1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজভ্যাটিকান

ক্যানাডার আদিবাসী স্কুলে নিগ্রহ সাংস্কৃতিক ‘গণহত্যা’: পোপ

৩০ জুলাই ২০২২

ক্যানাডা থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন পোপ ফ্রান্সিস৷ তিনি বলেন, মাথায় না আসায় সফরের সময় তিনি ‘গণহত্যা' শব্দটি ব্যবহার করেননি৷

ক্যানাডা সফরের সময় ‘গণহত্যা' শব্দটি ব্যবহার করেননি পোপ
ক্যানাডা সফরের সময় ‘গণহত্যা' শব্দটি ব্যবহার করেননি পোপছবি: Ciro Fusco/Zuma/picture alliance

শনিবার পোপ ফ্রান্সিস বলেন, ক্যানাডায় আদিবাসীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে–তা আসলে ‘গণহত্যা' হিসাবে গণ্য করা উচিত৷ ছয় দিনের সফরে ক্যাথলিক গির্জার নিয়ন্ত্রণাধীন স্কুলগুলোতে নির্যাতনের শিকার হওয়াব্যক্তিদের কাছে ক্ষমা চান তিনি৷

রোমে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন পোপ৷ তখনই ‘গণহত্যা' শব্দটি উল্লেখ করেন তিনি৷ তার কথায়, ‘‘শিশুগুলোকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা, সংস্কৃতি বদলে দেয়া, ঐতিহ্যের ধারা পাল্টে দেয়া, জাতিগত পরিবর্তন করা, এগুলি আসলে সংস্কৃতির বদল৷''

তিনি বলেন, ‘‘হ্যাঁ গণহত্যা একটা ‘টেকনিক্যাল ওয়ার্ড'৷ তবে আমি যা বর্ণনা করেছি, তা আসলে গণহত্যাই৷''

কানাডার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ২০১৫ সালে জানায়, আদিবাসী শিশুদের জোর করে তাদের পরিবার, বাড়ি থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল৷ আবাসিক স্কুলে তাদের ‘সাংস্কৃতিক গণহত্যা' করা হয়েছিল৷

১৮ শতকের শেষ থেকে ১৯৯০ সাল পর্যন্ত, ক্যানাডায় অন্তত ১৩৯টি স্কুল ছিল গির্জার নিয়ন্ত্রণে৷ প্রায় দেড় লাখ আদিবাসী শিশুকে এই স্কুলে পাঠিয়ে দিয়েছিল সরকার৷ নিজেদের পরিবার, ভাষা ও সংস্কৃতি থেকে শিশুদের মাসের পর মাস, এমনকি কয়েক বছর দূরে রাখা হতো৷ যৌন নির্যাতন এবং শারীরিক নিগ্রহের অভিযোগও রয়েছে গির্জার শিক্ষকদের বিরুদ্ধে৷ সেই সময় হাজার হাজার শিশু অপুষ্টি, অবহেলাজনিত কারণ এবং রোগে আক্রান্ত হয়ে মারা যায়৷

ক্যানাডায় আদিবাসীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার জন্য ক্ষমা চান পোপছবি: Vatican press office/AFP

তবে ক্যানাডা সফরের সময় ‘গণহত্যা' শব্দটি ব্যবহার করেননি পোপ৷ পরিবর্তে স্কুলগুলিতে ‘সাংস্কৃতিক বিনাশ'-এর জন্য ক্ষমা চেয়েছিলেন৷

অবসরের ইঙ্গিত

পোপ ফ্রান্সিস ক্যানাডা সফরকে তার ভগ্নস্বাস্থ্যের পরীক্ষা হিসাবেও দেখেছেন৷ রোমে ফেরার পথে তিনি স্বীকার করেন এভাবে আর সফর করতে পারবেন না৷

৮৫ বছর বয়সি পোপ হাঁটুর লিগামেন্টের সমস্যায় ভুগছেন৷ সফরের বেশিরভাগ সময় হুইলচেয়ার ব্যবহার করেছেন তিনি৷ ওয়াকারের সাহায্যও লেগেছে৷

যদিও আগে অবসর নেওয়ার কথা বলেননি পোপ৷ সাংবাদিকদের তিনি বলেন, পদত্যাগ করতে চাওয়ার মধ্যে কোনো ভুল নেই৷

তার কথায়, ‘‘এটি অদ্ভুত কোনো ঘটনা নয়৷ কোনো বিপর্যয় নয়৷ পোপ বদল করা যায়৷ আমি মনে করি এই সীমাবদ্ধতা নিয়ে গির্জার সেবা করার জন্য আমাকে শক্তি সঞ্চয় করতে হবে৷ এর ইতিবাচক দিকটাও ভাবতে হবে৷''

এই বছরের শুরুতে পোপ ফ্রান্সিসের ডান হাঁটুর লিগামেন্টে স্ট্রেইন বসানো হয়৷ জুলাইয়ের প্রথম সপ্তাহে আফ্রিকায় একটি সফরে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি৷

আরকেসি/এডিকে (এপি, এএফপি, রয়টার্স)

নারীকে আঘাত করে ক্ষমা চাইলেন পোপ

01:06

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ