আধুনিক চিকিৎসা পদ্ধতির বিকাশ ক্যানসারের মোকাবিলায় অনেকদূর এগিয়েছে৷ এবার শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতাকেই চিকিৎসার হাতিয়ার হিসেবে প্রস্তুত করার পথে এগোচ্ছেন জার্মান বিজ্ঞানীরা৷
বিজ্ঞাপন
জলিদ সেহুলি বার্লিনের ‘শারিটে' হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক৷ সেহুলি বলেন, ‘‘যে কোনো ডাক্তারের দৈনন্দিন জীবনে অন্যতম কঠিন কাজ হলো রোগীকে ক্যানসারের খবর দেওয়া এবং তার অসহায় প্রতিক্রিয়া দেখা৷ তারপর তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে, আশ্বাস দিয়ে পথ দেখাতে হয়৷''
এই পথের প্রথম পদক্ষেপ হলো অপারেশন৷ ডাক্তাররা টিউমার টিস্যু যতটা সম্ভব বিচ্ছিন্ন করার চেষ্টা করেন৷ এরপর কেমোথেরাপির মাধ্যমে ক্যানসারের বাকি কোষ নষ্ট করতে হয়৷ কিন্তু তার ফলে সুস্থ কোষেরও ক্ষতি হয়৷ অপারেশন ও কেমোথেরাপির মাধ্যমে নিরাময় সম্ভব নয়, শরীরের প্রতিরোধ ক্ষমতাকেই সেই কাজ করতে হয়৷ সেহুলি বলেন, ‘‘আমরা জানি, অপারেশন ও কেমোথেরাপি কার্যকর হয়, কিন্তু তার প্রভাব হয় সাময়িক৷ টিউমারটিকে নিয়ন্ত্রণে রাখতে, তার আবার বেড়ে ওঠা বন্ধ করতে তার আশেপাশে প্রতিরোধ প্রক্রিয়ার প্রয়োজন হয়৷''
তাই অপারেশনের ঠিক পরেই ল্যাবে টিউমার টিস্যু পরীক্ষা করা হয়৷ গবেষকরা এর মধ্যে জানতে পেরেছেন, যে মানুষের ইমিউন সিস্টেম-ই টিউমার মোকাবিলা করতে পারে৷ কিন্তু সবার আগে টিউমার-কে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে৷ ক্যানসারের মোকাবিলায় নতুন ইমিউন থেরাপির মূলমন্ত্র হলো এটি৷ একটি উপায় হলো ইনফিউশনের মাধ্যমে অ্যান্টিবডি-কে জাগিয়ে তোলা৷ অ্যান্টিবডি টিউমার কোষে ‘ডকিং' করে দুটি প্রতিরোধী কোষকে কাছে টেনে নেয়৷
ক্যানসারের দশ লক্ষণ
ক্যানসারের কিছু লক্ষণ আছে, যা মানুষ নিজের অজান্তেই এড়িয়ে যায়৷ অথচ রোগবালাই শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয়৷ তাই আজ জানাবো ক্যানসারের দশটি লক্ষণের কথা, যেগুলো সহজেই শনাক্ত করা সম্ভব৷
ছবি: Fotolia/ Alexander Raths
ঘনঘন কাশি
মাঝে মাঝে কাশি হলে উদ্বেগের কোনো কারণ নেই৷ কিন্তু ঘনঘন কাশি কিংবা কফের সঙ্গে রক্ত বের হলে, উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার বৈকি! বেশিরভাগ কাশি বিপদের না হলেও কিছুক্ষেত্রে তা ফুসফুসে ক্যানসারের লক্ষণ হতে পারে৷ তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত৷
ছবি: Fotolia/Brenda Carson
অন্ত্রের অভ্যাসে ঘনঘন পরিবর্তন
আপনার অন্ত্রের মধ্যে নড়াচড়া যদি সহজ না হয় এবং মল স্বাভাবিকের চেয়ে বড় কিংবা কোনোভাবে অস্বাভাবিক মনে হয়, তাহলে তা মলাশয়ে ক্যানসারের লক্ষণ হতে পারে৷ তাই এক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি৷
ছবি: Fotolia/Jiri Hera
মূত্রথলির অভ্যাসে পরিবর্তন
যদি কারো মূত্র বা প্রস্রাবের সঙ্গে রক্ত আসে, তাহলে তা মূত্রথলি বা কিডনির ক্যানসারের লক্ষণ হতে পারে৷ আবার মূত্রনালীতে সংক্রমণের কারণেও এটা হতে পারে৷ তাই সন্দেহ থাকলে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয়৷
ছবি: imago/eyevisto
ঘনঘন অপ্রত্যাশিত ব্যথা
অধিকাংশ ব্যথাই ক্যানসারের লক্ষণ নয়, তবে ঘনঘন ব্যথা হলে তা চিন্তার বিষয়৷ তবে ক্রমাগত মাথাব্যথা হলে আবার এটা ভাবার কারণ নেই যে, কারো বুঝি ব্রেইন ক্যানসার হয়েছে৷ কিন্তু বুকে ক্রমাগত এবং নিয়মিত ব্যথা ফুসফুসের ক্যানসার কিংবা তলপেটে ক্রমাগত ব্যথা ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে৷
ছবি: Fotolia/Adam Gregor
আঁচিল বা তিলের আকৃতিতে পরিবর্তন
সব আঁচিল বা তিলের সঙ্গে টিউমারের সম্পর্ক নেই৷ তবে কোনো আঁচিল বা তিলের আকৃতি ক্রমাগত পরিবর্তন হতে থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই ভালো৷
ছবি: Fotolia/ Alexander Raths
ক্ষতস্থান না শুকালে
আপনার শরীরে কোনো ক্ষত যদি তিন সপ্তাহেও না শুকায়, তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতে পারে৷ এ ধরনের পরিস্থিতিতে তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন৷
ছবি: picture-alliance/dpa/Karl-Josef Hildenbrand
অপ্রত্যাশিত রক্তপাত
মাসিকের সময় ছাড়া অন্য সময়ে যোনি থেকে রক্তপাত সার্ভিকাল ক্যানসারের লক্ষণ হতে পারে৷ আর মলদ্বার থেকে রক্তপাতও কোনো কোনো ক্ষেত্রে ক্যানসারের লক্ষণ হতে পারে৷
ছবি: Fotolia/absolutimages
অপ্রত্যাশিতভাবে ওজন কমা
অনেকেই ওজন কমানোর জন্য নানারকম চেষ্টা করেন৷ কিন্তু যদি কোনোরকম চেষ্টা ছাড়াই কারো ওজন ক্রমাগত কমতে থাকে, তাহলে সেটা বিপদের লক্ষণ৷
ছবি: Fotolia/rico287
অপ্রত্যাশিত স্ফীতি
শরীরের কোথাও কোনো অপ্রত্যাশিত স্ফীতি বা কোনো ফোলা স্থানের আকার পরিবর্তন হতে থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন৷ মেয়েদের স্তনের মধ্যে কোনো অস্বাভাবিক মাংসপিণ্ডের উপস্থিতিও কিন্তু ক্যানসারের লক্ষণ৷
ছবি: picture alliance/CHROMORANGE
ঘনঘন গিলতে সমস্যা হলে
এটা দু’ধরনের ক্যানসারের লক্ষণ হতে পারে৷ ঘাড় এবং খাদ্যনালীর ক্যানসার৷ তাই দ্রুত চিকিৎসকের কাছে যান৷ দ্রষ্টব্য: ছবিঘরটি তৈরিতে ‘‘ওম্যান’স হেল্থ’’ ম্যাগাজিন থেকে তথ্য সহায়তা নেয়া হয়েছে৷
ছবি: Fotolia/Dasha Petrenko
10 ছবি1 | 10
তারা টিউমারের মোকাবিলা শুরু করে আরও প্রতিরোধী কোষ আকর্ষণ করে৷ এর ফলে টিউমার নষ্ট হয় না বটে, কিন্তু বশে এসে যায়৷ সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রোগীদের শরীরে জ্বরের মতো প্রতিক্রিয়া দেখা যায়৷ সেহুলি বলেন, ‘‘হোস্ট অরগ্যানিজমের তেমন ক্ষতি না করেও ইমিউন থেরাপির মাধ্যমে ক্যানসারের সুনির্দিষ্ট চিকিৎসা যে সম্ভব, গত কয়েক বছরে স্পষ্ট হয়ে গেছে৷''
ইমিউন থেরাপি এখনো পরীক্ষামূলক স্তরে রয়েছে৷ বছরখানেক আগে ক্যানসার ধরা পড়ার পর এক রোগী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন৷ তিনি প্রতি বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন৷ তারপর শিরায় রক্ত জমাট বাঁধতে শুরু করলো৷
অপারেশন, কেমোথেরাপির পর এবার ইমিউন থেরাপি৷ এখন আশার আলো দেখা যাচ্ছে৷ সেই রোগী স্বীকার করেন, ইমিউন থেরাপি এখনো চূড়ান্ত পর্যায়ে আসেনি৷ অনেকটা বানের জলের খড়-কুটা আঁকড়ে ধরার মতো৷ তবে আমার উপকার হচ্ছে৷
ইন্সট্যান্ট নুডলস থেকে ক্যানসার
নুডলস কে না পছন্দ করে! রান্না করতে হয় না বলে ইন্সট্যান্ট নুডলস সারা বিশ্বেই জনপ্রিয়৷ ম্যাগি নুডলস তো আজ ঘরে ঘরে! কিন্তু ইন্সট্যান্ট নুডলস মানেই যে রোগের ডিপো, তা কি জানেন?
ছবি: Fotolia/WavebreakmediaMicro
হজম ক্ষমতা কমায়
ইন্সট্যান্ট নুডলস খাওয়ার পর স্বাস্থ্যকর খাবার, যেমন শাক-সবজি বা ফলমূল খেলেও প্রত্যাশিত লাভ হয় না৷ কারণ শাক-সবজি বা ফলের পুষ্টিকর উপাদানগুলোকে শরীর আর তখন গ্রহণ করতে পারে না৷ ইন্সট্যান্ট নুডলস খাওয়ার কারণেই এমন হয়৷ ইন্সট্যান্ট নুডলস খেলে অনেকক্ষণ পর্যন্ত শরীরের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজই করে না৷
ছবি: Colourbox
ক্যানসারের ঝুঁকি বাড়ে
ইন্সট্যান্ট নুডলসে এমন কিছু উপাদান থাকে, যেগুলো ক্যানসারের ঝুঁকি বাড়ায়৷ বিশেষ করে নুডলস অনেকদিন ভালো রাখার জন্য যে ‘প্রিজারভেটিভ’ মেশানো হয়, সেগুলোর কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ে৷ কাপ-নুডলসের কাপ তৈরি করা হয় ‘পলিস্টাইরিন’ দিয়ে৷ সেই পলিস্টাইরিনেও থাকে ক্যানসারের ঝুঁকি বাড়ানোর মতো উপাদান৷ কাপে গরম পানি ঢাললেই সেই উপাদানগুলো গলে নুডলসে মিশে যায়৷
ছবি: imago/Levine-Roberts
কিডনির সমস্যা
ইন্সট্যান্ট নুডলসে প্রচুর ‘সোডিয়াম’ থাকে৷ কমপক্ষে ৮০০ মিলিগ্রাম সোডিয়াম থাকে নুডলসের ছোট একটা প্যাকেটে৷ অথচ একটা মানুষ সারাদিনে মাত্র ২৪০০ মিলিগ্রাম সোডিয়াম নিতে পারে৷ ফলে প্রতিদিন একটা করে নুডলস খেলেও কিডনিতে অনেক ধরণের সমস্যা দেখা দিতে পারে৷
ছবি: Christian Thiele
অ্যালার্জি, মাথাব্যথা, বুকে ব্যথা...
প্রচুর এমএসজি, অর্থাৎ ‘মোনোসোডিয়াম গ্লুটামেট’-ও থাকে ইন্সট্যান্ট নুডলসে৷ এই এমএসজি, যা সাধারণভাবে ‘চাইনিজ লবণ’ বলে পরিচিত, অনেকের একদমই সহ্য হয় না৷ ফলে ইন্সট্যান্ট নুডলস খেলেই শুরু হয় মাথাব্যথা, বুক ব্যথাসহ নানা ধরণের সমস্যা৷ তাই দীর্ঘদিন ইন্সট্যান্ট নুডলস খাওয়ার ফলে এক সময় ক্যানসারও হতে পারে৷
ছবি: colourbox
ক্যানসারের আরো কারণ....
নুডলস যাতে শুকিয়ে শক্ত হয়ে না যায়, সেজন্য ‘প্রোপিলিন গ্লাইকল-’এর মতো ‘অ্যান্টিফ্রিজ’ উপাদানও মেশানো হয় ইন্সট্যান্ট নুডলসে৷ এ সব উপাদান অনেক ধরণের রোগের ঝুঁকি বাড়ায়৷ এ সবের কারণে কিডনির সমস্যা দেখা দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং কোনো এক সময় ক্যানসারও হতে পারে৷
ছবি: picture-alliance/dpa
5 ছবি1 | 5
জলিদ সেহুলির জন্য নতুন ইমিউন থেরাপি খড়-কুটার থেকে অনেক বড় বিষয়৷ টিউমার সংক্রান্ত তথ্যভাণ্ডারে পাঁচ হাজারেরও বেশি রোগীর টিউমার টিস্যু মাইনাস ১৮০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষিত আছে৷
ইমিউন থেরাপির ক্ষেত্রে অগ্রগতি ঘটলে আগে এই টিস্যুর উপর পরীক্ষা চালিয়ে জানা যাবে, কোনো রোগীর ক্ষেত্রে তা কাজে লাগবে কি না৷ সেহুলি বলেন, ‘‘আমার কোনো সাধ পূরণ করা গেলে বলতাম, ক্যানসার সম্পর্কে কিছু বদ্ধমূল ধারণা আগে দূর করা হোক৷ কারণ মানুষের অস্তিত্বের শুরু থেকেই এই রোগ থাকা সত্ত্বেও অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে৷ গবেষণার সাহায্যে আমরা প্রত্যেক রোগীর বিশেষ প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা দিতে পারি, সেটাই আমি চাই৷''
জলিদ সেহুলির আশা, ক্যানসার রোগীরা নতুন ইমিউন থেরাপির মাধ্যমে আরও ভালোভাবে এই রোগের সঙ্গে ঘর করতে পারবেন৷ ভবিষ্যতের এই দিশা আজই বাস্তব হয়ে উঠতে শুরু হয়ে গেছে৷