ক্যাপিটলে তাণ্ডবের আগে তিনি যা বলেছিলেন, তা একেবারে ঠিক বলে মনে করেন ট্রাম্প। তাঁর দাবি, তাঁকে ইমপিচ করার চেষ্টায় মানুষ খুবই ক্রুদ্ধ।
বিজ্ঞাপন
ট্রাম্প বদলাবেন না। ক্যাপিটলের মতো ঘটনার পরও নয়। ক্যাপিটলে তাঁর সমর্থকদের তাণ্ডবের আগে ট্রাম্প অত্যন্ত বিতর্কিত একটি ভাষণ দিয়েছিলেন। যার জেরেই তাঁর সমর্থকরা ক্যাপিটলে যান এবং সহিংস তাণ্ডব করেন বলে অভিযোগ। তারপর অ্যামেরিকা তো বটেই, সারা বিশ্ব ট্রাম্পের নিন্দায় মুখর।
তাঁর সমর্থকদের ক্যাপিটলে যাওয়ার উস্কানি নিয়ে ট্রাম্পের সমালোচনা কম হয়নি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, তিনি একটিও অন্যায্য কথা বলেননি। তিনি যা বলেছেন ঠিক বলেছেন।
হোয়াইট হাউস থেকে ট্রাম্প এদিন টেক্সাস যান। মেক্সিকোর সীমানায় দেওয়াল তৈরির কাজ দেখতে। তার আগে ওয়াশিংটনে ট্রাম্প যা বলেছেন, তার মধ্যে দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি তাঁর সমর্থকদের যা বলেছিলেন তা একেবারে ঠিক কথা। দ্বিতীয়ত, ডেমোক্র্যাটরা তাঁকে ইমপিচ করার চেষ্টা করায় মানুষ অত্যন্ত ক্রুদ্ধ।
বুধবারই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিয়ে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হতে পারে। তারপর তা সেনেটে যাবে। তার আগে ট্রাম্পের বক্তব্য, অভিশংসন প্রস্তাব দেশের ভাবমূর্তিতে ধাক্কা দিয়েছে এবং এর ফলে প্রবল ক্রোধও তৈরি হয়েছে।
বাস্তেই থেকে ক্যাপিটল: সরকারি ভবনে হামলার কিছু ঐতিহাসিক ঘটনা
৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে হামলার ঘটনায় হতবাক বিশ্ব৷ কিন্তু এটাই প্রথম নয়৷ ইতিহাসে এমন আরও কয়েকটি ঘটনার কথা জানুন ছবিঘরে৷
ছবি: akg-images/picture alliance
১৭৮৯: ফরাসি বিপ্লব
১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের বাস্তেই দুর্গ পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়৷ এই দুর্গে স্বাধীনতাকামী রাজনীতিবিদদের বন্দি করে নির্যাতন করা হত৷ বিক্ষুব্ধ মানুষ ফ্রান্সের রাজতন্ত্রের বিরোধিতা করতে দুর্গে চড়াও হয়৷ নিহত হয় দুই শতাধিক৷ ফ্রান্সে বর্তমানে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় ১৪ জুলাই৷
ছবি: akg-images/picture alliance
১৯১৭: অক্টোবর বিপ্লব
রাশিয়ায় অক্টোবর বিপ্লব শুরু হয় যখন বলশেভিকরা উইন্টার প্যালেসে হামলা চালায়৷ প্রাদেশিক সরকারের অফিস ছিলো এটি৷ ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার জারের পতন ঘটে৷ ‘রেড অক্টোবরে’ বলশেভিকরা রাজধানী সেন্ট পিটার্সব্যর্গ থেকে সরকার উৎখাতে সফল হয়৷
ছবি: picture-alliance/akg
১৯৫৮: ইরাকে সামরিক অভ্যুত্থান
সে বছরের জুলাইয়ে বাগদাদে বাদশাহ ফয়সালের প্রাসাদে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় রাজতন্ত্রের৷ বাদশাহ ফয়সাল এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের হত্যা করা হয়৷
ছবি: picture-alliance/akg-images
১৯৭৩: চিলির সামরিক অভ্যুত্থান
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেন্ট সালভাতরে আলেন্দে তিন বছর ক্ষমতায় থাকার পর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী৷ ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবন দখল করে নেয় সামরিকবাহিনীর সদস্যরা৷ আলেন্দে আত্মহত্যা করেন এবং চিলিতে আগুস্তো পিনোশের নৃশংস সামরিক স্বৈরাচারী শাসন শুরু হয়৷
ছবি: OFF/AFP/Getty Images
১৯৮১: স্পেনে অভ্যুত্থানের চেষ্টা
ঐ বছরের ২৩ ফেব্রুয়ারি লেফটেনেন্ট গভর্নর আন্তোনিও তেজেরো মলিনা ২০০ পুলিশ ও সেনা নিয়ে স্পেনের পার্লামেন্ট ভবনে ঢুকে পার্লামেন্ট সদস্যদের ১৮ ঘণ্টা জিম্মি করে রাখে৷ রাজা খুয়ান কার্লোসের মধ্যস্থতায় ফ্রাঙ্কো শাসনামলের শেষে গণতন্ত্রের পথে উত্তরণ হয় দেশটির৷ অভ্যুত্থান ব্যর্থ হয় এবং মলিনাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়৷
ছবি: picture-alliance/ dpa
১৯৩৩: জার্মান পার্লামেন্ট
সে বছরের ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটে৷ চ্যান্সেলর হিসেবে হিটলারের শপথ নেয়ার চার সপ্তাহ পর এক বিদ্রোহী জার্মান পার্লামেন্ট ভবনের নীচতলায় আগুন দেয়৷ গত বছরের আগস্টে করোনা সংক্রমণ প্রতিরোধে কড়াকড়ি উঠিয়ে নেয়ার দাবিতে ভবনে চড়াও হওয়ার চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা৷ এদের বেশিরভাগই ছিলো কট্টর ডানপন্থি দলের সমর্থক৷
ছবি: Reuters/C. Mang
২০২১: ক্যাপিটল ভবন
২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ৬ জানুয়ারি কয়েক হাজার ট্রাম্প সমর্থক কংগ্রেস ভবনের সামনে জড়ো হয়৷ এক পর্যায়ে ভবনে হামলা চালায় সহিংস বিক্ষোভকারীরা৷ নিহত হয় চারজন৷
ছবি: Shannon Stapleton/REUTERS
7 ছবি1 | 7
এফবিআই আগে থেকেই মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেছে, বাইডেন প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেয়ার দিন বা তার আগে অথবা পরে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র হাঙ্গামা করতে পারে। সে জন্য ওয়াশিংটনে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
ট্রাম্প কী বলেছিলেন
গত ৬ জানুয়ারি ট্রাম্প তাঁর সমর্থকদের সরাসরি বলেছিলেন, ''আমরা ক্যাপিটলে যাব, আমাদের সাহসী সেনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহিত করব। তবে কয়েকজনকে উৎসাহিত করার জন্যই আমরা সেখানে যাব না। আপনাদের শক্তি দেখাতে হবে।''
ট্রাম্প বলেছিলেন, ''ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নিজের কর্তব্য পালনের সাহস থাকা উচিত।'' তার মানে ট্রাম্প চেয়েছিলেন, পেন্স তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ভোটের ফলকে অগ্রাহ্য করুন।
সমর্থকদের ট্রাম্প সরাসরি বলেন, ''আমি জানি, আপনারা তাড়াতাড়ি ক্যাপিটলে যাবেন এবং শান্তিপূর্ণভাবে এবং দেশভক্তিকে সঙ্গী করে আপনাদের ক্ষমতা প্রদর্শন করবেন।''
এরপরই ট্রাম্প সমর্থকরা ক্যাপিটলে যান, তাণ্ডব করেন, এর ফলে পাঁচজন মারা গেছেন, ভবনের ক্ষতি হয়েছে, গণতন্ত্র আক্রান্ত হয়েছে বলে বিশ্ব জুড়ে রব উঠেছে।
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
বুধবার অনেকটা সময় ট্রাম্প সমর্থকদের দখলে ছিল মার্কিন ক্যাপিটল৷ বিস্তর ক্ষতি করেছেন তারা৷ জানুন ছবিঘরে...
ছবি: Alex Wong/Getty Images
যা হয়েছিল
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদভবন ক্যাপিটলে ঢুকে পড়লেন উত্তেজিত ডনাল্ড ট্রাম্প সমর্থকরা৷ পুলিশের বাধা না মেনে দখল নেন ক্যাপিটল ভবনের একতলার৷ বিক্ষোভকারীদের থামাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে৷ পরে, বাধ্য হয়ে গুলি চালায়৷ সব মিলিয়ে ক্যাপিটল ভবন ও সংবাদমাধ্যমের নানা সম্পত্তির অনেক ক্ষতি হয়৷
ছবি: REUTERS
রক্তাক্ত ক্যাপিটল
নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প সমর্থকদের ক্রোধের আঁচ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জ্যাকারি টেলরের আবক্ষমূর্তিতেও লেগেছে৷ ক্যাপিটলের ভেতরে হাতাহাতির ফলে রক্তপাত ঘটে, সেই রক্ত দেখা যাচ্ছে প্রেসিডেন্ট টেলরের মূর্তির গায়েও৷
ছবি: Samuel Corum/Getty Images
ভাঙচুর যত
বুধবার টেলিভিশন থেকে ইন্টারনেট সর্বত্র ছেয়ে ছিল ক্যাপিটলে ভাঙচুরের ছবি৷ বিক্ষুব্ধরা শুধু ক্যাপিটলের বিভিন্ন দরজা, জানালার কাঠ-কাঁচ ভেঙেই থামেনি, ভেতরের মূল পোডিয়ামও কাঁধে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা৷ একটি ভিডিওতে দেখা যায় কয়েক শতক পুরোনো আসবাব, ঝাড়বাতি সব টেনে মাটিতে ফেলে দিতে৷
ছবি: Erin Scott/REUTERS
যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
ক্যাপিটলে উপস্থিত হাউস প্রতিনিধি জেসন ক্রো বলেন, ‘‘আমাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়৷ পালাবার পথ ছিল না৷ যখন আমি ইরাক বা আফগানিস্তানে লড়ছিলাম, তখনও আমি এতটা ভীত হয়েছিলাম৷ এরপর আর কখনো এমন অনুভূতি হয়নি৷ কিন্তু সেই সময় আমার সামনে লড়ে বিপদ থেকে বেরোবার পথ ছিল৷ লড়ার জন্য ক্যাপিটলে আমার পকেটের কলম ছাড়া আর কোনো অস্ত্র ছিল না৷’’
ছবি: Alex Wong/Getty Images
আক্রান্ত সংবাদমাধ্যম
শুধু ক্যাপিটলের ভেতরে নয়, বাইরে থাকা সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন৷ বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা, মাইক ভাঙা হয়েছে৷ সাংবাদিকদের গালিও দেওয়া হয়৷ ওপরের ছবিতেও তার প্রতিফলন৷ ক্যাপিটলের দরজার ওপরে লেখা ‘মার্ডার দ্য মিডিয়া!’
ছবি: Erin Scott/REUTERS
সন্ত্রাস ও মৃত্যু
বুধবারের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে, রয়েছেন এক পুলিশকর্মীও৷ ভাঙচুর, মারামারি ও হাতাহাতির ভয়াবহতার কারণে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বুধবারের ঘটনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে৷
ছবি: Jonathan Ernst/REUTERS
6 ছবি1 | 6
রিপাবলিকানরা কী করবেন
ডেমোক্র্যাটরা ট্রাম্পকে অবিলম্বে ইমপিচ করতে চান। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে প্রস্তাব পাস করানো তাদের পক্ষে সম্ভবত অসুবিধাজনক হবে না। কারণ, এখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাস করানো যাবে। প্রশ্ন হলো সেনেটে কী হবে? সেখানে প্রস্তাব পাস করাতে গেলে দুই তৃতীয়াংশ ভোট লাগবে। তাই জরুরি প্রশ্ন হলো রিপাবলিকানরা কী করবেন?
নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, রিপাবলিকান নেতা ম্যাকনেল ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, ডেমোক্র্যাটরা অভিশংসন প্রস্তাব আনায় তিনি খুশি। তিনি মনে করেন, ট্রাম্পকে ইমপিচ করা হলে পার্টি থেকেও তাঁকে ছেঁটে ফেলা সম্ভব হবে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ম্যাকনেল তাঁর সহযোগীদের বলেছেন, ট্রাম্প গুরুতর অপরাধ করেছেন, তাই তাঁকে ইমপিচ করা উচিত। আরেক রিপাবলিকান সদস্য লিজ চেনি জানিয়েছেন, তিনি অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেবেন।
রিপাবলিকান সদস্যদের মধ্যেও ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ্যে আসছে। তবে এক, দুই জন অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিলে হবে না, বেশ কিছু রিপাবলিকান সেনেটরকে প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। তা হলেই একমাত্র ট্রাম্পকে ইমপিচ করা যাবে।