ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় ১৮ জন আহত হলেও কেউ মারা যাননি।
ক্যানাডায় বিমান দুর্ঘটনাছবি: Uncredited/CTV/AP/dpa/picture alliance
বিজ্ঞাপন
সোমবার টরোন্টো বিমানবন্দরে ডেলটা এয়ারওয়েসের একটি বিমান অবতরণ করছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, বিমানটি অবতরণের ঠিক আগে এলাকায় তুষারঝড়হয়। তারই জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
বিমানকর্মী-সহ প্লেনটিতে মোট ৮০ জন ছিলেন। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বিমানটি ১৬ বছরের পুরনো সিআরজে ৯০০ মডেলের।
নেপালে ১৮ জনের প্রাণ কেড়ে নেয়া বিমান দুর্ঘটনা
নেপালে ১৮ জনের প্রাণ কেড়ে নেয়া বিমান দুর্ঘটনা
ছবি: Sujan Gurung/AP/picture alliance
১৯ জন আরোহী
নেপালের সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা জানিয়েছেন বিমানটিতে দুজন ক্রু এবং ১৭ জন যাত্রী ছিলেন৷ বিমানটি ত্রিভুবন বিমানবন্দরের উত্তরের অংশে বিধ্বস্ত হয়৷ বিমানটি ‘বার্ষিক মেনটেন্যান্স কর্মসূচি’র কাজ নিয়ে কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল৷
ছবি: NepaliArmyHQ via X/via REUTERS
ওড়ার সময় দুর্ঘটনা
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সুরিয়া এয়ারলাইন্সের ছোট একটি বিমান উড্ডয়নের সময় রানওয়েতে স্কিড করলে বিমানটিতে আগুন লেগে যায়৷ কর্মকর্তারা জানান, ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ একজন পাইলটকে শুধু জীবিত উদ্ধার করা গেছে৷ তিনি চোখে এবং কপালে আঘাত পেয়েছেন৷
ছবি: Sujan Gurung/AP/picture alliance
১৭ জন প্রকৌশলী
রয়টার্স জানিয়েছে, ১৭ জন প্রকৌশলী কিছু তত্ত্বাবধানের দায়িত্বে পোখারা যাচ্ছিলেন৷ এই ছবিতে দমকল বাহিনীর কর্মীদের আগুন নেভাতে দেখা যাচ্ছে৷ ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে৷
ছবি: picture alliance / ASSOCIATED PRESS
উদ্ধারকাজে সেনা মোতায়েন
অ্যাম্বুলেন্স এবং দমকলবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়৷
ছবি: Sujan Gurung/AP/picture alliance
সুরিয়া এয়ারলাইন্স
অগ্নিদগ্ধ বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা পাইলটকে চিকিৎসার জন্য কাঠমান্ডু মেডিকেল কলেজে নেয়া হয়েছে৷ সুরিয়া এয়ারলাইন্স মূলত নেপালের অভ্যন্তরীণ সেক্টরে বিমান পরিষেবা দিয়ে থাকে৷
ছবি: NepaliArmyHQ via X/REUTERS
নেপালে বিমান দুর্ঘটনার রেকর্ড
নেপালে বিমান দুর্ঘটনার রেকর্ড ভালো নয়৷ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ২০১৮ সালের মার্চে নেপাল থেকে বাংলাদেশ যাওয়ার সময় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়লে ৫১ জন যাত্রী প্রাণ হারান৷
ছবি: Sujan Gurung/AP/picture alliance
বিমান দুর্ঘটনায় ২৪ বছরে ৩৫০ নিহত
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় ৩৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন৷ গত বছর জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭২ জন প্রাণ হারান৷ ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়৷
ছবি: IMAGO/Depositphotos
7 ছবি1 | 7
এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি অ্যামেরিকার মিনেসোটা থেকে আসছিল। ঘটনায় বিমানের তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। তার মধ্য়ে একটি শিশুও আছে। তাদের হাতপাতালে ভর্তি করা হয়েছে। তবে যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাতে বিমানের ভিতরেই কারো মৃত্যু হয়নি, এটাই বড় ঘটনা।
কীভাবে দুর্ঘটনা
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরে সমানে তুষারপাত হচ্ছে এলাকায়। যার জেরে রানওয়েতে প্রায় ২২ ইঞ্চি পুরু বরফ জমে আছে। তার সঙ্গে তীব্রবেগে হাওয়া দিচ্ছে। সঙ্গে হিমাঙ্কের নিচে তাপমাত্রা। পাইলট এই সবকটি বিষয়ের সঙ্গে তাল মেলাতে পারেননি বলে মনে করা হচ্ছে। যদিও দুর্ঘটনার বিস্তৃত কারণ এখন সরকারিভাবে জানানো হয়নি।
ঘটনার পর ক্যানাডার বিমান পরিষেবার বিশেষ দল টরোন্টো পৌঁছেছে। তারাই এই দুর্ঘটনার তদন্ত করবে। এসজি/জিএইচ (রয়টার্স, এপি)