1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর ক্যান্সার

গ্রেটা হামান/আরবি৩ নভেম্বর ২০১২

জার্মানিতে বছরে দুই হাজার শিশু ও কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়৷ এই সব শিশুরা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে৷ তাই সুচিকিৎসার পাশাপাশি অসুস্থ শিশুদের মনোবল অক্ষুন্ন রাখাও বিশেষ জরুরি৷ আর এক্ষেত্রে তৎপর একটি সংস্থা৷

ছবি: picture alliance/dpa

কঠিন রোগে আক্রান্ত বাচ্চাদের লালিত স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছে হ্যারৎসেনসভ্যুনশে বা ‘হৃদয়ের বাসনা' নামে একটি সংগঠন৷ যে সব শিশুর মনের সুপ্ত বাসনা এই প্রতিষ্ঠানটি পূরণ করতে পেরেছে, তাদের অর্ধেকই ক্যান্সারে আক্রান্ত৷ এই সব শিশু কিছুক্ষণের জন্য হলেও ভুলে যায় তাদের অসুখের কথা৷ আট বছরের ইউলিয়ান ক্লাপসিং'ও এই রকম এক ছোট্ট রোগী৷ দুই বছর আগে লিম্ফোমা বা লসিকা গ্রন্থির ক্যান্সার শনাক্ত করা হয় তার দেহে৷ তারপর থেকে হাসপাতাল ও চিকিত্সার মধ্যেই আবর্তিত হচ্ছে তার ক্ষুদ্র জীবন৷ কিন্তু তার একটা প্রিয় জিনিসকে তার থেকে বিচ্ছিন্ন করতে পারেনি কঠিন এই অসুখও৷ আর সেটা হলো ট্র্যাক্টর৷ ইউলিয়ানের ঘর ভরে আছে ট্র্যাক্টরের খুদে মডেল ও ছবিতে৷ কার্পেট, ওয়াল পেপার, জানালার তাক, বই, বিছানার চাদর, সবখানেই দেখা যাবে এই দৃশ্য৷

প্রিয় মডেলের ট্র্যাক্টরের কারখানা দর্শন

কিছুদিন আগে ইউলিয়ান তার প্রিয় মডেলের ট্র্যাক্টরের উত্পাদন কারখানায় যাওয়ার সুযোগ হয় তার৷ ‘হৃদয়ের বাসনা' সংস্থা এই সুযোগ করে দেয় তাকে৷ বন্ধু ফেলিক্স ও বাবার সাথে পুরোটা দিন কাটায় সে সেখানে৷ উপভোগ করে সুপার ট্র্যাক্টরের প্রস্তুত প্রণালী৷

ক্যান্সারের কাছে শিশুদের অসহায়ত্ব মর্মান্তিক৷ জীবনের শুরুতেই তাদের অনেককে সইতে হয় মৃত্যুযন্ত্রণা৷ছবি: DW/G.Hamann

মাত্র দুই মাস আগেও এই ধরনের অ্যাডভেঞ্চারের কথা ভাবতেও পারেনি সে৷ তখন ইউলিয়ানকে জোরেসোরে কেমোথেরাপি নিতে হচ্ছিল৷ অনেক কিছুই ছিল নিষেধ৷ এই প্রসঙ্গে ইউলিয়ানের মা বলেন, ‘‘কোনো সিনেমা, সুইমিং পুল বা আইসক্রিম নয়৷ স্ট্রবেরি, চেরি এসব ফলও নিষেধ৷ এমনকি বাবার সঙ্গে ট্র্যাক্টরে চেপে কোথাও যাওয়াও বাদ৷ এইসব বাধা নিষেধ সে সাহসের সঙ্গে অতিক্রম করেছে৷ এমনকি চেরি ও বেরি ফল পাড়তে সে সাহায্যও করেছে৷ কিন্তু আমি জানতাম, একটিও সে মুখে ঢোকাবে না৷''

কেমোথেরাপি দুর্বল করে

কেমোথেরাপি ইউলিয়ানের দেহকে অত্যন্ত দুর্বল করে ফেলেছিল৷ একারণে তার অনেক কিছু খাওয়া নিষেধ ছিল এবং মানুষের সঙ্গে যোগাযোগেও সতর্ক থাকতে হতো তাকে৷ কেননা দুর্বল শরীরে ব্যাকটেরিয়ারা সহজেই আস্তানা গাড়তে পারে৷

কেমোথেরাপির ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে৷ এছাড়া চুল পড়ে যাওয়া, বমি বমি ভাব, মুখে ঘা ইত্যাদিও দেখা দেয়৷ কেমোথেরাপি শুধু অসুস্থ কোষকে নয়, সুস্থ কোষকেও আক্রমণ করে৷ বাচ্চাদের চিকিত্সাটাও বয়স্কদের চেয়ে কিছুটা ভিন্ন হয়৷ কেননা তারা তুলনামূলক বেশি ওষুধ সহ্য করতে পারে৷ এতে অবশ্য ছোটদের আরোগ্য লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়৷ ৮৫ শতাংশ শিশু চিকিত্সার পর সুস্থ হয়ে বাঁচতে পারে৷

বয়স্ক ও ছোটদের মধ্যে পার্থক্য

বয়স্ক ও ছোটদের মধ্যে আরেকটি পার্থক্য হলো, বয়স্করা অনেক সময় খাদ্যাভ্যাস, অতিরিক্ত চাপ, ধূমপান ইত্যাদি কারণে ক্যান্সারে আক্রান্ত হয়৷ বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টি অন্যরকম৷ ম্যুন্সটার'এর শিশু ক্লিনিকের প্রধান অধ্যাপক ডা. হেরিবার্ট ইউর্গেন্স এই প্রসঙ্গে বলেন, ‘‘বাহ্যিক কোনো কিছুর প্রভাবে ক্যান্সার দানা বাঁধতে যে সময়ের প্রয়োজন, বাচ্চাদের ক্ষেত্রে সেটা পাওয়া যায় না৷

অন্যদিকে শিশু কিশোরদের বেড়ে ওঠার সঙ্গে ক্যান্সারের একটা সম্পর্ক রয়েছে৷ বড় হওয়া মানে কোষের বিভাজন৷ আর এই বিভাজনের সময় ত্রুটি থেকে ক্যান্সারও হতে পারে৷'' আর তাই প্রায়ই বাচ্চারা এমন ধরনের ক্যান্সারে আক্রান্ত, যেখানে শরীরের কোষ বৃদ্ধির সম্পর্ক রয়েছে, যেমন লসিকাগ্রন্থির ক্যান্সার কিংবা লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার৷

ক্যান্সারে আক্রান্ত শিশু৷ছবি: picture-alliance/dpa

প্রাথমিক অবস্থায় বোঝা দুষ্কর

ইউলিয়ান'এর মত লিম্ফোমা যাদের হয়েছে, তাদের রোগটি প্রথম দিকে বোঝা যায় না৷ প্রাথমিক অবস্থায় ছোট ছোট গিঁট দেখা যায় লসিকা গ্রন্থিতে৷ অনেক সময় চিকিত্সকদের অসুখটি শনাক্ত করতে দেরি হয়ে যায়৷ যেমন অনেক রকম পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা বুঝতে পারেন যে, একটি টিউমার ইউলিয়ানের পেট ব্যথার কারণ৷ মা-বাবার জন্য বিরাট এক আঘাত৷ ইউলিয়ানের মা স্মরণ করে বলেন, ‘‘মনে হল পায়ের নীচ থেকে মাটি সরে গেছে৷ মানুষের কিছু করার নেই৷ যেন রোগটির কাছে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই৷ নল দিয়ে কেমো ঢোকানোর দৃশ্যটা চোখে ভেসে ওঠে৷ ভেসে ওঠে কীভাবে বাচ্চারা কষ্ট পায়৷''

অন্যদিকে বাঁচতে হলে কেমোথেরাপি ছাড়া আর কোনো উপায় নেই ইউলিয়ানের৷ মা তা বুঝতে পারলেও ইউলিয়ান প্রথম দিকে ব্যাপারটা বুঝতে পারেনি৷ ইউলিয়ানের মা জানান, ‘‘আমার মনে হয়, বাচ্চারা এসব নিয়ে তেমন মাথা ঘামায় না৷ যদি আমি ইউলিয়ানকে বলতাম যে, তার টনসিল বা অ্যাপেনডিক্স অপারেশন করতে হবে, বিষয়টি তার কাছে একই রকম মনে হতো৷ অনেক দিন পর সে প্রশ্ন করেছিল, এই অসুখে কী মানুষ মারাও যায়৷''

সপ্তাহে একবার পরীক্ষার জন্য ক্লিনিকে নিয়ে যাওয়া হয় ইউলিয়ানকে৷ আসল ধাক্কাটা কাটিয়ে উঠেছে সে৷ এখন ভবিষ্যতের দিকে আবার দৃষ্টি দিতে পারে ছোট্ট এই শিশুটি৷ ট্র্যাক্টরের প্রতি দুর্বলতার সঙ্গে মিলিয়ে ভবিষ্যতের কর্মক্ষেত্র সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা আছে তার৷ আর তা হল কৃষিখেতে কৃষকদের কাজে সাহায্য করা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ