1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধক্যানাডা

ক্যানাডায় হকি খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

৬ ফেব্রুয়ারি ২০২৪

প্রাথমিক অভিযোগের ছয় বছর পর নতুন তদন্তের হাত ধরে যৌন হয়রানির অপরাধে অভিযুক্ত হলেন ক্যানাডার পাঁচজন আইস হকি খেলোয়াড়৷

অন্টারিওতে পুলিশ প্রধান থাই ট্রুয়ং
ক্যানাডার জুনিয়র হকি দলের পাঁচ সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগকারী নারীর কাছে ক্ষমা চেয়েছেন পুলিশ প্রধান থাই ট্রুয়ংছবি: Geoff Robins/The Canadian Press/AP/picture alliance

তদন্তে এত বেশি সময় লাগার জন্য অভিযোগকারীর কাছে ক্ষমা চায় ক্যানাডার পুলিশ৷

অভিযুক্ত পাঁচ খেলোয়াড়ের মধ্যে চারজন বর্তমানে দেশের জাতীয় হকি লিগ খেলেন৷ সোমবার ক্যানাডিয়ান পুলিশ নিশ্চিত করে যে মোট পাঁচজন আইস হকি খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা৷ এই পাঁচ খেলোয়াড় ২০১৮ সালের জুনিয়র হকি দলের সদস্য ছিলেন৷

২০১৮ সালের জুনে প্রথম এই অভিযোগের কথা প্রকাশ হয়৷ অভিযোগকারী নারী বলেন যে ক্যানাডার ওন্টারিও রাজ্যের লন্ডন শহরের একটি হোটেলের কামরায় আইস হকি দলের সদস্যরা তাকে যৌন হেনস্থা করে৷

এই মামলাটি পুলিশ ২০১৯ সালে বাতিল করলেও ২০২২ সালে আবার সেই তদন্ত শুরু হয়৷ এই বিলম্বের জন্য পুলিশ সোমবার ক্ষমা চেয়েছে৷

একটি সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান থাই ট্রুয়োং বলেন, ‘‘লন্ডন পুলিশ পরিষেবার তরফে তদন্তে এতটা সময় লাগার জন্য আমি ক্ষমা চাইছি নির্যাতিতার কাছে, তার পরিবারের কাছে৷ এত সময় লাগা উচিত হয়নি৷ আজকের পরিণতিতে পৌঁছাতে এত বছর কেটে যাওয়া ঠিক নয়৷ আমরা কথা দিচ্ছি, এবং আমি নিশ্চিত যে এমন আর হবে না৷’’

যৌন হয়রানির অভিযোগ

গত সপ্তাহে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন পাঁচ খেলোয়াড় — কার্টার হার্ট, মাইকেল ম্যাকলয়েড, ক্যাল ফুট, ডিলন ডুব ও অ্যালেক্স ফর্মেন্টন৷

এদের মধ্যে চারজন বর্তমানে দেশটির জাতীয় হকি লিগের খেলোয়াড়, কিন্তু এখন ‘ছুটিতে'৷ফর্মেন্টন খেলেন সুইজারল্যান্ডে৷

তাদের প্রত্যেকের বিরুদ্ধে যৌন হয়রানির একটি অভিযোগ ছাড়াও ম্যাকলয়েডের বিরুদ্ধে রয়েছে অপরাধে সহযোগিতা করার আরেকটি অভিযোগ৷ পাঁচজনই সকল অভিযোগ অস্বীকার করেছেন৷

লন্ডন শহরে সাংবাদিকদের সাথে ৪৫মিনিট কথা বলেন পুলিশ প্রধান ট্রুয়োং৷ কেন প্রথমে বাতিল করার পর আবার তিন বছর পর তদন্ত শুরু করা হলো, সেবিষয়ে কোনো তথ্য দেননি তিনি৷

ডিটেকটিভ সার্জেন্ট ক্যাথরিন ডান, যিনি যৌন হয়রানি ও শিশু নির্যাতন বিভাগে কর্মরত, তিনি ২০২২ সাল থেকে পুনরায় শুরু হওয়া তদন্তের ভার নেন৷ তার মতে, ২০১৯ সালে শেষ হওয়া তদন্তের সময় নতুন প্রামাণ্য তথ্য হাতে ছিল না৷

এই তদন্তে অভিযোগ দায়ের করার জন্য ‘যৌক্তিক ও সম্ভাব্য' কারণ ছিল তাদের কাছে, যার ফলে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের কারাবাস করতে হতে পারে৷ সোমবার শুরু হয়ে এই মামলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত৷

হকি ক্যানাডাও একমত: ‘খুব ধীরে এগিয়েছি আমরা’

জাতীয় ফেডারেশন হকি ক্যানাডা একটি বিবৃতিতে জানায় যে তারা পুলিশের সাথে ‘সম্পূর্ণভাবে সহযোগিতা করছে৷ কিন্তু সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন যে প্রাথমিক তদন্তে কোনো ফেডারেশন নেতার সংযোগ পাওয়া গেছে কি না৷ সেই প্রশ্নেরও উত্তর আসেনি৷

হকি ক্যানাডার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথরিন হেন্ডারসন বিবৃতিতে বলেন, ‘‘হকি ক্যানাডা স্বীকার করছে যে অতীতে কোনো পদক্ষেপ নিতে আমাদের দেরি হয়েছে৷ ক্যানাডার মানুষ আমাদের কাছে যে অর্থবহ পরিবর্তন আশা করেন, তার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে অবিলম্বে৷ যাতে করে, মানুষের আস্থা আমরা ফিরে পাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলার সময়ে ও অন্যত্র অংশগ্রহণকারীদের একটি নিরাপদ আবহাওয়া নিশ্চিত করা৷’’

এসএস/কেএম (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ