যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ঢুকে পড়েছিল ডনাল্ড ট্রাম্পের কয়েক হাজার বিক্ষুব্ধ সমর্থক৷ কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করেও তাদের ছত্রভঙ্গ করতে না পেরে বাধ্য হয়ে ক্যাপিটল ভবন অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ।
বিজ্ঞাপন
পরে রায়ট পুলিশ এসে বিক্ষোভকারীদের ক্যাপিটল ভবন থেকে সরিয়ে দিতে সক্ষম হয়৷ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় কারফিউ জারির পরও অনেক মানুষকে ভবনের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে৷
এর আগে ভবনটিতে কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই অভূতপূর্ব এই ঘটনা ঘটে৷ ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোয়ার্স স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে সারা শহরে কারফিউ জারি করেছেন।
এর আগে এক সভায় নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নেয়ার ঘোষণা দেন ট্রাম্প৷ কংগ্রেস অধিবেশনের বিরোধিতায় আয়োজিত সেই সভা থেকেই পরে বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকদের একাংশ ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে৷
ট্রাম্প সমর্থকদের ‘সেভ অ্যামেরিকা মার্চ’
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে তার সমর্থকরা রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘সেভ অ্যামেরিকা মার্চ’ শুরু করেছে৷ ছবিঘরে বিস্তারিত৷
ছবি: Jim Urquhart/REUTERS
ট্রাম্পের আহ্বান
২০২০ সালের মার্কিন নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে বলে বরাবরই দাবি করে আসছেন বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ এবার ওয়াশিয়টন ডিসিতে এক সমাবেশের আহ্বান করলেন তিনি৷ স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় হোয়াইট হাউজের কাছে এলিপসে সমর্থকদের উদ্দেশে ট্রাম্পের ভাষণ দেয়ার কথা৷
কী হবে ৬ জানুয়ারি?
ইলেক্টোরাল কলেজের ভোটের যে ফল জানা গেছে সেটা এখনো ‘আনুষ্ঠানিক’ ফলাফল নয়৷ এই ভোটের ফল পাঠানো হয়েছে রাজধানীতে এবং ছয় জানুয়ারি কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভোট আনুষ্ঠানিকভাবে গণনা করা হবে৷ এরপরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা৷
ছবি: Shannon Stapleton/REUTERS
ট্রাম্পের কর্মকাণ্ড
মার্কিন নির্বাচনে হার নিশ্চিত হওয়ার পর থেকে একের পর এক নাটকের জন্ম দিয়ে চলেছেন ডনাল্ড ট্রাম্প৷ যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর হয়নি এমন অনেক কিছুই করছেন তিনি৷ এবার দিলেন নির্বাচনের ফলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক৷
ছবি: Samuel Corum/Getty Images
উত্তপ্ত ওয়াশিংটন ডিসি
রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ট্রাম্প সমর্থকরা৷ ‘মার্চ টু সেভ অ্যামেরিকা’ ব্যানার নিয়ে সুপ্রিম কোর্টের সামনে জড়ো হয়েছেন তারা৷ বিক্ষোভকারীদের দমাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে৷ এতে আহত হন কয়েকজন৷
ছবি: Shannon Stapleton/REUTERS
সততার জয় কামনা...
‘সততার মূল্যায়ন হোক, জালিয়াতির নয়’ এমন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সুপ্রিম কোর্টের সামনে৷ কারো হাতে প্ল্যাকার্ড ‘চুরি বন্ধ কর’৷
ছবি: Jim Urquhart/REUTERS
হাজারো সমর্থক
সমাবেশকে কেন্দ্র করে ৫ হাজার সমর্থক এরই মধ্যে ডিসিতে পৌঁছেছেন৷ সমাবেশে ৩৫ হাজার সমর্থক যোগ দেবেন বলে জানা গেছে৷
ছবি: Samuel Corum/AFP
গ্রেপ্তার
ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, তারা স্থানীয় সময় মঙ্গলবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে৷ এদের মধ্যে একজনের বিরুদ্ধে পুলিশকে আঘাত করার অভিযোগ আনা হয়েছে৷
ছবি: Shannon Stapleton/REUTERS
অদ্ভুত সাজপোশাকে
কেউ কেউ এমন সাজপোশাকে উপস্থিত হয়েছেন, মনে হচ্ছে কোনো কার্নিভালে অংশ নিতে এসেছেন৷
ছবি: Jonathan Ernst/REUTERS
রক্ষণশীলদের সক্রিয়তা
প্রাউড বয়েজসহ অন্য রক্ষণশীল ট্রাম্প-সমর্থকরা বড় ধরনের মহড়ার প্রস্তুতি নিচ্ছে৷ এছাড়া কট্টরপন্থি ডানপন্থি গ্রুপ থ্রি পার্সেন্টার্সও ফ্রিডম প্লাজায় নেমেছে বিক্ষোভে৷ শিরোস্ত্রাণ আর বর্ম পরেও বিক্ষোভে অংশ নিয়েছেন কেউ কেউ৷
ছবি: Leah Millis/REUTERS
মামলা
ভোট চুরির অভিযোগে বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে ডনাল্ড ট্রাম্পের করা মামলাগুলো একের পর এক খারিজ হয়ে যাচ্ছে৷ ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন তারা৷