1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যান্সার রোগীর শেষ ইচ্ছা পূরণ

২৬ অক্টোবর ২০১৭

মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করা নিঃসন্দেহে মহৎ প্রাণের লক্ষণ৷ সেই কাজটিই যদি একজন নার্স বা ‘সেবিকা’ করেন, তাহলে বোধহয় ‘সেবিকা’ পেশাটির যথার্থ প্রয়োগই হয়৷ সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে এমন এক নার্সের দেখা পাওয়া গেছে৷

প্রতীকী ছবিছবি: Getty Images/C.Somodevilla

এ নিয়ে স্থানীয় টেলিভিশনে রিপোর্টও হয়েছে৷

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের একটি মেডিক্যাল সেন্টারে মার্গারেট স্মিথ নামে ৬৩ বছর বয়সি এক ক্যান্সার রোগী ভর্তি হন৷ প্রায় এক বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত মার্গারেটের অবস্থা এতটাই খারাপ ছিল যে, ডাক্তার তার লিভার  ট্রান্সপ্ল্যান্ট অপারেশনও করতে পারছিলেন না৷

সেই মেডিক্যাল সেন্টারে অলিভিয়া ন্যুফেল্ডার নামে এক নার্স স্মিথের দেখাশুনা করতেন৷ অল্প সময়ে তাঁকে খুব আপন করে নিয়েছিলেন এই নার্স৷ শুধু তাই নয়, মার্গারেটের এক বন্ধুর কাছ থেকে জেনে নিয়ে তাঁকে  হাসপাতালের বিছানায় প্রিয় গানও শুনিয়েছেন অলিভিয়া৷ 

নিজের শেষকৃত্যে ‘ড্যান্সিং ইন দ্য স্কাই' শিরোনামের একটি গান যেন বাজানো হয়, মার্গারেট এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ এক বন্ধুকে৷ আর এটিই ছিল তাঁর শেষ ইচ্ছা৷ অলিভিয়া তাঁকে সেই গানটিই গেয়ে শোনান৷ গান গাওয়ার সময় তিনি মার্গারেটের হাত ধরে ছিলেন৷ এক পর্যায়ে আপ্লুত হয়ে তাঁকে নিজের চোখও মুছতে দেখা যায়৷

পরে এক সাক্ষাৎকারেও আপ্লুত হয়ে পড়ার কথা স্বীকার করেছেন নার্স অলিভিয়া৷ জানিয়েছেন, মানবিক কাজ করতে গিয়ে সত্যিই কীভাবে যেন মানুষের সাথে তাঁর আত্মার সম্পর্ক গড়ে ওঠে৷

গানের ভিডিওটি ধারণ করেন মার্গারেটের সেই ঘনিষ্ঠ বন্ধু৷ বুধবার পোস্ট করার পর মাত্র একদিনেই ২০ লাখেরও বেশিবার ভিডিওটি দেখা হয়েছে৷

তবে দুঃখজনক হলেও সত্যি, শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় মার্গারেটকে৷ ভীষণ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে অন্য এক ক্লিনিকে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷  

এএম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ