1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডার হস্তক্ষেপ চাইলেন তাহমিদের পরিবার

১২ জুলাই ২০১৬

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর উদ্ধার হওয়া তাহমিদকে খুঁজে পেতে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সহায়তা চেয়েছেন তাঁর পরিবার৷ দেশটির জাতীয় সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে৷

তাহমিদের ফেসবুক
ছবি: Facebook/Free Tahmid

টরোন্টোর আইনজীবী মার্লিস এডওয়ার্ড-এর বরাত দিয়ে ‘দি ক্যানাডিয়ান প্রেস' জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে৷ তাহমিদকে খুঁজে পেতে তাঁর পরিবার এডওয়ার্ডকে নিয়োগ দিয়েছে৷ উল্লেখ্য, ২২ বছরের তাহমিদ ক্যানাডার স্থায়ী বাসিন্দা ও টরোন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷

এদিকে, ক্যানাডার অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক ‘টরোন্টো স্টার' জানিয়েছে, তাহমিদের অবস্থা জানতে ঢাকার সঙ্গে যোগাযোগ করেছে ক্যানাডা৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার'-কে জানান, তাহমিদ সহ উদ্ধার হওয়া অন্যান্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে৷ তবে তাহমিদের মুক্তির দাবিতে চালু হওয়া ফেসবুক পাতা বলছে, তাহমিদকে এখনও তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়নি৷

তাহমিদের ব্যাপারে হস্তক্ষেপ চেয়ে ক্যানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী স্টেফানে ডিওন-এর কাছেও চিঠি পাঠিয়েছেন তাহমিদের পরিবার৷ তাহমিদ যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন সেখানকার প্রেসিডেন্ট মেরিক গার্টলারও একই মন্ত্রীর কাছে চিঠি লিখেছেন৷ এ ব্যাপারে গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডার মুখপাত্র দেশটির সংবাদমাধ্যম সিবিসি নিউজকে ইমেলে জানান, ‘‘যিনি একটি দেশের নাগরিক নন তাঁর বিষয়ে কিছু করার ক্ষেত্রে সেই দেশের কিছু সীমাবদ্ধতা থাকে৷''

তাহমিদের মু্ক্তির দাবি জানিয়েছেন অনেক ফেসবুক আর টুইটার ব্যবহারকারী৷

জেডএইচ/ডিজি (সিবিসি নিউজ, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ