1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যান্সার আক্রান্ত রাজকন্যার রূপকথার বিয়ে

২৮ জুন ২০১৭

এ যেন এক রূপকথার রাজকন্যার বিয়ে! ক্যান্সার আক্রান্ত পাঁচ বছরের এইলেড প্যাটারসন বিয়ে করলেন প্রিয় বন্ধু হ্যারিসন গ্রিয়ারকে৷ মৃত্যুর প্রহর গুনছে ছোট রাজকুমারী৷ তাই তার ইচ্ছে পূরণে বাধা দেয়নি কেউ৷

ছবি: YouTube/Inside Edition

দুরারোগ্য ক্যান্সারে (নিউরোব্লাস্টোমা) আক্রান্ত সে৷ রোগের প্রকোপে ঝরে গিয়েছে মাথার সব চুল৷ এখন শুধু মৃত্যুর প্রহর গুনছে ক্ষুদে রাজকুমারী এইলেড প্যাটারসন৷ মৃত্যুর আগে ইচ্ছে পূরণের একটি তালিকা তৈরি করেছে স্কটল্যান্ডের মেয়েটি৷ এর মধ্যে রয়েছে নিজের প্রিয় বন্ধুকে বিয়ে করার ইচ্ছে৷ তার এই ইচ্ছেতে বাধ সাধেনি দুই পরিবার৷ তাই পরিবারের সম্মতিতে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ছয় বছরের হ্যারিসন গ্রিয়ারের সঙ্গে বিয়ে হয়েছে এইলেড প্যাটারসনের৷

দুই পরিবারই বিভিন্ন অসহায় চেষ্টা চালিয়ে যাচ্ছিল ক্যান্সারের কষ্ট ভুলিয়ে মেয়েটির মুখে হাসি ফোটাতে৷ এ অবস্থায় এইলেড নিজেই যখন প্রিয় বন্ধু হ্যারিসনকে বিয়ে করার আবদার করে বসল, তখন একটুও না ভেবে তাতে সম্মতি দিল দুই পরিবার৷ তার ছোট্ট জীবনের এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে তোড়জোর শুরু করে দেয় দুই পরিবার৷

১৮ জুন এইলেড-হ্যারিসনের বিয়ে উপলক্ষে একত্রিত হয়েছিলেন দুই পরিবারের ঘনিষ্টজনরা৷ সন্ধ্যার প্রতিটি মুহূর্ত, প্রতিটি আয়োজনই ছিল একেকটা চমক৷ আর এই চমক ও বিস্ময়ে ছোট্ট এইলেড বেজায় খুশি তার প্রিয় বন্ধুকে পাশে পেয়ে৷ এইলেডের মা গেইল প্যাটারসন শোনান এইলেডের ছোট জীবনের নানা গল্প৷ অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি মানুষের প্রার্থনা ছিল এইলেডের শেষের দিনগুলো যেন ভালো কাটে, আনন্দে, ভালোবাসায় ভরে ওঠে৷

২৩ শে জুন ফেসবুকে বিয়ের ভিডিওটি আপলোড করার পর এ পর্যন্ত ১৭ লাখ বার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি বার৷ ইনসাইড এডিশন ২০ জুন ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর ১ লাখেরও বেশির বার দেখা হয়েছে৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ