলের হারের অন্য কারণ জানালেন তিনি৷

Cricket Spieler Bangladesch:  Mohammad Saifuddin
ছবি: picture-alliance/A. Salahuddin

বার্মিংহামে ভারতের বিপক্ষে হারার পর বুধবার হোটেল ছাড়ার সময় ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বোলাররা আরো কিছু রান কম দিলে হয়ত জিততে পারতো তাঁর দল৷ তিনি মনে করেন, ভারতকে যদি আরো বিশ রান কম করতে দেয়া যেতো তাহলে জয়ের সম্ভাবনা ছিল৷ 

চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন৷ বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার বিশ্বকাপের ম্যাচে ভারতের বিপক্ষে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি৷ তবে তিনি সঙ্গে আর কাউকে না পাওয়ায় দু’ ওভার বাকি থাকতেই ২৮৬ রানে অলআউট হয়ে দল৷

এই হারের পেছনে ভারতীয় ওপেনার রোহিত শর্মার ক্যাচ ড্রপ করাকে বড় কারণ হিসেবে দেখছেন না সাইফুদ্দিন৷ ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তামিম ইকবাল দলের অন্যতম সেরা ফিল্ডার এবং ক্যাচ মিস খেলারই অংশ এবং এটা যে-কেউ করতে পারে৷ 

‘তামিম ইকবাল দলের অন্যতম সেরা ফিল্ডার’

03:58

This browser does not support the video element.

ভারতের বিপক্ষে খেলার সময় বাংলাদেশি খেলোয়াড়রা মানসিকভাবে দুর্বল হয়ে যায় বলে যে সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সেসম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, তাঁর দলের খেলোয়াড়দের এরকম কোনো কিছু ঘটে না৷ এরকম হলে দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হতো না বলেও মন্তব্য এই তরুণ ক্রিকেটারের৷

প্রসঙ্গত, মোহাম্মদ সাইফুদ্দিন ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেননি৷ কিন্তু একটি সংবাদপত্র তিনি ‘ইচ্ছা করে সেই ম্যাচ খেলেননি’ বলে যে প্রতিবেদন করেছে তার সমালোচনা করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন৷ বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য পেসার ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সবকিছু নিশ্চিত হয়ে নেয়ার অনুরোধ করেছেন৷

মোহাম্মদ সাইফুদ্দিন জানিয়েছেন, লর্ডসে পাঁচ জুলাই পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করে দেশে ফিরতে চায় তাঁর দল৷ ভারতের বিপক্ষে মঙ্গলবার হারলেও লর্ডসে জয়ের ব্যাপারে আশাবাদী টাইগাররা৷

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ