1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডায় ‘গণহত্যার' শিকার ১২০০ আদিবাসী

৪ জুন ২০১৯

জাতিগত বিদ্বেষে হত্যার শিকার হয়েছেন ক্যানাডার প্রায় ১২শ আদিবাসী নারী ও শিশু, যেটাকে ‘জাতীয় গণহত্যা' হিসাবে অভিহিত করেছে সরকারি তদন্ত কমিশন৷

Kanadas Ureinwohner auf einem Friedhof
ছবি: Getty Images/AFP/M. Daniau

১৯৮২ থেকে ২০১২ সাল পর্যন্ত এসব নারী ও শিশুর নিখোঁজ ও হত্যাকাণ্ডের অনুসন্ধান চালায় ওই তদন্ত কমিশন৷ সোমবার ১২শ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা৷

ওই ৩০ বছরে এক হাজার ১৭ জন অ্যাবরিজিনাল নারীকে হত্যা করা হয়েছে বলে ২০১৪ সালে জানিয়েছিল রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ৷ এরপর ২০১৬ সালে এসে একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷

তদন্তের সময় দুই হাজার ৩০০ ক্যানাডিয়ানের সাক্ষ্য নেয় তদন্ত কমিশন৷ যাতে প্রায় ১২শ নারী-শিশু খুন ও নিখোঁজ হওয়ার তথ্য উঠে আসে৷

কুইবেকের গ্যাটিনিয়াউতে যে অনুষ্ঠানে সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়, সেখানে ছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নিখোঁজ ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা৷

আদিবাসী নারীদের রক্ষায় ক্যানাডা সরকার ব্যর্থ হয়েছে বলে অনুষ্ঠানে স্বীকার করেন ট্রুডো৷ ‘‘আমরা আর ব্যর্থ হব না৷ এমন ঘটনা লজ্জাজনক ও অগ্রহণযোগ্য৷ এটাকে থামাতেই হবে,'' অনুষ্ঠানে বলেছেন তিনি৷

তদন্ত কমিশনের সুপারিশের আলোকে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী ট্রুডো৷

যা আছে তদন্ত প্রতিবেদনে

ক্যানাডায় আদিবাসী মানুষের প্রতি 'দীর্ঘস্থায়ী বৈষম্য' এবং তাঁদের রক্ষায় ‘উদ্যোগহীনতার' সমালোচনা করা হয়েছে প্রতিবেদনটিতে৷

এতে বলা হয়, আদিবাসী নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতে তাঁদের ‘সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সমুন্নত ও বাস্তবায়ন' জরুরি৷

আদিবাসীদের স্বাস্থ্য ও কল্যাণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে ক্যানাডা ‘ব্যর্থ হয়েছে' বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে৷

নারী-শিশুদের হত্যাকাণ্ডগুলোর পেছনে আদিবাসী ও অনাদিবাসী পরিবারের সদস্যদের পাশাপাশি সিরিয়াল কিলারদের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন৷

একইসঙ্গে চরম দারিদ্র্য, বর্ণবাদ, সেক্সিজম ও ভূমি থেকে উচ্ছেদসহ নানা রকম সামাজিক অসঙ্গতিকে হত্যাকাণ্ডের কারণ হিসাবে চিহ্নিত করেছে তারা৷

‘‘যদিও নিহত ও নিখোঁজ ব্যক্তিরা ভিন্ন পরিস্থিত ও প্রেক্ষাপট থেকে এসেছেন, তবুও সব ঘটনার পেছনে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রান্তিকীকরণ কোনো না কোনোভাবে সংযুক্ত,'' বলেছেন তদন্ত কমিশনের প্রধান ম্যারিয়ন বালার৷

এমবি/ (রয়টার্স, এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ