ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ডেভিড ক্যামেরনের ‘বিদায়' সূচিত করেছিল ‘ব্রেক্সিট'৷ এবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ব্রিটেন৷ বুধবার নতুন এবং দেশের ইতিহাসের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করছেন টেরেসা মে৷
বিজ্ঞাপন
প্রথম কাজ, বাকিংহাম প্যালেসে গিয়ে রানিকে দায়িত্ব গ্রহণের কথা জানানো৷ বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইতিমধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন থেরেসা মে'র নাম৷ আন্দ্রেয়া লিডসম তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় ৫৯ বছর বয়সি টেরেসা মে'র প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়৷ তারপর ক্যামেরনও জানিয়ে দেন, থেরেসা মে'র প্রতি কনজারভেটিভ পার্টির পূর্ণ সমর্থন রয়েছে৷ মঙ্গলবারই শেষবারের মতো মন্ত্রীপরিষদ বৈঠকে যোগ দিচ্ছেন ক্যামেরন৷ বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো সংসদেও যাবেন তিনি৷ তারপর বাকিংহাম প্যালেসে যাবেন রানির সঙ্গে দেখা করে ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে টেরেসা মে'র ওপর সম্পূর্ণ আস্থা রাখার কথা জানাতে৷ এরপরই হবে ব্রিটেনের ইতিহাসে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা৷ রানির সঙ্গে দেখা করেই ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করবেন টেরেসা মে৷
ব্রিটেনের কাছ থেকে আমরা যা পেয়েছি
সাংস্কৃতিক দিক দিয়ে ব্রিটেন বেশ সমৃদ্ধ৷ শেক্সপিয়ার আর বিটেলস ছাড়াও আরো কয়েকটি দিকের কথা থাকছে এই ছবিঘরে, যা গোটা বিশ্বে ব্রিটেনকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়৷
ছবি: STAFF/AFP/Getty Images
হ্যারি পটার
হ্যারি পটারকে চেনে না গোটা বিশ্বের এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল৷ ব্রিটেনের লেখক জে কে রোওলিং-এর অনবদ্য এই সৃষ্টি শিশু থেকে বৃদ্ধ সবারই মন জয় করেছে৷ হ্যারি পটার সিরিজের অষ্টম বইটি বের হবে আগামী ৩১ জুলাই৷
ছবি: picture-alliance/dpa/dpa-Film Warner
মিনি স্কার্ট
ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার মেরি কোয়ান্ট মেয়েদের পোশাক স্কার্টের নীচের অংশ হাঁটুর উপরে তুলে এনেছেন, আর তাতেই ফ্যাশন জগতে মোটামুটি বিপ্লব ঘটে গেছে৷ ষাটের দশকে বাজারে আসা মিনিস্কার্ট এখনো গ্রীষ্মে পশ্চিমের মেয়েদের অন্যতম পোশাক৷
ছবি: Express/Express/Getty Images
জেমস বন্ড
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিক্রেট এজেন্ট জেমস বন্ড৷ ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং বন্ড সিরিজের প্রথম বইটি লেখেন ১৯৫৩ সালে৷ এরপর থেকে বন্ড চরিত্রে অভিনয় করেছেন অনেক নামি তারকা আর সেসব ছবিতে সুন্দরী নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো৷
ছবি: picture-alliance/dpa
আগাথা ক্রিস্টি
বিশ্বের সবচেয়ে সফল লেখকও ব্রিটেনের৷ ক্রিস্টির বই এখন পর্যন্ত প্রায় চার বিলিয়ন কপি বিক্রি হয়েছে৷ তার অনেক বই থেকে সিনেমাও তৈরি হয়েছে৷
ছবি: picture alliance / empics
কুইন
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রয়েছেন, তবে আরো এক রানী আছে৷ বলছি রক ব্যান্ড কুইনের কথা৷ ব্যান্ডটি গোটা বিশ্বেই পরিচিত৷
ছবি: Getty Images/M. Metcalfe
ফিস অ্যান্ড চিপস
রান্নাবান্নার দিক থেকে ব্রিটেন বিশ্বে খুব একটা নাম করতে পারেনি৷ তাসত্ত্বেও তাদের ফিস অ্যান্ড চিপস মোটামুটি বিশ্বের সর্বত্র পাওয়া যায়৷ তবে ইংলিশ ব্রেকফাস্টের কদরও কম নয়৷
ছবি: Colourbox
চার্লি চ্যাপলিন
বিশ্ব শতকের অন্যতম জনপ্রিয় শিল্পী চার্লি চ্যাপলিন৷ তিনি একজন ব্রিটিশ৷ সেই নির্বাক চলিচ্চিত্রের যুগেই মানুষে মন জয় করেছিলেন চ্যাপলিন৷ এখনো তাঁর জনপ্রিয়তায় ঘাটতি তৈরি হয়নি৷
ছবি: AP
7 ছবি1 | 7
ব্রিটেনের প্রথম নারী প্রেসিডেন্ট মার্গারেট থ্যাচার৷ ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি৷ ২০১৩ সালে ৮৮ বছর বয়সে থ্যাচারের পরলোক গমনের তিন বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে উঠে এলেন টেরেসা মে৷
এর আগে গণভোটের মাধ্যমে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয়ায়, প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ডেভিড ক্যামেরন৷ ‘ব্রেক্সিট'-এর বিপক্ষে, অর্থাৎ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে জোরালো অবস্থান ছিল তাঁর৷ তাই গত ২৩ শে জুনের গণভোটে ব্রিটেনের ৫১ দশমিক ৯৮ ভাগ মানুষ ‘ব্রেক্সিট'-এর পক্ষে রায় দেয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন ক্যামেরন৷ তারই ধারাবাহিকতায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন টেরেসা মে৷