ক্যাপিটল দাঙ্গার তদন্ত কমিটির সামনে ইভানকা ট্রাম্প
৬ এপ্রিল ২০২২
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এবং কন্যা ইভানকা ট্রাম্প ক্যাপিটল ভবনে দাঙ্গার তদন্ত করা কংগ্রেসের কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন৷ তার স্বামী জেরড ক্যাশনারও তদন্ত কমিটির সামনে উপস্থিত হয়েছেন৷
বিজ্ঞাপন
ছয় জানুয়ারির ক্যাপিটল দাঙ্গা নিয়ে গঠিত কংগ্রেসের কমিটির সামনে মঙ্গলবার ভার্চুয়ালি সাক্ষ্য দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প৷
আট ঘণ্টা মার্কিন প্রতিনিধি পরিষদের কমিটির নানা প্রশ্নের উত্তর দিয়েছেন এই ব্যবসায়ী, যিনি ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার উপদেষ্টা ছিলেন৷
ইভানকা অবশ্য স্বেচ্ছায় কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন৷ তদন্ত কমিটি আগেই জানিয়েছিল যে ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালালে তখন সহিংসতা বন্ধে উদ্যোগী হতে প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন ইভানকা ৷
মার্কিন ক্যাপিটল ভবনে সেই হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়৷ ১৩০ জন পুলিশ অফিসার আক্রান্ত হন৷ ক্যাপিটলের ভিতরে ঢুকে তছনছ করে দেওয়া হয় সবকিছু৷ অ্যামেরিকার ইতিহাসে প্রথম এমন হামলার ঘটনা ঘটে৷ ডনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠরা হামলায় ইন্ধন যুগিয়েছিলেন কিনা তা তদন্ত হচ্ছে এখন৷
ইভানকা ট্রাম্পের অন্যরকম জীবনধারা
ধনী পিতামাতার সন্তান থেকে মডেল, প্রেসিডেন্ট কন্যা -ইভানকা ট্রাম্পের জীবন যে অন্য আর দশটা মেয়ের মতো নয়, তা বোঝাই যাচ্ছে৷ এখানে রয়েছে তাঁর অন্যরকম জীবনযাপনের কিছু মুহূর্ত৷
ছবি: picture-alliance/dpa/I. Savignano
বিচ্ছেদের সন্তান
১৯৯৪ সালে নিউ ইয়র্কে ইউএস ওপেন চলাকালে তোলা এই ছবিতে ১২ বছরের ইভানকা আর তাঁর ধনী ব্যবসায়ী বাবা ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে৷ ইভানকা মেরি ট্রাম্পের জন্ম ১৯৮১ সালে৷ তাঁর মা চেক-অ্যামেরিকান মডেল ইভানা ট্রাম্প৷ ইভানকা, ট্রাম্প ও ইভানা দম্পতির দ্বিতীয় সন্তান৷ ইভানকার যখন ১০ বছর বয়স তখন তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে৷
ছবি: picture alliance/ASSOCIATED PRESS/R. Frehm
সম্মিলিত যৌথ পরিবার
ইভানকা তাঁর ছোট সৎ বোন টিফানিকে কোলে নিয়ে আছেন৷ ট্রাম্পের ৫০তম জন্মদিনে তোলা এই ছবিতে তাঁর দ্বিতীয় স্ত্রী মার্লাকে দেখা যাচ্ছে৷ ইভানকারা চার ভাই-বোন৷
ছবি: picture-alliance/dpa/A. Savignano
কিশোরী মডেল
১৯৯৭ সালে ১৬ বছর বয়সি ইভানকা প্যারিসে বিখ্যাত ডিজাইনার টিয়েরি মুগলারের একটি ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন৷ মাত্র ১৫ বছর বয়সে ইভানকা মুগলারের হয়ে মডেলিং শুরু করেন৷ এছাড়া ভ্যার্সাচে এবং পাকো রাবানে-র হয়েও মডেলিং করেছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
আদর্শ মডেলের খোঁজে
১৯৯৭ সালে নিউ ইয়র্কের ব্রিজহ্যাম্পটনে একটি পোলো ক্লাবে কিশোরী ইভানকা তাঁর ধনী বাবার দিকে তাকিয়ে আছে৷
ছবি: picture-alliance/dpa/ipol Grant
মাল্টি-মিলিয়ন ব্যবসায়ী নারী
২০১২ সালে নিউ ইয়র্কে ‘ইভানকা ট্রাম্প কালেকশন রানওয়ে’-র উদ্বোধনের দিন কথা বলছেন ট্রাম্প কন্যা৷ এই কোম্পানিতে ডায়পার ব্যাগ থেকে শিশুদের জুতা, জামা, অলংকার সব পাওয়া যায়৷
ছবি: picture alliance/abaca/D. Van Tine
অপরাধে অংশীদার
২০১২ সালে ইস্তানবুলে ট্রাম্প টাওয়ার মল উদ্বোধনের সময় তোলা ছবিতে ইভানকা আর ডোনাল্ড হাসছেন৷ ২০০৫ সালে পরিবার ব্যবসায় যুক্ত হন ইভানকা৷ দুই ভাই ডোনাল্ড জুনিয়র এবং এরিক-এর সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন৷ সে সময়ে ইভানকা ঘোষণা দেন, বাবা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে এই অর্গানাইজেশন থেকে ছুটি নেবেন তিনি৷
ছবি: picture alliance/dpa/T. Bozoglu
পারিবারিক জীবন
ছবিটি ইভানকার স্বামী জ্যারেড কুশনার এবং তাঁদের সন্তানদের৷ ২০১৭ সালে ওয়েস্ট পাম বিচে এয়ারফোর্স ওয়ানে করে পৌঁছান ইভানকা পরিবার৷ ইভানকা, কুশনারকে বিয়ে করেন ২০০৯ সালে৷ তাঁদের তিনটি সন্তান৷
ছবি: picture alliance/AP Images/W. Lee
ট্রাম্পের প্রচারণায় প্রধান নেতৃত্ব
২০১৬ সালে সাউথ ক্যারোলাইনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বাবার পক্ষে সমর্থদের উদ্দেশে বক্তব্য রাখছেন ইভানকা ট্রাম্প৷ ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় তাঁর মুখ্য ভূমিকা ছিল এবং নারী ভোটারদের টানতে তাঁর প্রচারণা সাহায্য করেছিল বলে ধারণা করা হয়৷
ছবি: picture alliance/AP Photo/A. Sanz
হোয়াইট হাউজের পথে
২০১৭ সালের মার্চে হোয়াইট হাউজের কেবিনেট কক্ষে ছবিটি তোলা, যাতে দেখা যাচ্ছে ইভানকা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ফিসফিস করে কথা বলছেন৷ গত সপ্তাহে যখন ঘোষণা করা হয় ইভানকা তাঁর বাবার উপদেষ্টা হতে যাচ্ছেন৷ নির্দিষ্ট কোনো পদ না থাকলেও, হোয়াইট হাউজে তাঁর একটি অফিস থাকবে৷ এ নিয়ে ব্যাপক সমালোচনা মুখে পড়েন তিনি৷
হোয়াইট হাউজে তাণর অনানুষ্ঠানিক ভূমিকা নিয়ে নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা যখন সমালোচনায় মুখর, তখন ২৯ মার্চ ইভানকা জানান যে, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতে চলেছেন৷
ছবি: picture alliance/dpa/J. Szenes
10 ছবি1 | 10
তদন্ত প্রায় শেষ
কমিটি ইতোমধ্যে আটশোর মতো প্রতক্ষ্যদর্শীর সাক্ষ্য নিয়েছে, যাদের মধ্যে ইভানকা ট্রাম্পের স্বামী জেরড ক্যাশনারও রয়েছেন৷ গতসপ্তাহে তাকে ছয় ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করেছিল কংগ্রেসের কমিটি৷
তদন্ত কমিটির ডেমোক্রেটিক চেয়ারম্যান বেনি টম্পসন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘‘ইভানকা নানা প্রশ্নের উত্তর দিয়েছেন৷ আমি যেটা বোঝাচ্ছি তাহচ্ছে, তিনি কোনো আড্ডার ছলে নয়, বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন৷’’
‘‘তিনি নিজেই এসেছেন৷ অবশ্যই সেটার বাড়তি গুরুত্ব রয়েছে৷ আমাদের আদালতের মাধ্যমে কোনো সমন জারি করতে হয়নি,'' যোগ করেন টম্পসন৷
এদিকে, তদন্তকাজ প্রায় শেষ হয়ে গেছে বলে জানা গেছে৷ মে মাসে এসংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হবে৷
এআই/কেএম (এএফপি, রয়টার্স)
বাস্তেই থেকে ক্যাপিটল: সরকারি ভবনে হামলার কিছু ঐতিহাসিক ঘটনা
৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে হামলার ঘটনায় হতবাক বিশ্ব৷ কিন্তু এটাই প্রথম নয়৷ ইতিহাসে এমন আরও কয়েকটি ঘটনার কথা জানুন ছবিঘরে৷
ছবি: akg-images/picture alliance
১৭৮৯: ফরাসি বিপ্লব
১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের বাস্তেই দুর্গ পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়৷ এই দুর্গে স্বাধীনতাকামী রাজনীতিবিদদের বন্দি করে নির্যাতন করা হত৷ বিক্ষুব্ধ মানুষ ফ্রান্সের রাজতন্ত্রের বিরোধিতা করতে দুর্গে চড়াও হয়৷ নিহত হয় দুই শতাধিক৷ ফ্রান্সে বর্তমানে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় ১৪ জুলাই৷
ছবি: akg-images/picture alliance
১৯১৭: অক্টোবর বিপ্লব
রাশিয়ায় অক্টোবর বিপ্লব শুরু হয় যখন বলশেভিকরা উইন্টার প্যালেসে হামলা চালায়৷ প্রাদেশিক সরকারের অফিস ছিলো এটি৷ ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার জারের পতন ঘটে৷ ‘রেড অক্টোবরে’ বলশেভিকরা রাজধানী সেন্ট পিটার্সব্যর্গ থেকে সরকার উৎখাতে সফল হয়৷
ছবি: picture-alliance/akg
১৯৫৮: ইরাকে সামরিক অভ্যুত্থান
সে বছরের জুলাইয়ে বাগদাদে বাদশাহ ফয়সালের প্রাসাদে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় রাজতন্ত্রের৷ বাদশাহ ফয়সাল এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের হত্যা করা হয়৷
ছবি: picture-alliance/akg-images
১৯৭৩: চিলির সামরিক অভ্যুত্থান
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেন্ট সালভাতরে আলেন্দে তিন বছর ক্ষমতায় থাকার পর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী৷ ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবন দখল করে নেয় সামরিকবাহিনীর সদস্যরা৷ আলেন্দে আত্মহত্যা করেন এবং চিলিতে আগুস্তো পিনোশের নৃশংস সামরিক স্বৈরাচারী শাসন শুরু হয়৷
ছবি: OFF/AFP/Getty Images
১৯৮১: স্পেনে অভ্যুত্থানের চেষ্টা
ঐ বছরের ২৩ ফেব্রুয়ারি লেফটেনেন্ট গভর্নর আন্তোনিও তেজেরো মলিনা ২০০ পুলিশ ও সেনা নিয়ে স্পেনের পার্লামেন্ট ভবনে ঢুকে পার্লামেন্ট সদস্যদের ১৮ ঘণ্টা জিম্মি করে রাখে৷ রাজা খুয়ান কার্লোসের মধ্যস্থতায় ফ্রাঙ্কো শাসনামলের শেষে গণতন্ত্রের পথে উত্তরণ হয় দেশটির৷ অভ্যুত্থান ব্যর্থ হয় এবং মলিনাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়৷
ছবি: picture-alliance/ dpa
১৯৩৩: জার্মান পার্লামেন্ট
সে বছরের ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটে৷ চ্যান্সেলর হিসেবে হিটলারের শপথ নেয়ার চার সপ্তাহ পর এক বিদ্রোহী জার্মান পার্লামেন্ট ভবনের নীচতলায় আগুন দেয়৷ গত বছরের আগস্টে করোনা সংক্রমণ প্রতিরোধে কড়াকড়ি উঠিয়ে নেয়ার দাবিতে ভবনে চড়াও হওয়ার চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা৷ এদের বেশিরভাগই ছিলো কট্টর ডানপন্থি দলের সমর্থক৷
ছবি: Reuters/C. Mang
২০২১: ক্যাপিটল ভবন
২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ৬ জানুয়ারি কয়েক হাজার ট্রাম্প সমর্থক কংগ্রেস ভবনের সামনে জড়ো হয়৷ এক পর্যায়ে ভবনে হামলা চালায় সহিংস বিক্ষোভকারীরা৷ নিহত হয় চারজন৷