1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন বিক্ষোভ

৬ জানুয়ারি ২০২১

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ঢুকে পড়েছিল ডনাল্ড ট্রাম্পের কয়েক হাজার বিক্ষুব্ধ সমর্থক৷  কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করেও তাদের ছত্রভঙ্গ করতে না পেরে বাধ্য হয়ে ক্যাপিটল ভবন অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ।

USA | Präsidentschaftswahl | Demonstranten im Capitol
ছবি: Samuel Corum/Getty Images

পরে রায়ট পুলিশ এসে বিক্ষোভকারীদের ক্যাপিটল ভবন থেকে সরিয়ে দিতে সক্ষম হয়৷ স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় কারফিউ জারির পরও অনেক মানুষকে ভবনের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে৷ 

এর আগে ভবনটিতে কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই অভূতপূর্ব এই ঘটনা ঘটে৷ ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোয়ার্স স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে সারা শহরে কারফিউ জারি করেছেন।

ছবি: Jim Urquhart/REUTERS

এর আগে এক সভায় নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নেয়ার ঘোষণা দেন ট্রাম্প৷ কংগ্রেস অধিবেশনের বিরোধিতায় আয়োজিত সেই সভা থেকেই পরে বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকদের একাংশ ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে৷

এসিবি/এফএস (এএফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ