1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানসার, মারণব্যাধি, টিকা আবিষ্কার, হতাশার খবর

৭ সেপ্টেম্বর ২০১৩

মারণব্যাধি ক্যানসার৷ একসময় বলা হতো, ‘যার হয় যক্ষ্মা, তার নেই রক্ষা’৷ এখন সবাই জানেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি যক্ষ্মাসহ অনেক ভয়ঙ্কর রোগকেই নিরাময়যোগ্য করলেও ক্যানসারের সঙ্গে পারছেনা৷ গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনও পারল না৷

Bildbeschreibung: Orange: Stammzelle des blutbildenden Systems der Maus in ihrer Stammzellnische im Knochenmark. Rechte: Das Bilde habe ich von der Pressestelle des Deutschen Krebsforschungszentrums (DKFZ ) zur Veröffentlichung auf dw.de erhalten. Zulieferer: Fabian Schmidt
ছবি: DKFZ

ব্রিটেনের সবচেয়ে বড় ওষুধ কোম্পানি গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন৷ দীর্ঘদিন ধরে চর্ম ও ফুসফুস ক্যানসারের টিকা আবিষ্কারের চেষ্টা করে আসছে৷ বড় বাজেটের এই প্রয়াস ব্যর্থ হবার আশঙ্কা দেখা দিয়েছে৷ ক্যানসার হলে বিশেষ করে টিউমারে এমএজিই-এথ্রি জিনের সংখ্যা দ্রুত বাড়তে থাকে৷ এই জিন নিয়ে গবেষণা পরিচালনা করে ক্যানসারের নতুন একটি টিকা আবিষ্কারে বড় সাফল্য না পাওয়ার ব্যর্থতার খবর গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন কোম্পানির পক্ষ থেকেই জানানো হয়েছে৷

গবেষণা অবশ্য এখনো শেষ হয়নি৷ পরীক্ষামূলক গবেষণার তৃতীয় ধাপে এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাফল্য না পাওয়াতেই ব্রিটেনের ওষুধ কোম্পানিটি কিছুটা চিন্তিত৷ এ ওষুধ বাজারে এলে লক্ষ লক্ষ পাউন্ড লাভ হবে বলে আশা করছিল তারা৷ ক্রেতাদের মধ্যে চালানো জরিপের ফল এতদিন সে আশা শুধু বাড়িয়েছে৷ তবে টিকা আবিষ্কারে প্রত্যাশিত সাফল্যের ইঙ্গিত না পাওয়ায় ক্রেতাদের মাঝেও নেমে এসেছে হতাশা৷ এ অবস্থায় ২০১৮ সালে ১৪৯ মিলিয়ন পাউন্ডের বেশি আয় করা প্রায় অসম্ভব মনে করা হচ্ছে৷ গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন ওই সময়ে দ্বিগুণেরও বেশি আয়ের লক্ষ্য স্থির করেছিল৷

ক্যানসারের টিকা আবিষ্কারে ব্যর্থতা নতুন কিছু নয়৷ গত ডিসেম্বরে জার্মানির ওষুধ কোম্পানি ম্যার্কও ফুসফুসের ক্যানসারের অন্য ধরনের একটি টিকা আবিষ্কারে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ব্যর্থ হয়৷ গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন অবশ্য এখনো আশা ছাড়েনি৷ কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এমএজিই-এথ্রি নিয়ে তৃতীয় ধাপের গবেষণা চালিয়ে যাবে তারা৷

এসিবি/এসবি (রয়টার্স)

ক্যানসারের টিকা আবিষ্কারে সাফল্য না পাওয়ার ব্যর্থতার খবর গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন কোম্পানির পক্ষ থেকেই জানানো হয়েছেছবি: picture-alliance/dpa
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ