1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানভাস আর অ্যাক্রিলিককে বিয়ে?

২০ জুলাই ২০১৮

ছবি আঁকা তাঁর নেশা৷ এমনই নেশা যে, স্টুডিওতেই পরে থাকেন দিন-রাত ২৪ ঘণ্টা৷ বলছিলাম জার্মান শিল্পী কার্স্টেনের কথা৷ বিশ্বখ্যাত অনেক তারকা তাঁর কাজের সঙ্গে পরিচিত৷

DW euromaxx Mal Karsten
ছবি: Jasmina Sun Photography

কার্স্টেন ব্রাইডেনব্রোখ ওরফে মাল-কার্স্টেন ছবি আঁকা, খাওয়া, ঘুমানো – এ সব ছাড়া অন্য কাজ খুব কমই করেন৷ বছরে ৩০০-র বেশি ছবি আঁকেন তিনি৷ বড়দিনের সময় তিনদিন ছুটি ছাড়া অন্য সময় রাত-দিন ২৪ ঘণ্টা ড্যুসেলডর্ফে তাঁর স্টুডিওতেই থাকেন কার্স্টেন৷ কার্স্টেন বলেন, ‘‘যখন ছবি আঁকার মধ্যে থাকি, তখন আমি বলতে পারি না যে, ‘ও, পাঁচটা বেজে গেছে, এখন আমাকে কাজ বন্ধ রাখতে হবে'৷ তখন ছবি হয়ত বলবে, ‘দেখ, বন্ধু, আঁকতে থাক'!''

কার্স্টেনের সঙ্গী আছেন, আছে এক সন্তানও৷ কিন্তু তিনি আসলে তাঁর ক্যানভাস আর অ্যাক্রিলিককে বিয়ে করেছেন৷

তিনি কি কখনও আঁকার সময় ঘুমিয়ে পড়েন? কার্স্টেন বলেন, ‘‘হ্যাঁ, তবে কাউকে বলবেন না৷ কয়েকবার আঁকতে গিয়ে আমার মাথা ছবির উপর পড়ে গিয়েছিল৷ যেহেতু আমি সাধারণত অ্যাক্রিলিক ব্যবহার করি, তাই তখন, চুল ধোয়ার জন্য গোসলখানায় যেতে হয়৷ তবে ছবির কোনো ক্ষতি হয়না৷''

নিজের উৎসাহ কিংবা কারও চাহিদা থেকে কার্স্টেন ছবি আঁকার প্রেরণা পান৷ আগ্রহীরা তাঁকে তাঁদের পছন্দের বিষয় বলতে পারে এবং কীভাবে সেটা করা হবে, তাও বলতে পারে৷ দাম আলোচনা করে ঠিক হয়৷ ‘‘প্রদর্শনীর সময় কোনো ছবির সামনে যদি কেউ একজন তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকে, এবং সেটা পেতে খুব আগ্রহ দেখায়, কিন্তু সামর্থ্য নেই; – আর কেউ যদি পর্শে গাড়ির চাবি হাতে এসে বলে, ‘ওকে, আপনি এই ছবিটা আমার গাড়িতে তুলে দিতে পারেন, এটা এখন আমার' - তাহলে আমি হয়ত তাঁকে বলতে পারি, ‘হয়ত পরেরবার'৷ এরপর, যাঁর ছবিটা সত্যি ভাল লেগেছে, কিন্তু কেনার সামর্থ্য নেই, তাঁকে দিয়ে দিতে পারি –  সঙ্গে এক প্যাকেট সিগারেটও,'' বলেন কার্স্টেন৷

মাঝেমধ্যে কার্স্টেন তাঁর স্টুডিও ছেড়ে ভবন পেইন্টের কাজ করেন৷

কাপড়ে করা তাঁর কাজও দেখতে ভালো লাগে – লস অ্যাঞ্জেলসে যে তারকাদের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে, তাঁরা এমনটা জানিয়েছেন৷

সিলভেস্টার স্ট্যালোন মাল-কার্স্টেনের ছবি আঁকা ব্লেজার পরেছেন৷ মার্কিন গায়িকা শেরও কার্স্টেনের একজন ক্রেতা৷ 

তারকাদের সঙ্গে যুক্ত হতে কার্স্টেন সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন৷ তিনি বলেন, উইল স্মিথ আর জার্মেইন জ্যাকসন আমার কাজের সঙ্গে পরিচিত হয়েছেন৷ মনে হয়েছে যেন, আমি বিশ্বের একমাত্র পেইন্টার....তবে সপ্তাহান্তে সেখানে উড়ে যাওয়াটা দারুণ ছিল৷''

নোরা শুস্টার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ