1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের পপ সম্রাট আজম খান

১৩ জুলাই ২০১০

আজম খান৷ যাকে বাংলাদেশের পপ সম্রাট বলা হয়৷ অর্থাৎ বাংলাদেশের পপ গানের গুরু তিনি৷ মুক্তিযোদ্ধা৷ সেই পপ সম্রাট আজ অসুস্থ৷ মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত মর্মে চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়েছে৷

এই তরুনদের প্রিয় আজম খানছবি: AP

জিহ্বার নিচে ছোট টিউমারের আকার নেয়া রোগটি যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চিকিৎসকরা তাঁকে অতি দ্রুত সিঙ্গাপুরে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন৷ আগামীকাল তাঁকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর৷ সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পিইটি টেস্টের পর নেয়া হবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত৷

গত ২১ জুন ধরা পড়ে তার ক্যান্সার৷ ক্যানসার বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে ৩০ জুন এমআরআই করা হয়৷ তিনি পরিস্থিতি বিবেচনা করে ইনডাকশান কেমোথেরাপি, সার্জারি ও রেডিওথেরাপি শুরু করার কথা বলেন এবং সম্পূর্ণ সেরে ওঠার জন্যে পিইটি স্ক্যানের পরামর্শ দেন, যা বাংলাদেশে সম্ভব নয়৷ তাই প্রিয় এই গায়ককে নিয়ে যাওয়া হয়েছে বিদেশে৷

শৈশব থেকেই আধুনিক বাংলা গান, ভারতীয় বাংলা গান ছাড়াও বিশেষভাবে আজম খান ভক্ত ইংরেজি পপসঙ্গীতের৷ ‘আলাল ও দুলাল, ‘ওরে সালেকা ওরে মালেকা, ‘হাইকোর্টের মাজারে' এর মত একের পর এক বাংলা পপসঙ্গীতের স্রষ্টা তিনি৷

বাবার এই অবস্থায় তাঁর কন্যা ইমা খান এক লেখায় লিখলেন, ‘আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, যিনি সারা বিশ্বের বাঙালির কাছে একজন বিখ্যাত ব্যক্তিত্ব৷ আমি তাঁর সন্তান এটা ভাবতেই ভীষণ গর্ববোধ করি৷ কারণ, বাংলা পপ গানের জনক, কিংবদন্তি এবং মুক্তিযোদ্ধা আজম খান৷ তাঁর স্বপ্ন.. তিনি একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ দেখবেন৷ যেখানে এ দেশের সব মানুষ শান্তিতে বসবাস করবেন৷ অথচ দুর্ভাগ্য, আমার সেই বাবা আজ ক্যান্সারের মতো মারণব্যাধিতে আক্রান্ত৷ দেশ-বিদেশের সব মানুষের কাছে বাবার জন্য দোয়া চাইছি৷'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ