1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিক্যানাডা

ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

১০ মার্চ ২০২৫

কার্নি আগে দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন। অ্যামেরিকার চাপিয়ে দেয়া শুল্ক নীতির সঙ্গে লড়াই করতে হবে তাকে।

স্ত্রী ডায়ানা ফক্সের সঙ্গে ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
স্ত্রী ডায়ানা ফক্সের সঙ্গে ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিছবি: Blair Gable/REUTERS

রোববারই মার্ক কার্নিকে ক্যানাডার শাসক দল লিবারাল পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখনই স্পষ্ট হয়ে গেছিল দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। লিবারাল পার্টির অভ্যন্তরীণ নির্বাচনে কার্নি ৮৫ শতাংশ ভোট পেয়ে দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাস্টিন ট্রুডো এতদিন এই পদ সামলেছেন। গত জানুয়ারি মাসে ট্রুডো নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তারপরেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রধানমন্ত্রী হিসেবে খুব বেশি দিন কাজ চালাতে পারবেন না কার্নি। আগামী ২০ অক্টোবরের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতেই হবে। সেই ভোটেও জিততে পারলে আগামী কয়েক বছরের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন কার্নি।

তবে ভোট পূর্ববর্তী সমীক্ষা বলছে, এবারের ভোটে লিবারালদের থেকে কনসারভেটিভরা সামান্য হলেও এগিয়ে। আগামী কয়েকমাস কার্নি কীভাবে সরকার চালান, তার উপর অবশ্য অনেকটাই নির্ভর করছে ভোটের ভাগ্য।

ক্যানাডার উপর শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ক্যানাডার অর্থনীতি অনেকটাই নির্ভরশীল অ্যামেরিকায় জিনিসপত্র আমদানি ও রপ্তানি করে। ফলে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে কার্নির প্রথম চ্যালেঞ্জ। কার্নি জানিয়েছেন, ''ট্রাম্প ক্যানাডার শ্রমিক, নাগরিক এবং অর্থনীতির উপর বার বার আঘাত করেছেন। আমরা তা মেনে নেব না।'' জাস্টিন ট্রুডো ক্ষমতা ছাড়ার আগে অ্যামেরিকার উপর পাল্টা শুল্ক চাপিয়েছিলেন। কার্নি ট্রুডোর সেই পদাঙ্ক অনুসরণ করেন কি না, সেটাই দেখার। তবে প্রথম থেকেই অ্যামেরিকা নিয়ে আক্রমণাত্মক মেজাজে আছেন কার্নি। অন্তত তার কথায় সেই মেজাজই উঠে আসছে।

কার্নি বলেছেন, ''অ্যামেরিকা আমাদের যথেষ্ট সম্মান না দেখানো পর্যন্ত আমরা পাল্টা শুল্কনীতির রাস্তা থেকে সরবো না।''

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ