1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানসারের নতুন চিকিত্সা - প্রোটন পদ্ধতি

১৫ আগস্ট ২০১১

জার্মানিতে প্রতি বছর চার লক্ষের মত মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন৷ অনুমান করা হয়, আগামী ১০ বছরে অন্যান্য অসুখের তুলনায় ক্যানসারে মৃত্যুর হার সবচেয়ে বেশি হবে৷ এজন্য গবেষকরা এই রোগটিকে আয়ত্তে আনার জন্য উঠেপড়ে লেগেছেন৷

ক্যানসারের চিকিত্সার আরও উন্নতির চেষ্টা চলছেছবি: Picture-Alliance /dpa

পাঁচ বছর আগে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে রোগটি আর কিছুতেই ছাড়ছেনা ষাটোর্ধ গিজেলাকে৷ মাথায় হাতে বোনা সাদা টুপি, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গোলাকার লাল চশমা৷ রোগটাকে প্রশ্রয় দিতে চাননা তিনি৷

গিজেলা জানান, ‘‘দ্বিতীয়বার টিউমারটি ছড়িয়ে পড়লে একে এক অপ্রিয় আত্মীয় বলে মনে হয়েছে আমার, যে আমার সঙ্গে জড়িয়ে রয়েছে, আমার ভেতরে বাস করছে৷ ভাল খাবার পাচ্ছে, সন্ধ্যায় একটুখানি ওয়াইনও৷ তবে বাড়াবাড়ি করলে লড়াইও চালিয়ে যেতে হচ্ছে এর বিরুদ্ধে৷ ডাক্তারের কাছে গিয়ে ঠাণ্ডা করতে হচ্ছে এটাকে৷''

প্রোটন পদ্ধতি নিখুঁতভাবে টিউমারের বিরুদ্ধে লড়াই করে

সাধারণত ক্যানসারকে দমন করার একমাত্র হাতিয়ার বলে পরিচিত কেমোথেরাপি এবং অপারেশন৷ তবে মিউনিখ ও হাইডেলব্যার্গের চিকিত্সকরা নতুন এক পদ্ধতি বের করেছেন, যাতে টিউমারকে সরাসরি কাবু করা যায়৷ পরমাণুর কণিকা প্রোটন হল তাঁদের এই মোক্ষম অস্ত্র৷ চিকিত্সা করা হয় ৯ মিটার ব্যাসের ও ১৫০ টন ওজনের, ম্যাগনেটযুক্ত গোলাকৃতি একটি কক্ষে, যার নাম জেন্ট্রি৷ এর মধ্যে রোগীর বেডটি থাকে৷ ওপরে ঘুরতে থাকে এক মিটার দীর্ঘ চোঙ্গার মত এক যন্ত্র৷

হাইডেলব্যার্গের চিকিত্সকরা নতুন এক পদ্ধতি বের করেছেনছবি: HIT

মিউনিখের প্রোটন সেন্টারের পদার্থ বিজ্ঞানী গ্যার্ড ডাসমান জানান, ‘‘এই যন্ত্রটি থেকে প্রোটনযুক্ত রশ্মির ছটা রোগীর শরীরে প্রবেশ করে৷ এটি চারিদিকে ঘুরতে পারে, তাই যে কোনো দিক থেকে রোগীর ওপর রশ্মি ফেলা যায়৷ যা দেখা ও শোনা যায়না, কোনো গন্ধও নেই৷''

প্রোটন রশ্মি রোগীর শরীরে সরাসরি টিউমারে প্রবেশ করে এগুলিকে ধ্বংস করতে পারে৷ গতানুগতিক রশ্মি যেমন রঞ্জন রশ্মি বা এক্সরের তুলনায় প্রোটন রশ্মি অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে পারে৷ আর এটাই হল এর ইতিবাচক দিক৷ মিউনিখের প্রোটন কেন্দ্রের প্রতিষ্ঠাতা হান্স রিনেকার এ প্রসঙ্গে বলেন, ‘‘প্রচলিত পদ্ধতিতে টিউমারের চেয়ে শরীরের সুস্থ কোষগুলিই বেশি রশ্মি পায়৷ এমনকি টিউমারের পেছনেও প্রবেশ করে ছটা৷ প্রোটন পদ্ধতিতে রশ্মিকে নিয়ন্ত্রণ করা যায়৷ যন্ত্রের গতি কমিয়ে প্রোটন কণাগুলিকে বেশি গভীরে ঢুকতে দেওয়া হয়না৷''

এই পদ্ধতি অনেক রোগীর জীবন রক্ষা করতে পারে

প্রোটন পদ্ধতির চিকিত্সা গিজেলার জীবন রক্ষা করেছে৷ কেননা শরীরের আশেপাশের কোষ নষ্ট হয়নি এতে৷ এর আগে পাঁচটি অপারেশন ও একটি কেমোথেরাপির ধাক্কা তাঁকে সামলাতে হয়েছে৷ কিছুদিন ভাল থাকার পর চিকিত্সকরা জানান, টিউমার আবার ছড়িয়ে পড়েছে৷ এ প্রসঙ্গে গিজেলা বলেন, ‘‘এই প্রথম ওপরের দিকে নয়, আমার যকৃতের ভেতরে মেটাসটেসিস দেখা দেয়৷ এগুলোর অবস্থান এমন যে, তা অপারেশন করা সম্ভব নয়৷ এছাড়া আমার লসিকা গ্রন্থিও আক্রান্ত হয়েছিল৷''

টিউমারের আশেপাশে উত্তাপ বাড়িয়ে চিকিৎসার চেষ্টা চলছেছবি: Rhombos Verlag

প্রোটন রশ্মির চিকিত্সা গিজেলার মত অনেক রোগীর শেষ আশা৷ বছরে ১০ থেকে ১৫ হাজার রোগী এই চিকিত্সায় লাভবান হতে পারেন৷ জানান হাইডেলব্যার্গের আইয়োনরশ্মি থেরাপিকেন্দ্রের বিজ্ঞান প্রকৌশল বিভাগের পরিচালক টমাস হাবেরার৷ তাঁর ভাষায়, ‘‘আশেপাশে সংবেদনশীন কোষ থাকলে প্রোটন পদ্ধতির চিকিত্সা খুবই জরুরি৷ যেমন ব্রেইন স্টেমের কাছাকাছি থাকে অপটিক নার্ভ৷ প্রস্টেট ক্যানসারের চিকিত্সা করার ব্যাপারেও বিশেষ সতর্ক থাকতে হয়৷ অন্ত্র ও মূত্রাশয়কে নিখুঁতভাবে আলাদা করা সহজ নয়৷ তাই লক্ষ্য রাখতে হয়, কীভাবে টিউমারের ওপর সরাসরি রশ্মি ফেলে সুস্থ কোষগুলিকে নিরাপদে রাখা যায়৷''

সঠিক ফলাফলের জন্য আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে

গবেষকরা ইতোমধ্যেই প্রোটন পদ্ধতির ইতিবাচক দিকটা প্রমাণ করেছেন৷ দীর্ঘমেয়াদি ফলাফল পেতে আরো পাঁচ থেকে সাত বছর পর্যন্ত লাগতে পারে৷ ক্যানসারের রোগী গিজেলাকে আপাতত এই পদ্ধতিই সাহায্য করেছে৷ তাঁর ভাষায়, ‘‘পাঁচ বছর ধরে ডাক্তাররা বলে আসছেন এটা একটা ক্রনিক অসুখ৷ কিন্তু আমি তো ভাল ফলই দেখতে পাচ্ছি৷ যকৃতের মেটাসটেসিস দূর হয়েছে, যা কেমোথেরাপির মাধ্যমে সম্ভব হত না৷ এজন্য আমাকে হয়তো অনবরত পার্শ্ব প্রতিক্রিয়াসহ কেমোথেরাপি নিতে হত, নয়তো মারাই যেতে হত৷''

তবে প্রোটন পদ্ধতির এক বিশেষ সমস্যা হল এর চড়া মূল্য৷ এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে খরচ পড়ে ১০ থেকে ২০ কোটি ইউরো৷ জার্মানিতে যে সব রোগীর এ ধরনের চিকিত্সার প্রয়োজন, তাদের জন্য ছয় থেকে আটটি মেশিনের দরকার৷

প্রতিবেদন: রায়হানা বেগম
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ