1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যু কমাচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি!

১০ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বের অনেক দেশেই ডিম্বাশয়ের ক্যানসারে মেয়েদের মৃত্যুর হার কমেছে৷ বিজ্ঞান বিষয়ক সুবিখ্যাত এক জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ঘাতক ব্যাধি ক্যানসারে মেয়েদের এমন মৃত্যু কমার মূল কারণ গর্ভনিরোধক বড়ি৷

গর্ভনিরোধক বড়ির ব্যবহার করছে এক দম্পতি
ছবি: picture alliance / CTK

বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘অ্যানালস অফ অংকোলজি'-র সর্বশেষ সংস্করণের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে৷ অক্সফোর্ড পাবলিশার্স থেকে প্রকাশিত জার্নালটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত খুব উল্লেখযোগ্য হারে ডিম্বাশয়ের ক্যানসারজনিত কারণে মৃত্যুর হার কমেছে৷

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এমন মৃত্যু কমেছে শতকরা ১৬ ভাগ৷ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে শুধু সাইপ্রাস থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি৷ তবে এই একটি দেশ ছাড়া ইইউভুক্ত বাকি সব দেশে ওই ৯ বছরে ডিম্বাশয়ের ক্যানসারে নারীদের মৃত্যু গড়ে শতকরা ১০ ভাগ কমেছে৷ ইউরোপে ডিম্বাশয়ের ক্যানসারে মৃত্যু সবচেয়ে কম (দশমিক ৬ শতাংশ) কমেছে হাঙ্গেরিতে আর সবচেয়ে বেশি শতকরা ২৮ শতাংশ কমেছে এস্তোনিয়া এবং বুলগেরিয়ায়৷ প্রতিবেদন অনুযায়ী, ক্যানাডাতে নারীদের এমন মৃত্যু কমেছে ৮ শতাংশ৷

এছাড়া ২০০২ সাল থেকে ২০১১ সালের মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ডিম্বাশয়ের ক্যানসারে মৃত্যু কমেছে শতকরা ১২ ভাগ৷ এশিয়া আর দক্ষিণ অ্যামেরিকার বেশির ভাগ দেশেই মেয়েদের ক্যানসারের শিকার হওয়ার হার কমেছে৷ দক্ষিণ অ্যামেরিকার দেশগুলোর মধ্যে বিশেষ করে আর্জেন্টিনা, চিলি আর উরুগুয়েতে এমন মৃত্যু যথেষ্ট কমেছে৷ এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানে ডিম্বাশয়ের ক্যানসারে মৃত্যুর হার বরাবরই কম৷ এখন এই হার আরো শতকরা ২ ভাগ কমেছে৷

তবে কয়েকটি দেশে অবস্থার অবনতিও হচ্ছে৷ ব্রাজিল, কলম্বিয়া, কিউবা, মেক্সিকো এবং ভেনেজুয়েলায় ডিম্বাশয়ের ক্যানসারে মেয়েদের মৃত্যু বেড়েছে বলে জানিয়েছে ‘অ্যানাল্স অফ অংকোলজি'৷

এসিবি/ডিজি (এএফপি)

জন্মনিয়ন্ত্রণ বড়ি কমাচ্ছে মৃত্য – এ বিষয়ে আপনার কিছু বলার আছে? লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ