1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যালিফোর্নিয়ার মসজিদে হুমকির চিঠি

২৮ নভেম্বর ২০১৬

ক্যালিফোর্নিয়ার তিনটি মসজিদে ট্রাম্পের প্রশংসা ও মুসলিমদের হত্যার হুমকি সম্বলিত বেনামি চিঠি পাঠানো হয়েছে৷ নাগরিক অধিকার আন্দোলনকারীরা পুলিশি সুরক্ষা বাড়ানোর আহ্বান জানিয়েছেন৷

ছবি: picture-alliance/ZUMAPRESS.com/B. Cahn

কাউন্সিল অফ অ্যামেরিকান-ইসলামিক রিলেসন্স (সিএআইআর)-এর লস এঞ্জেলেস শাখা রবিবার এ খবর দেয়৷ চিঠিগুলো ‘শয়তানের সন্তানদের' নামে পাঠানো হয়েছে; স্বাক্ষর করা হয়েছে ‘উন্নততর পথের জন্য এক মার্কিনির' নামে৷ চিঠিগুলো লং বিচের ইসলামিক সেন্টার, ক্লেয়ারমন্টের ইসলামিক সেন্টার ও সান হোসের এভারগ্রিন ইসলামিক সেন্টারেও পাঠানো হয়েছে বলে লস এঞ্জেলেস টাইমস পত্রিকা জানিয়েছে৷

‘শহরে একজন নতুন শেরিফ এসেছেন - প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি অ্যামেরিকাকে পরিশুদ্ধ করে আবার উজ্জ্বল করে তুলবেন৷ এবং তিনি তোমাদের মতো মুসলিমদের দিয়ে শুরু করবেন৷ হিটলার ইহুদিদের নিয়ে যা করেছিলেন, তিনি তোমাদের মতো মুসলিমদের নিয়ে তা-ই করবেন'' চিঠিতে এসব লেখা হয়েছে বলে  সিএআইআর জানিয়েছে৷ চিঠিগুলো দৃশ্যত ফটোকপি করা ও পোস্ট অফিসের ছাপ থেকে বোঝা যাচ্ছে যে, সেগুলো লস এঞ্জেলেসের ঠিক উত্তরে অবস্থিত স্যান্টা ক্ল্যারিটা থেকে পাঠানো হয়েছে৷

‘হেট ক্যাম্পেন'

সিএআইআরের লস এঞ্জেলেস শাখার কার্যনির্বাহী পরিচালক হুসাম আইলুশ জানিয়েছেন, মসজিদের মুসল্লিরা চিঠি দেখে হতাশ হয়েছেন৷ ‘‘ক্যালিফোর্নিয়ার উপাসনালয়গুলিকে লক্ষ্য করে এই বিদ্বেষ অভিযানের ধর্মীয় ভীতিপ্রদর্শনের ঘটনা হিসেবে তদন্ত হওয়া উচিৎ এবং যে ক্রমবর্ধমান মুসলিম-বিরোধী গোঁড়ামি থেকে এ ধরনের ঘটনার সৃষ্টি, আমাদের রাজ্যের নেতাদের তার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিৎ,'' বলেছেন আইলুশ৷

সান হোসে পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট এনরিকে গার্সিয়া জানান, পুলিশ তদন্ত শুরু করেছে এবং বেনামি চিঠিটিকে একটি ‘বিদ্বেষজনিত ঘটনা' বলে গণ্য করছে৷ ডোনাল্ড ট্রাম্প গত ৮ই নভেম্বরের নির্বাচনে বিজয়ী হবার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০টির বেশি মুসলিমবিরোধী ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিনি-ইসলামি সম্পর্ক পরিষদ সিএআইআর৷

এসি/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ