সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৭ বছর বয়সি স্পার্কস ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলের দাঙ্গাকারীদের মধ্যে প্রথম ভিতরে ঢুকেছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারক টিমোথি কেলি তার রায়ে বলেছেন, জনসাধারণের প্রবেশ যেখানে নিয়ন্ত্রিত, সেই জায়গায় ঢুকে নাশকতামূলক কাজ করার জন্য এবং নাগরিক অস্থিরতা তৈরির জন্য স্পার্কসকে ৫৩ মাসের কারাদণ্ড ও দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে।
ক্যাপিটলের নজরদারি ভিডিওতে দেখা গেছে, স্পার্কস জানালা দিয়ে ঢুকে মেঝেতে লাফিয়ে নামছেন। অন্যরা চিৎকার করে তাকে ঢুকতে মানা করেছিলেন। কিন্তু সেনেটের দরজার পাশের জানালা দিয়ে স্পার্কস ভিতরে ঢুকে পড়েন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
বুধবার অনেকটা সময় ট্রাম্প সমর্থকদের দখলে ছিল মার্কিন ক্যাপিটল৷ বিস্তর ক্ষতি করেছেন তারা৷ জানুন ছবিঘরে...
ছবি: Alex Wong/Getty Images
যা হয়েছিল
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদভবন ক্যাপিটলে ঢুকে পড়লেন উত্তেজিত ডনাল্ড ট্রাম্প সমর্থকরা৷ পুলিশের বাধা না মেনে দখল নেন ক্যাপিটল ভবনের একতলার৷ বিক্ষোভকারীদের থামাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে৷ পরে, বাধ্য হয়ে গুলি চালায়৷ সব মিলিয়ে ক্যাপিটল ভবন ও সংবাদমাধ্যমের নানা সম্পত্তির অনেক ক্ষতি হয়৷
ছবি: REUTERS
রক্তাক্ত ক্যাপিটল
নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প সমর্থকদের ক্রোধের আঁচ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জ্যাকারি টেলরের আবক্ষমূর্তিতেও লেগেছে৷ ক্যাপিটলের ভেতরে হাতাহাতির ফলে রক্তপাত ঘটে, সেই রক্ত দেখা যাচ্ছে প্রেসিডেন্ট টেলরের মূর্তির গায়েও৷
ছবি: Samuel Corum/Getty Images
ভাঙচুর যত
বুধবার টেলিভিশন থেকে ইন্টারনেট সর্বত্র ছেয়ে ছিল ক্যাপিটলে ভাঙচুরের ছবি৷ বিক্ষুব্ধরা শুধু ক্যাপিটলের বিভিন্ন দরজা, জানালার কাঠ-কাঁচ ভেঙেই থামেনি, ভেতরের মূল পোডিয়ামও কাঁধে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা৷ একটি ভিডিওতে দেখা যায় কয়েক শতক পুরোনো আসবাব, ঝাড়বাতি সব টেনে মাটিতে ফেলে দিতে৷
ছবি: Erin Scott/REUTERS
যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
ক্যাপিটলে উপস্থিত হাউস প্রতিনিধি জেসন ক্রো বলেন, ‘‘আমাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়৷ পালাবার পথ ছিল না৷ যখন আমি ইরাক বা আফগানিস্তানে লড়ছিলাম, তখনও আমি এতটা ভীত হয়েছিলাম৷ এরপর আর কখনো এমন অনুভূতি হয়নি৷ কিন্তু সেই সময় আমার সামনে লড়ে বিপদ থেকে বেরোবার পথ ছিল৷ লড়ার জন্য ক্যাপিটলে আমার পকেটের কলম ছাড়া আর কোনো অস্ত্র ছিল না৷’’
ছবি: Alex Wong/Getty Images
আক্রান্ত সংবাদমাধ্যম
শুধু ক্যাপিটলের ভেতরে নয়, বাইরে থাকা সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন৷ বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা, মাইক ভাঙা হয়েছে৷ সাংবাদিকদের গালিও দেওয়া হয়৷ ওপরের ছবিতেও তার প্রতিফলন৷ ক্যাপিটলের দরজার ওপরে লেখা ‘মার্ডার দ্য মিডিয়া!’
ছবি: Erin Scott/REUTERS
সন্ত্রাস ও মৃত্যু
বুধবারের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে, রয়েছেন এক পুলিশকর্মীও৷ ভাঙচুর, মারামারি ও হাতাহাতির ভয়াবহতার কারণে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বুধবারের ঘটনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে৷
ছবি: Jonathan Ernst/REUTERS
6 ছবি1 | 6
সামাজিক মাধ্যমে যা লিখেছিলেন
ক্যাপিটলে ঢুকে স্পার্কস চিৎকার করে বলেছিলেন, 'এটা আমাদের অ্যামেরিকা'। তিনি তখন প্রচণ্ড উত্তেজিত ছিলেন। তার আগে তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ''আমরা গৃহযুদ্ধ চাই''।
মার্কিন বিচারবিভাগ জানিয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার অভিযোগে এক হাজার ৪৮৮ জনের বিরুদ্ধে অভিয়োগ দায়ের করা হয়েছে।
সেদিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে হামলা করে। ততক্ষণে বাইডেনের কাছে ট্রাম্পের হারের খবর চলে এসেছে।
ক্যাপিটলে দাঙ্গার জেরে পাঁচজন মারা গেছিলেন। একজন পুলিশ অফিসারকে পিটিয়ে মারা হয়, একজন দাঙ্গাকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান, তাণ্ডবের সময় তিনজন মারা যান।