ক্যানসার, মারণব্যাধি, টিকা আবিষ্কার, হতাশার খবর
৭ সেপ্টেম্বর ২০১৩ ব্রিটেনের সবচেয়ে বড় ওষুধ কোম্পানি গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন৷ দীর্ঘদিন ধরে চর্ম ও ফুসফুস ক্যানসারের টিকা আবিষ্কারের চেষ্টা করে আসছে৷ বড় বাজেটের এই প্রয়াস ব্যর্থ হবার আশঙ্কা দেখা দিয়েছে৷ ক্যানসার হলে বিশেষ করে টিউমারে এমএজিই-এথ্রি জিনের সংখ্যা দ্রুত বাড়তে থাকে৷ এই জিন নিয়ে গবেষণা পরিচালনা করে ক্যানসারের নতুন একটি টিকা আবিষ্কারে বড় সাফল্য না পাওয়ার ব্যর্থতার খবর গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন কোম্পানির পক্ষ থেকেই জানানো হয়েছে৷
গবেষণা অবশ্য এখনো শেষ হয়নি৷ পরীক্ষামূলক গবেষণার তৃতীয় ধাপে এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাফল্য না পাওয়াতেই ব্রিটেনের ওষুধ কোম্পানিটি কিছুটা চিন্তিত৷ এ ওষুধ বাজারে এলে লক্ষ লক্ষ পাউন্ড লাভ হবে বলে আশা করছিল তারা৷ ক্রেতাদের মধ্যে চালানো জরিপের ফল এতদিন সে আশা শুধু বাড়িয়েছে৷ তবে টিকা আবিষ্কারে প্রত্যাশিত সাফল্যের ইঙ্গিত না পাওয়ায় ক্রেতাদের মাঝেও নেমে এসেছে হতাশা৷ এ অবস্থায় ২০১৮ সালে ১৪৯ মিলিয়ন পাউন্ডের বেশি আয় করা প্রায় অসম্ভব মনে করা হচ্ছে৷ গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন ওই সময়ে দ্বিগুণেরও বেশি আয়ের লক্ষ্য স্থির করেছিল৷
ক্যানসারের টিকা আবিষ্কারে ব্যর্থতা নতুন কিছু নয়৷ গত ডিসেম্বরে জার্মানির ওষুধ কোম্পানি ম্যার্কও ফুসফুসের ক্যানসারের অন্য ধরনের একটি টিকা আবিষ্কারে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ব্যর্থ হয়৷ গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন অবশ্য এখনো আশা ছাড়েনি৷ কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এমএজিই-এথ্রি নিয়ে তৃতীয় ধাপের গবেষণা চালিয়ে যাবে তারা৷
এসিবি/এসবি (রয়টার্স)