1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলৎসহাইমার

১০ ফেব্রুয়ারি ২০১২

সবকিছু ভুলিয়ে দেয়ার রোগ আলৎসহাইমার৷ ক্যান্সারের পরেই এই রোগটি নিয়ে মানুষের ভীষণ ভয়৷ সম্প্রতি গবেষকরা এই রোগ নিরাময়ে কিছু আশার বাণী শুনিয়েছেন৷ বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স'এ সম্প্রতি এনিয়ে গবেষণার ফল বেরিয়েছে৷

ছবি: picture-alliance/dpa

এতে ইঁদুরের উপর চালানো পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করেছেন মার্কিন বিজ্ঞানীরা৷ তারা দেখতে পেয়েছেন, ইঁদুরের আলৎসহাইমার নিরাময়ে সফল ক্যান্সারের বহুল ব্যবহৃত একটি ওষুধ - যার নাম ‘বেক্সারোটেনে'৷

প্রতিবেদনটির প্রধান লেখক মার্কিন অধ্যাপক গ্যারি ল্যাণ্ড্রেথ বলছেন, ইঁদুরকে ওষুধটি দেয়ার কিছুক্ষণের মধ্যেই সফলতা দেখা গেছে৷ ‘‘আমরা এই ফলাফলে ভীষণ অবাক হয়েছি৷ কেননা আগে এমনটা ঘটেনি,'' বলেন ল্যাণ্ড্রেথ৷

তিনি বলেন, আলৎসহাইমারের জন্য দায়ী অ্যামিলয়েডের পরিমাণ কমাতে অ্যাপোলিপোপ্রোটিন নামের যে আমিষ প্রয়োজন সেটার সংখ্যা বাড়িয়ে দেয় ক্যান্সারের ঐ ওষুধটি৷

ল্যাণ্ড্রেথ বলেন, অল্প বয়সি মানুষের ক্ষেত্রে অ্যামিলয়েড এমনিতেই ধ্বংস হয়ে যায়৷ কিন্তু সমস্যাটা হয় বয়স্কদের ক্ষেত্রে৷

আলৎসহাইমার রোগ বিশেষজ্ঞ স্কট টার্নার গবেষণার এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, এটা সত্যিই একটা দারুণ খবর৷ তবে টার্নার এও বলছেন যে, মানবদেহের ক্ষেত্রে একই ফল পাওয়া যায় কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে৷

এ বিষয়ে মার্কিন গবেষকরা বলছেন, তারা মানুষের দেহে পরীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছেন৷ তবে প্রাথমিক ফল জানতে কয়েক বছর অপেক্ষা করতে হবে৷

যে-ওষুধ দিয়ে সফলতা পাওয়া গেছে সেই বেক্সারোটেনে পাওয়া যায় ইউরোপ সহ উত্তর ও দক্ষিণ অ্যামেরিকার ২৬টি দেশে৷ মার্কিন ওষুধ কোম্পানি লিগ্যাণ্ড ফার্মাসিউটিক্যাল এই ওষুধের উদ্ভাবক৷

বর্তমানে সারা বিশ্বের প্রায় তিন কোটি ষাট লাখ মানুষ আলৎসহাইমার রোগে আক্রান্ত৷ এই রোগ মস্তিষ্ককে দুর্বল করে দেয়ায় রোগী আর আপনজনদের চিনতে পারেন না৷ চিনতে পারেন না আশেপাশের পরিবেশও৷

গবেষণায় দেখা গেছে, আলৎসহাইমারের লক্ষণগুলো স্পষ্ট হবার অন্তত এক দশক আগে এরোগ বাসা বাঁধতে শুরু করে৷ অনেক বিজ্ঞানী তাই মনে করেন, আগেভাগেই পরীক্ষা করিয়ে নেয়া উচিত৷ তাহলে পরবর্তী সময়ে চিকিৎসার করতে সুবিধা হবে৷ আর আগামী দিনের গুরুতর চাপের জন্য প্রস্তুত হতে পারবে পরিবারের লোকজন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ